Ajker Patrika

এবারও প্রোটিয়া দুর্গ জয় করা হলো না কোহলিদের

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৯: ৫৬
এবারও প্রোটিয়া দুর্গ জয় করা হলো না কোহলিদের

কেপটাউনে জয় পেতে উন্মুখ ছিল ভারত। সিরিজ জয়ের টেস্ট বলে কথা। বিরাট কোহলিদের শরীরী ভাষায় সেটার প্রমাণ মিলছিল। গতকাল তৃতীয় দিন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারের এক এলবিডব্লিউ নিয়ে স্টাম্প মাইকে কোহলি-লোকেশ রাহুলদের মন্তব্যগুলো ভালোই আলোচনার জন্ম দিয়েছে। তবে কোনো কিছুই শেষ পর্যন্ত পক্ষে এল না ভারতের। 

তৃতীয় ও শেষ টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২১২ রানে জয়ের লক্ষ্যে গতকাল তৃতীয় দিন ২ উইকেট হারিয়ে ১০১ রান তুলেছিল প্রোটিয়ারা। আজ চতুর্থ দিনে তাদের দরকার ছিল ১১১ রান। অন্যদিকে ভারতের দরকার ছিল ৮ উইকেট। এক উইকেটের বেশি নিতে পারেননি জসপ্রিত বুমরা-উমেশ যাদবরা। 

এই সিরিজে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় প্রাপ্তি বোধ হয় কিগান পিটারসেন। আজ দিনের দ্বিতীয় ওভারের মোহাম্মদ শামির বলে দুই রান নিয়ে সিরিজে তৃতীয় ফিফটি পূর্ণ করেন পিটারসেন। শার্দূল ঠাকুরের বলে বোল্ড হওয়ার আগে খেলেন গুরুত্বপূর্ণ ৮২ রানের ইনিংস। সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। তিন ফিফটিতে ৪৬ গড়ে ২৭৬ রান করেছেন ২৮ বছর বয়সী এই ব্যাটার। 

পিটারসেনের বিদায়ের পর দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন টেম্বা বাভুমা আর রাসি ফন ডুসেন। দুজনের ৫৭ রানের জুটিতে ৪১ রানে অপরাজিত থাকেন ডুসেন। বাভুমা অপরাজিত থাকেন ৩২ রানে। ৭ উইকেটের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। এ নিয়ে আটবারের চেষ্টায়ও প্রোটিয়া দুর্গ জয় করা হলো না ভারতের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত