Ajker Patrika

ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন মিচেল

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৫: ২৪
ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন মিচেল

ক্রাইস্টচার্চে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড। তার আগেই এক দুঃসংবাদ পেল কিউইরা। লিংকনে আজ অনুশীলনের সময় মারাত্মক চোট পেয়েছেন ড্যারিল মিচেল। তাতে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপে কিউই এই অলরাউন্ডারের খেলা নিয়েও রয়েছে প্রচুর শঙ্কা।

নেটে ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতে মারাত্মক আঘাত পেয়েছেন মিচেল। এক্স-রেতে পরে দেখা গেছে, হাতের পঞ্চম মেটাকার্পাল ভেঙে গেছে তাঁর। নিউজিল্যান্ড দলের ফিজিও থিও কাপাকুলাকিস মিচেলের চোটের ব্যাপারে জানিয়েছেন, কমপক্ষে দুই সপ্তাহ এভাবেই থাকতে হবে।

বিশ্বকাপ খেলতে ১৫ অক্টোবর অস্ট্রেলিয়ায় উড়াল দেবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তার আগে মিচেলের চোট বেশ ভাবনায় ফেলে দিয়েছে কোচ গ্যারি স্টিডকে। তিনি বলেন, ‘ক্রিকেটের এমন এক মুহূর্তে ড্যারিলের চোট সত্যিই দুর্ভাগ্যজনক। আমাদের টি-টোয়েন্টি দলে ড্যারিল গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছে এবং ত্রিদেশীয় সিরিজে তার অলরাউন্ড দক্ষতা ও বৈচিত্র্য আমরা মিস করব। বিশ্বকাপে আমাদের প্রথম ম্যাচ শুরু হতে মাত্র দুই সপ্তাহ বাকি। তাই ড্যারিলের সেরে ওঠার বিষয় আমাদের বিবেচনা করতে হবে।’

ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মিচেল। ২৫.২৬ গড় এবং ১৪১.৫৯ স্ট্রাইক রেটে ৬৫৭ রান করেছেন। এই সংস্করণে দুটো ফিফটিও করেছেন কিউই এই অলরাউন্ডার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত