Ajker Patrika

বিশ্বকাপে টিকে থাকার ম্যাচ আজ

রানা আব্বাস, মাসকাট থেকে
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১২: ২২
বিশ্বকাপে টিকে  থাকার ম্যাচ আজ

ওমানে ফুটবল জনপ্রিয় হলেও মাসকাটের বেশির ভাগ ইংরেজি পত্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপের খবর বেশ গুরুত্বের সঙ্গেই ছাপছে। ক্রেডিট লাইনে নাম দেখে অবশ্য বোঝা যাচ্ছে বেশির ভাগ সাংবাদিক ভারতীয় বংশোদ্ভূত। আর ইংরেজি পত্রিকার অধিকাংশ পাঠক যেহেতু প্রবাসীরা, ক্রিকেটকে বেশি গুরুত্ব দেওয়ার কারণও এটি। গতকাল সোমবার মাসকাটের ইংরেজি পত্রিকাগুলোর বেশ বড় অংশজুড়ে থেকেছে বাংলাদেশের হার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হারের পর স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের পরিবেশ একটু গুমোট হয়ে গেছে। পরশু ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বিষণ্ন মনে বলেছেন, ‘এই মুহূর্তে আমার হতাশ না হয়ে কোনো উপায় নেই।’

আইসিসির সহযোগী একটা দেশের কাছে হারের যন্ত্রণা কতটা, বাংলাদেশ সেটা আগেও টের পেয়েছে। গত রোববার সেটিই আবার নতুন করে পেল। ম্যাচ শেষে মাহমুদউল্লাহ যখন সংবাদ সম্মেলন শুরু করবেন, তখন স্কটিশরা চিৎকার করে জয়োৎসব করেছে। সেই গা–জ্বলুনি চিৎকারে মাহমুদউল্লাহকে কথা থামিয়ে চুপচাপ বসে পর্যন্ত থাকতে হয়েছে। ভাইরাল হয়ে যাওয়া ভিডিও গতকাল স্কটল্যান্ড ক্রিকেটও পোস্ট করেছে নিজেদের ফেসবুক পেজে। সেখানে তারা লিখেছে, ‘দুঃখিত, পরে এটা আমরা আস্তে করব।’

বাংলাদেশকে হারিয়ে স্কটল্যান্ডও মজা নিচ্ছে! মজা নিতে পারে ওমানও, যদি আজ পা হড়কায় বাংলাদেশ। এমনি স্বাগতিকেরা নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ১০ উইকেটে উড়িয়ে আছে ফুরফুরে মেজাজে। সেখানে বাংলাদেশ স্কটিশদের কাছে হেরে পড়ে গেছে বিষম চাপে। প্রথম রাউন্ডের বাকি দুটি ম্যাচই বাংলাদেশের কাছে হয়ে গেছে বাঁচা-মরার ম্যাচ! এ কারণেই গতকাল সন্ধ্যায় আল আমেরাত স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলনে পুরো দলই এসেছে।

তার আগে বিকেলে টিম ম্যানেজমেন্টকে নিয়ে জুম মিটিং সেরেছেন দলের খেলা দেখতে মাসকাটে আসা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাঁর মিটিংয়ে ছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ, অলরাউন্ডার সাকিব আল হাসান, কোচ রাসেল ডমিঙ্গো ও খেলা দেখতে মাসকাটে আসে বিসিবি পরিচালক আকরাম খান।

মিটিংয়ের পর শহরের হোটেল শেরাটনে কথা বলেন পাপন। বিসিবি সভাপতি জানিয়েছেন, স্কটল্যান্ডের কাছে হারটা তিনি কিছুতেই মানতে পারছেন না। তিনি বলেন, ‘সহযোগী দলগুলোর কাছে খেলতে গিয়ে এত পরিকল্পনা, চিন্তা, কষ্ট করতে হচ্ছে, আমরা এসব দেখতে অভ্যস্ত নই!’

পাপন প্রশ্ন তুলেছেন স্কটিশদের বিপক্ষে ডেথ ওভারে বাংলাদেশের বোলারদের ব্যয়বহুল বোলিং নিয়ে। পাপন চিন্তিত ব্যাটারদের ভাবনা নিয়েও। বাংলাদেশের টপ অর্ডার পাওয়ার–প্লে কাজে লাগাতে পারছে না। পরে প্রয়োজনীয় রানরেট বেড়ে যাচ্ছে। আর প্রতিপক্ষের ফিল্ডাররা যখন ছড়িয়ে পড়ছেন, তখন শট খেলতে গিয়ে সীমানার কাছে ক্যাচ আউট হয়ে ফিরছেন। শুধু বিসিবি সভাপতিই নন, বাংলাদেশ দলের কেউ আসলে এই ভুলগুলোর পুনরাবৃত্তি চান না আজ ওমানের বিপক্ষে।

গতকাল সংবাদ সম্মেলনে আসা কোচ ডমিঙ্গো অবশ্য আশাবাদী, তাঁর শিষ্যরা ইতিবাচক ক্রিকেট খেলেই সুপার টুয়েলভসে উঠবেন। বাঁচা-মরার ম্যাচে আজ একাদশে পরিবর্তন আসছে। ওপেনার মোহম্মদ নাঈমকে একাদশে ফেরানোর কথা বললেন ডমিঙ্গো। নাঈমকে জায়গা দিতে একাদশে বাইরে চলে যেতে পারেন সৌম্য সরকার। আর পিঠের চোট কাটিয়ে ওঠা মাহমুদউল্লাহ আজ বোলিং করতে পারেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত