Ajker Patrika

নেই শান্ত-সাকিব, চমক ইমন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৩: ০৩
শান্ত না থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও অধিনায়ক মিরাজ। ছবি: এএফপি
শান্ত না থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও অধিনায়ক মিরাজ। ছবি: এএফপি

টেস্ট সিরিজের মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটাও খেলতে পারছেন না নাজমুল হোসেন শান্ত। এখানেও নেই সাকিব আল হাসান। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে চমক হয়ে এসেছেন পারভেজ হোসেন ইমন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক বিজ্ঞপ্তিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। উইন্ডিজ সিরিজের দলে থাকা ইমনের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকলেও ওয়ানডেতে কোনো ম্যাচ খেলেননি। শান্ত কুঁচকির চোট থেকে সেরে না ওঠায় এই সিরিজে নেই। তাওহিদ হৃদয়ও কুঁচকির চোটে ভুগছেন। বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেন, ‘হৃদয় তার ডান কুঁচকিতে ব্যথা অনুভব করছে এবং পরবর্তী পরীক্ষায় একটি সমস্যা ধরা পড়েছে। তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে এবং আমরা দুই সপ্তাহ পর তার অবস্থা আবার মূল্যায়ন করে দেখব।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে এই সংস্করণে প্রায় এক বছর পর ফিরছেন আফিফ হোসেন ধ্রুব। আফিফ সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের ডিসেম্বরে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে। ব্যাটিং লাইনআপে ইমনের সঙ্গে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, লিটন দাস, তানজিদ হাসান তামিমরা। পেস বোলিংয়ে নাহিদ রানার সঙ্গে থাকছেন হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

মিরাজ বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। জ্যামাইকায় চলছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট। ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে তিনটি ওয়ানডে। তিনটি ম্যাচই হবে সেন্ট কিটসে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ, জাকের আলি অনিক, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত