Ajker Patrika

সিলেটেই হোঁচট খেল মাশরাফির সিলেট

সিলেটেই হোঁচট খেল মাশরাফির সিলেট

ঢাকা, চট্টগ্রাম পর্ব শেষে আজ শুরু হয়েছে সিলেট পর্ব। আগের দুই পর্বে দুর্দান্ত পারফর্ম করা সিলেট স্ট্রাইকার্স মুখ থুবড়ে পড়ে সিলেটে এসে। রংপুর রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে সিলেট।

৯৩ রানের লক্ষ্যে নেমে সাবধানী ব্যাটিং করতে থাকেন রংপুরের দুই ওপেনার মোহাম্মদ নাইম শেখ ও রনি তালুকদার। নাইম ও রনি উদ্বোধনী জুটিতে যোগ করেন ২৭ রান। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে নাইমকে ফেরান রেজাউর রহমান রাজা। এরপর নবম ওভার বোলিংয়ে এসে জোড়া ধাক্কা দেন মাশরাফি। ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে নিয়েছেন শেখ মাহেদি হাসান ও শোয়েব মালিকের উইকেট। মাশরাফিকে পুল করতে গিয়ে মিড উইকেটে টম মুরসের তালুবন্দী হন মালিক।

নাইম, মাহেদি ও মালিকের বিদায়ে রংপুরের স্কোর দাঁড়ায় ৯ ওভারে ৩ উইকেটে ৪৪ রান। সতীর্থদের বিদায়ের মাঝে একপ্রান্তে আগলে খেলতে থাকেন রনি। ষোলোতম ওভারের চতুর্থ বলে রাজাকে চার মেরে খেলা শেষ করে আসেন এই ওপেনার। ৬ উইকেটের জয়ে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে নিজেদের অবস্থান পোক্ত করল সোহানের রংপুর। ৩৮ বলে ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন রনি। সিলেটের বোলারদের মধ্যে দুই উইকেট নেন মাশরাফি।

ম্যাচসেরা হয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। ৪ ওভার বোলিং করে ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন আফগান এই পেসার।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮ রানেই ৭ উইকেট হারায় সিলেট। অষ্টম উইকেটে তানজিম হাসান সাকিব ও মাশরাফি বিন মর্তুজার ৪৮ রানের জুটিতে উদ্ধার হয় সিলেট। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯২ রান করে মাশরাফির দল। ৩৬ বলে ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন সাকিব। তিনটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও আজমতউল্লাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত