ক্রীড়া ডেস্ক
ভারত-পাকিস্তান ম্যাচ এখন হয় বড্ড একপেশে। অনুমিতভাবেই বেশির ভাগ ম্যাচ জেতে ভারত। কিন্তু তাদের ম্যাচের আগে জুড়ে গেছে ‘হাইভোল্টেজ ম্যাচে’র তকমা। মাঠের পারফরম্যান্সে যখন লড়াই দেখাই যায় না, তখন অন্যান্য ঘটনায় দুই দলের ম্যাচ উত্তপ্ত হয়ে ওঠে।
দুবাইয়ে ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে আগুনে ঘি ঢেলেছেন সাহিবজাদা ফারহান ও হারিস রউফ। দুই পাকিস্তানি ক্রিকেটার সেদিন যেসব কর্মকাণ্ড করেছেন, তা দুই রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক বৈরিতাকে উসকে দেওয়ার মতোই। তাঁদের কাজের সমালোচনা করতে গিয়ে ইরফান পাঠান প্রশ্ন তুলেছেন পাকিস্তানি ক্রিকেটারদের ভদ্রতাজ্ঞান নিয়ে। ইউটিউবে গতকাল ইরফান পাঠান বলেন, ‘মাঠে ক্রিকেটটা খেলো তোমরা। কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, হেয় প্রতিপন্ন করা অনেক বাজে ব্যাপার। এটা ভুল। তোমরা জানো যে এসব ব্যাপার নিয়ে আমরা কথা বলতে চাই না। তবে এসব ব্যাপারে আমি বিন্দুমাত্র অবাক হইনি। তারা এগুলো করেই অভ্যস্ত।’
এ বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে পর্যটক নিহত হওয়ার পরপরই দুই দেশই সামরিক সংঘাতে জড়িয়েছিল। মে মাসে হওয়া ভারত সেই অভিযানের নাম দিয়েছিল ‘অপারেশন সিঁদুর’। এশিয়া কাপে দুই দলকে এক গ্রুপে রাখা নিয়ে হয়েছিল তীব্র সমালোচনা। দুবাইয়ে ১৪ সেপ্টেম্বর টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব করমর্দন করেননি পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আঘার সঙ্গে। এমনকি ম্যাচ শেষেও সেদিন দুই দলের ক্রিকেটাররা করমর্দন করেননি। একই ঘটনা দেখা গেছে পরশু সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচেও। সেদিন ফিফটি করে বন্দুকের নলের মতো উদ্যাপন করেছেন ফারহান।
ফারহান যেটা পরশু করেছেন ব্যাটিংয়ে, একই দিন হারিস সেটা করেছেন সীমানার ধারে ফিল্ডিং করার সময়। হারিস ভারতীয় দর্শকদের উদ্দেশে বিমান ধসের ইঙ্গিত দিয়েছেন এবং ৬ আঙুল বের করেছেন। মে মাসে হওয়া সামরিক সংঘাতে ভারতের ছয়টি বিমান পাকিস্তানের আক্রমণে ভূপাতিত হয়েছিল বলে পাকিস্তানি সংবাদমাধ্যম দাবি করেছিল। সেই বিমানগুলো ফরাসি রাফায়েল জেট বলে উল্লেখ করা হয়েছিল। ভারত-পাকিস্তানের মধ্যে যে রাজনৈতিক বৈরিতা চলছে, সেগুলো ফারহান-হারিসের মাথায় রাখা উচিত ছিল বলে মনে করেন পাঠান। ভারতের সাবেক অলরাউন্ডার বলেন, ‘সাহিবজাদা ফারহানের উদ্যাপন নিয়ে কথা বলতে চাই। দুই দেশের মধ্যে যে অস্থিরতা চলছে, সেটা তো তোমার জানার কথা। হারিস রউফকে আমি ভালো মনে করেছিলাম। কয়েক বছর আগে তার সঙ্গে অস্ট্রেলিয়ায় আমার দেখা হয়েছিল। গতকাল (পরশু) সে যা করেছে, সেটা অপ্রয়োজনীয়। তারা (হারিস-ফারহান) কী মানসিকতার মানুষ, সেটা আমার বোঝা হয়ে গেছে।’
দুবাইয়ে পাকিস্তান পরশু টস হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৪ উইকেটে ১৭১ রান করেছে। সেই রান তাড়া করে ভারত ৭ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে। এদিকে শ্রীলঙ্কা শনিবার দুবাইয়ে হেরেছে বাংলাদেশের কাছে। আবুধাবিতে আজ ‘বাঁচা-মরা’র ম্যাচে খেলতে নামবে শ্রীলঙ্কা-পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ।
ভারত-পাকিস্তান ম্যাচ এখন হয় বড্ড একপেশে। অনুমিতভাবেই বেশির ভাগ ম্যাচ জেতে ভারত। কিন্তু তাদের ম্যাচের আগে জুড়ে গেছে ‘হাইভোল্টেজ ম্যাচে’র তকমা। মাঠের পারফরম্যান্সে যখন লড়াই দেখাই যায় না, তখন অন্যান্য ঘটনায় দুই দলের ম্যাচ উত্তপ্ত হয়ে ওঠে।
দুবাইয়ে ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে আগুনে ঘি ঢেলেছেন সাহিবজাদা ফারহান ও হারিস রউফ। দুই পাকিস্তানি ক্রিকেটার সেদিন যেসব কর্মকাণ্ড করেছেন, তা দুই রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক বৈরিতাকে উসকে দেওয়ার মতোই। তাঁদের কাজের সমালোচনা করতে গিয়ে ইরফান পাঠান প্রশ্ন তুলেছেন পাকিস্তানি ক্রিকেটারদের ভদ্রতাজ্ঞান নিয়ে। ইউটিউবে গতকাল ইরফান পাঠান বলেন, ‘মাঠে ক্রিকেটটা খেলো তোমরা। কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, হেয় প্রতিপন্ন করা অনেক বাজে ব্যাপার। এটা ভুল। তোমরা জানো যে এসব ব্যাপার নিয়ে আমরা কথা বলতে চাই না। তবে এসব ব্যাপারে আমি বিন্দুমাত্র অবাক হইনি। তারা এগুলো করেই অভ্যস্ত।’
এ বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে পর্যটক নিহত হওয়ার পরপরই দুই দেশই সামরিক সংঘাতে জড়িয়েছিল। মে মাসে হওয়া ভারত সেই অভিযানের নাম দিয়েছিল ‘অপারেশন সিঁদুর’। এশিয়া কাপে দুই দলকে এক গ্রুপে রাখা নিয়ে হয়েছিল তীব্র সমালোচনা। দুবাইয়ে ১৪ সেপ্টেম্বর টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব করমর্দন করেননি পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আঘার সঙ্গে। এমনকি ম্যাচ শেষেও সেদিন দুই দলের ক্রিকেটাররা করমর্দন করেননি। একই ঘটনা দেখা গেছে পরশু সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচেও। সেদিন ফিফটি করে বন্দুকের নলের মতো উদ্যাপন করেছেন ফারহান।
ফারহান যেটা পরশু করেছেন ব্যাটিংয়ে, একই দিন হারিস সেটা করেছেন সীমানার ধারে ফিল্ডিং করার সময়। হারিস ভারতীয় দর্শকদের উদ্দেশে বিমান ধসের ইঙ্গিত দিয়েছেন এবং ৬ আঙুল বের করেছেন। মে মাসে হওয়া সামরিক সংঘাতে ভারতের ছয়টি বিমান পাকিস্তানের আক্রমণে ভূপাতিত হয়েছিল বলে পাকিস্তানি সংবাদমাধ্যম দাবি করেছিল। সেই বিমানগুলো ফরাসি রাফায়েল জেট বলে উল্লেখ করা হয়েছিল। ভারত-পাকিস্তানের মধ্যে যে রাজনৈতিক বৈরিতা চলছে, সেগুলো ফারহান-হারিসের মাথায় রাখা উচিত ছিল বলে মনে করেন পাঠান। ভারতের সাবেক অলরাউন্ডার বলেন, ‘সাহিবজাদা ফারহানের উদ্যাপন নিয়ে কথা বলতে চাই। দুই দেশের মধ্যে যে অস্থিরতা চলছে, সেটা তো তোমার জানার কথা। হারিস রউফকে আমি ভালো মনে করেছিলাম। কয়েক বছর আগে তার সঙ্গে অস্ট্রেলিয়ায় আমার দেখা হয়েছিল। গতকাল (পরশু) সে যা করেছে, সেটা অপ্রয়োজনীয়। তারা (হারিস-ফারহান) কী মানসিকতার মানুষ, সেটা আমার বোঝা হয়ে গেছে।’
দুবাইয়ে পাকিস্তান পরশু টস হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৪ উইকেটে ১৭১ রান করেছে। সেই রান তাড়া করে ভারত ৭ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে। এদিকে শ্রীলঙ্কা শনিবার দুবাইয়ে হেরেছে বাংলাদেশের কাছে। আবুধাবিতে আজ ‘বাঁচা-মরা’র ম্যাচে খেলতে নামবে শ্রীলঙ্কা-পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ।
আবুধাবিতে বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ। দুই দলের জন্যই ম্যাচটি বাঁচা-মরার ম্যাচ। কারণ, যে দল হারবে, তাদের একরকম বিদায়ঘণ্টা বেজে যাবে। এদিকে ফুটবলে ফেডারেশন কাপের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগেঅর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে ক্রিকেটারদের আগ্রহ থাকে অনেক বেশি। চার-ছক্কার ফুলঝুরি, রেকর্ড ভাঙা গড়ার খেলা চলছে ১৭ বছর ধরে। তবে ২০০৮ সালের পর আইপিএলে সুযোগ না পাওয়ায় পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলকে নিয়ে প্রায়ই করেন নেতিবাচক মন্তব্য।
৩ ঘণ্টা আগেবিশ্বকাপ ও এশিয়া কাপ বাদে সীমিত ওভারের ক্রিকেটে যেন সাক্ষাৎই হয় না পাকিস্তান-শ্রীলঙ্কার। ওয়ানডেতে সর্বশেষ সিরিজ খেলেছে ৬ বছর আগে। টি-টোয়েন্টিতেও তা-ই। ৩ বছর আগে এশিয়া কাপের ফাইনালের পর আবারও সেই এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে তারা।
৪ ঘণ্টা আগেব্যাপারটা আগে থেকেই অনুমিত ছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) প্রেসিডেন্ট হয়েছেন সৌরভ গাঙ্গুলী। ছয় বছর পর এই সংগঠনের প্রধান হয়ে ফিরেছেন ভারতের সাবেক অধিনায়ক।
৪ ঘণ্টা আগে