Ajker Patrika

গোল করতে পারল না বাংলাদেশ, পারেনি নেপালও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২০: ১৬
অনন্ত তামাংয়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে রাকিব হোসেন। ছবি: বাফুফে
অনন্ত তামাংয়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে রাকিব হোসেন। ছবি: বাফুফে

বাংলাদেশের জন্য লড়াইটা ছিল প্রতিশোধের। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সবশেষ ম্যাচে নেপালের কাছে হারতে হয়েছিল ৩-১ ব্যবধানে। তিন বছর পর বুকে প্রতিশোধের আগুন নিয়ে নামলেও মাঠে সেই ছাপ মেলেনি হাভিয়ের কাবরেরার দলের। প্রথম প্রীতি ম্যাচে আজ মাঠ ছাড়তে হলো গোলশূন্য ড্র নিয়ে।

ম্যাড়মেড়ে ফুটবলে দুই দলের কেউই সেভাবে গোলের জন্য ছোটার সুযোগ পায়নি। প্রথমার্ধের ১০ মিনিটে সুমন রেজার গোলে বাংলাদেশ এগিয়ে গেলেও উল্লাসের সুযোগ ছিল না। রেফারি আগেই যে বাঁশি বাজান অফসাইডের। ৩০ মিনিটে মনি কুমার লামার ফ্রি কিক থেকে অনন্ত তামাংয়ের হেড ঠেকিয়ে দেন অভিষিক্ত গোলরক্ষক সুজন হোসেন। ৩৯ মিনিটে কর্নার থেকে আসা বলে সুযোগ পেয়েছিলেন সুমন রেজা। কিন্তু তাঁর শট চলে যায় বলের ওপর দিয়ে।

৫১ মিনিটে রহমত মিয়ার লংথ্রোয়ে সুমন রেজার হেড চলে যায় তারিক কাজীর দিকে। কিন্তু তিনি বল ছোঁয়ার আগেই হেডে তা ক্লিয়ার করেন নেপালের গিলেস্পি জুং কার্কি। ৬৫ মিনিটে অধিনায়ক জামাল ভূঁইয়ার জায়গায় কাজেম শাহ ও সাদ উদ্দীনের পরিবর্তে নামেন তাঁরই ছোট ভাই তাজ উদ্দীন। ৬৮ মিনিটে জুং কার্কির শট সহজেই তালুবন্দী করেন সুজন।

৭৬ মিনিটে তাজের বক্সের বাইরে থেকে নেওয়া শট খানিকটা লাফিয়ে উঠে তালুবন্দী করেন নেপালের অধিনায়ক কিরণ চেমজং। ৮১ মিনিটে রাকিব হোসেনের বাড়ানো ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি দূরের পোস্টে থাকা আরিফ হোসেন। ৮৫ মিনিটে বড় ভাইয়ের মতো তাজও দেখেন হলুদ কার্ড।

অক্টোবরে হংকংয়ের এশিয়ান কাপ বাছাইয়ে প্রস্তুতিতে চোখ রেখে নেপালে দুটি ম্যাচ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচ শেষে কোচ হাভিয়ের কাবরেরার কাছে পাওয়ার কিছু নেই বলতে গেলে। ৯ সেপ্টেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠেয় দ্বিতীয় প্রীতি ম্যাচে নিশ্চয়ই এর চেয়ে বড় কিছু চাইবেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

মেডিকেল কলেজ: মানের ঘাটতিতে হবে বন্ধ

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি, কী বার্তা দিচ্ছে দিল্লি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত