বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে আনন্দ করতে গিয়ে গত নভেম্বরে পা ভেঙেছিল গ্লেন ম্যাক্সওয়েলের। এরপর থেকে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেননি তিনি। দীর্ঘ তিন মাসেরও বেশি সময় পর আবারও মাঠে ফেরার সুযোগ পাচ্ছেন এই অলরাউন্ডার।
প্রত্যাবর্তনটাও আবার কুটুমের দেশের বিপক্ষে। গত ২৭ মার্চ ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক বিনি রামনকে বিয়ে করে ভারতের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক তৈরি করেছেন ম্যাক্সওয়েল। এবার শ্বশুর বাড়ির দেশের বিপক্ষেই আন্তর্জাতিক সংস্করণে ফিরছেন তিনি।
গতকাল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ১৬ সদস্যের এই স্কোয়াডে ম্যাক্সওয়েলকে রেখেই শক্তিশালী দল দিয়েছে নির্বাচক প্যানেলের চেয়ারম্যান জর্জ বেইলি। এই অলরাউন্ডারের সঙ্গে দলে ফিরেছেন মিচেল মার্শ ও ঝাই রিচার্ডসন। প্রত্যেকেই চোটের পর একসঙ্গে দলে ফিরলেন।
এ বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপ হবে বিধায় এই তিন তারকা ক্রিকেটারদের দলে ফেরানো হয়েছে বলে জানিয়েছেন বেইলি। তিনি বলেছেন, ‘বিশ্বকাপের আর সাত মাস বাকি রয়েছে। ভারতের এই সিরিজটি হবে আমাদের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গ্লেন, মিচেল এবং ঝাই প্রত্যকেই অক্টোবরের স্কোয়াডের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’
আন্তর্জাতিক অঙ্গনে ফেরার আভাস অবশ্য গত সপ্তাহেই দিয়েছেন ম্যাক্সওয়েল। ভিক্টোরিয়ান প্রিমিয়ার ক্রিকেটে ৬১ রানের ইনিংস খেলে। এ ছাড়া শেফিল্ড শিল্ডের ম্যাচেও অংশ নিয়েছিলেন তিনি। সিরিজের প্রথম ওয়ানডে ১৭ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
অস্ট্রেলিয়া দল:
প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মারনাস লাবুশেন, শেন অ্যাবোট, অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, জাই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।
বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে আনন্দ করতে গিয়ে গত নভেম্বরে পা ভেঙেছিল গ্লেন ম্যাক্সওয়েলের। এরপর থেকে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেননি তিনি। দীর্ঘ তিন মাসেরও বেশি সময় পর আবারও মাঠে ফেরার সুযোগ পাচ্ছেন এই অলরাউন্ডার।
প্রত্যাবর্তনটাও আবার কুটুমের দেশের বিপক্ষে। গত ২৭ মার্চ ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক বিনি রামনকে বিয়ে করে ভারতের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক তৈরি করেছেন ম্যাক্সওয়েল। এবার শ্বশুর বাড়ির দেশের বিপক্ষেই আন্তর্জাতিক সংস্করণে ফিরছেন তিনি।
গতকাল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ১৬ সদস্যের এই স্কোয়াডে ম্যাক্সওয়েলকে রেখেই শক্তিশালী দল দিয়েছে নির্বাচক প্যানেলের চেয়ারম্যান জর্জ বেইলি। এই অলরাউন্ডারের সঙ্গে দলে ফিরেছেন মিচেল মার্শ ও ঝাই রিচার্ডসন। প্রত্যেকেই চোটের পর একসঙ্গে দলে ফিরলেন।
এ বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপ হবে বিধায় এই তিন তারকা ক্রিকেটারদের দলে ফেরানো হয়েছে বলে জানিয়েছেন বেইলি। তিনি বলেছেন, ‘বিশ্বকাপের আর সাত মাস বাকি রয়েছে। ভারতের এই সিরিজটি হবে আমাদের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গ্লেন, মিচেল এবং ঝাই প্রত্যকেই অক্টোবরের স্কোয়াডের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’
আন্তর্জাতিক অঙ্গনে ফেরার আভাস অবশ্য গত সপ্তাহেই দিয়েছেন ম্যাক্সওয়েল। ভিক্টোরিয়ান প্রিমিয়ার ক্রিকেটে ৬১ রানের ইনিংস খেলে। এ ছাড়া শেফিল্ড শিল্ডের ম্যাচেও অংশ নিয়েছিলেন তিনি। সিরিজের প্রথম ওয়ানডে ১৭ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
অস্ট্রেলিয়া দল:
প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মারনাস লাবুশেন, শেন অ্যাবোট, অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, জাই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।
জিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
২৭ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১১ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১১ ঘণ্টা আগে