Ajker Patrika

‘বর্ণবাদী’ আচরণের ক্ষমা চেয়েছেন বাউচার

‘বর্ণবাদী’ আচরণের ক্ষমা চেয়েছেন বাউচার

খেলোয়াড়ি জীবনে সতীর্থদের সঙ্গে বর্ণবাদী আচরণের জন্য ক্ষমা চেয়েছেন মার্ক বাউচার। নিজের ভুল স্বীকার করে আজ এক বিবৃতি দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বর্তমানে প্রোটিয়াদের প্রধান কোচের দায়িত্বে আছেন বাউচার।

এর আগে গত মাসে বাউচারের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ এনেছিলেন সাবেক প্রোটিয়া স্পিনার পল অ্যাডামস। যদিও তখন অভিযোগ অস্বীকার করেছিলেন বাউচার। আজ বিবৃতিতে জানিয়েছেন, সেই সময় আমরা এ ব্যাপারগুলোকে নিজেদের মধ্যে দুষ্টুমি হিসেবে নিতাম। যেটাতে আমরা সবাই অংশগ্রহণ করতাম। আমি খুবই দুঃখিত, আমার আচরণে খেলোয়াড়ি জীবনে সতীর্থদের মনে কষ্ট দিয়ে থাকলে।

এসব ব্যাপারে আরও সতর্ক থাকার কথা জানিয়েছেন বাউচার। বলেছেন, ‘দল, কোচিং স্টাফ, নির্বাচক ও সিএসএ এসব ব্যাপারে আরও সতর্ক থাকা উচিত। দলের সবাই যাতে নিজেদের ভালো-মন্দের কথা সবার সঙ্গে মন খুলে বলতে পারে, আমরা সে রকম পরিবেশ তৈরি করতে চাই।’ 

বর্তমান দলের সঙ্গেও এসব ব্যাপারে কথা বলেছেন বাউচার। দলের সঙ্গে বাউচারের কথা বলার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার সাদা বলের অধিনায়ক টেম্বা বাভুমা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত