Ajker Patrika

লাঞ্চের আগেই জয় তুলে নিল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১১: ৫৭
লাঞ্চের আগেই জয় তুলে নিল পাকিস্তান

ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা বলেই কি না বাংলাদেশের হার নিশ্চিত যেনেও মাঠে এসেছিলেন শতাধিক দর্শক। শেষ পর্যন্ত হতাশা নিয়েই তাঁদের ছাড়তে হয়েছে মাঠ। মুমিনুল হকরা যে পারেনি মাঠে অসাধ্যসাধন করতে। চট্টগ্রাম টেস্টের আড়াইদিন ম্যাচের চাবি নিজেদের হাতে রেখেও আজ পঞ্চম বাংলাদেশ হারল ৮ উইকেটের বড় ব্যবধানে।

২০২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলী ও আবদুল্লাহ শফিক চতুর্থ দিনেই জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন। আজ শেষদিনের শুরুতেও বাংলাদেশের বোলারদের হতাশ করে দুজনে ছুটছিলেন দুরন্ত গতিতে। আগে কে সেঞ্চুরি করবে, সেই প্রতিযোগিতায় যেন হচ্ছিল দুই পাকিস্তানি ওপেনারদের মধ্যে। তবে মেহেদি হাসান মিরাজের বলে এলবিডব্লিউ শিকার হয়ে শফিক ফিরলে ভাঙে ১৫১ রানের সেই জুটি। অভিষেক টেস্টের দুই ইনিংসে ফিফটি তুলে নেওয়া শফিকের এবারের ইনিংসটি ৭৩ রানের।

শফিক ফেরার পর আবিদ এই টেস্টে তাঁর দ্বিতীয় সেঞ্চুরিটা প্রায় তুলে নিচ্ছিলেন। সেঞ্চুরিটা যখন দৃষ্টিসীমায় তখন দারুণ এক ডেলিভারিতে আবিদকে এলবিডব্লিউ ফাঁদে ফেলেন তাইজুল। ইয়াসির হামিদের পর দ্বিতীয় পাকিস্তানি ক্রিকেটার হিসেবে বাংলাদেশের বিপক্ষে টানা দুই ইনিংসে সেঞ্চুরি করা হলো না আবিদের। ফিরতে হয়েছে ৯১ রানের আফসোসে পুড়ে।

এরপর বাবর আজমকেও ফেরানোর সুযোগ ছিল তাইজুলের সামনে। ৫ রানে পাকিস্তান অধিনায়ক ফিরতি ক্যাচ দিয়েছিলেন তাইজুলকে। কিন্তু বাঁহাতি স্পিনার সেটি ঠিকঠাক লুফে নিতে পারেননি। তারপর আর কোনো ভুল না করে লাঞ্চের আগেই পাকিস্তানকে জয়ের সরণিতে পৌঁছে দেয় বাবর–আজহার আলীর ৩২ রানের জুটি। আর তাতে মুমিনুলের দল পুড়ে ৮ উইকেটের হারের হতাশায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত