টেস্ট সিরিজের মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটাও খেলতে পারছেন না নাজমুল হোসেন শান্ত। এখানেও নেই সাকিব আল হাসান। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে চমক হয়ে এসেছেন পারভেজ হোসেন ইমন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক বিজ্ঞপ্তিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। উইন্ডিজ সিরিজের দলে থাকা ইমনের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকলেও ওয়ানডেতে কোনো ম্যাচ খেলেননি। শান্ত কুঁচকির চোট থেকে সেরে না ওঠায় এই সিরিজে নেই। তাওহিদ হৃদয়ও কুঁচকির চোটে ভুগছেন। বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেন, ‘হৃদয় তার ডান কুঁচকিতে ব্যথা অনুভব করছে এবং পরবর্তী পরীক্ষায় একটি সমস্যা ধরা পড়েছে। তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে এবং আমরা দুই সপ্তাহ পর তার অবস্থা আবার মূল্যায়ন করে দেখব।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে এই সংস্করণে প্রায় এক বছর পর ফিরছেন আফিফ হোসেন ধ্রুব। আফিফ সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের ডিসেম্বরে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে। ব্যাটিং লাইনআপে ইমনের সঙ্গে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, লিটন দাস, তানজিদ হাসান তামিমরা। পেস বোলিংয়ে নাহিদ রানার সঙ্গে থাকছেন হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
মিরাজ বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। জ্যামাইকায় চলছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট। ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে তিনটি ওয়ানডে। তিনটি ম্যাচই হবে সেন্ট কিটসে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ, জাকের আলি অনিক, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।
টেস্ট সিরিজের মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটাও খেলতে পারছেন না নাজমুল হোসেন শান্ত। এখানেও নেই সাকিব আল হাসান। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে চমক হয়ে এসেছেন পারভেজ হোসেন ইমন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক বিজ্ঞপ্তিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। উইন্ডিজ সিরিজের দলে থাকা ইমনের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকলেও ওয়ানডেতে কোনো ম্যাচ খেলেননি। শান্ত কুঁচকির চোট থেকে সেরে না ওঠায় এই সিরিজে নেই। তাওহিদ হৃদয়ও কুঁচকির চোটে ভুগছেন। বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেন, ‘হৃদয় তার ডান কুঁচকিতে ব্যথা অনুভব করছে এবং পরবর্তী পরীক্ষায় একটি সমস্যা ধরা পড়েছে। তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে এবং আমরা দুই সপ্তাহ পর তার অবস্থা আবার মূল্যায়ন করে দেখব।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে এই সংস্করণে প্রায় এক বছর পর ফিরছেন আফিফ হোসেন ধ্রুব। আফিফ সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের ডিসেম্বরে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে। ব্যাটিং লাইনআপে ইমনের সঙ্গে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, লিটন দাস, তানজিদ হাসান তামিমরা। পেস বোলিংয়ে নাহিদ রানার সঙ্গে থাকছেন হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
মিরাজ বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। জ্যামাইকায় চলছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট। ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে তিনটি ওয়ানডে। তিনটি ম্যাচই হবে সেন্ট কিটসে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ, জাকের আলি অনিক, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।
অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দল এক ম্যাচ জিতছে তো আরেক ম্যাচ হারছে। নিজেদের প্রথম ম্যাচ হারের পর গতকাল ৩২ রানে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ ‘এ’। আজ আবার হারের স্বাদ পেয়েছে নুরুল হাসান সোহানের দল। টিআইও স্টেডিয়ামে বিগ ব্যাশর দল পার্থ স্করচার্সের একাডেমির কাছে তারা হেরেছে ৫
১৩ মিনিট আগেনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা। পাকিস্তানের জায়গায় এশিয়া কাপে খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে মহেন্দ্র সিং ধোনি অবসর নিয়েছেন পাঁচ বছর আগে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাঁকে শুধু দেখা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই (আইপিএল)। খেলোয়াড়ি জীবনে শিরোপা, রেকর্ড—কোনো কিছুরই তো অভাব নেই তাঁর। ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তির এবার একটি রেকর্ড ভাঙলেন কুইন্টন ডি কক।
৪ ঘণ্টা আগে