আর্জেন্টিনার হয়ে এবারই প্রথম বড় কোনো শিরোপা জিতেছেন লিওনেল মেসি। ক্লাব বার্সেলোনার গত মৌসুমটা অবশ্য কেটেছে অম্ল-মধুর। কোপা দেল রে জিতেই মৌসুম শেষ করেছিল স্প্যানিশ ক্লাবটি। তবে ব্যক্তিগত নৈপুণ্যে পিছিয়ে ছিলেন না মেসি।
এসব সাফল্যের স্বীকৃতি হিসেবে অনেকে তাই এ বছর ব্যালন ডি’অর মেসির হাতে দেখছেন। সেই দলেরই একজন ইতালিয়ান সাবেক ফরওয়ার্ড আন্তোনিও ক্যাসানো। তাঁর মতে, মেসি না জিতলে কলঙ্কিত হবে ব্যালন ডি’অর। ক্যাসানোর সঙ্গে নাকি একমত পোষণ করেছেন জর্জিনহোও। এই চেলসি মিডফিল্ডার নিজেই এবার ব্যালন ডি’অরের বড় দাবিদার। চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে ও ইতালিকে ইউরোপ সেরা বানাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জর্জিনহো।
ধারণা করা হচ্ছে, ব্যালন ডি’অরের লড়াইটা মেসির সঙ্গে জর্জিনহোরই হবে। অথচ জর্জিনহো নিজেই নাকি ব্যালন ডি’অরের আশা ছেড়ে দিয়েছেন! ইতালির সাবেক ফরওয়ার্ড ক্যাসানো এমনটাই দাবি করেছেন। তাঁর দাবি, ‘আমরা প্রায় দেড় ঘণ্টা কথা বলেছি। আমি ওকে (জর্জিনহো) বলেছি, জর্জি তুমি কি বিশ্বাস করো মেসির বদলে তুমি ব্যালন ডি’অর পেলে সেটা কলঙ্ক হবে? ও আমাকে উত্তর দিয়েছে, অবশ্যই। মেসির সব সময় এটা জেতা উচিত।’
এ নিয়ে জর্জিনহো নিজেও অবশ্য ইংরেজি দৈনিক ডেইলি মিররের সঙ্গে কথা বলেছেন। সবাই ব্যালন ডি’অর জেতার স্বপ্ন দেখে জানিয়ে এই চেলসি মিডফিল্ডার বলেছেন, ‘প্রত্যেকে এটার (ব্যালন ডি’অর) স্বপ্ন দেখে। সত্যি বলতে, এটা অনেক কিছুর ওপর নির্ভর করে। আপনি যদি প্রতিভার কথা বলেন তাহলে আমি বিশ্বসেরা নই। কিন্তু যদি শিরোপাকে মানদণ্ড ভাবেন তাহলে বলব, এ মৌসুমে আমার চেয়ে বেশি (শিরোপা) কেউ জেতেনি।’
নিজেকে মেসি-রোনালদোদের সঙ্গে তুলনা করতে নারাজ জর্জিনহো। বলেছেন, ‘আমি কীভাবে মেসি, নেইমার বা রোনালদোর সঙ্গে তুলনা করি? আমার কাছে তারা একেবারেই আলাদা। কিন্তু আমি আবার বলছি, এটা (ব্যালন ডি’অর) নির্ভর করছে একটা মানদণ্ডের ওপর।’
আর্জেন্টিনার হয়ে এবারই প্রথম বড় কোনো শিরোপা জিতেছেন লিওনেল মেসি। ক্লাব বার্সেলোনার গত মৌসুমটা অবশ্য কেটেছে অম্ল-মধুর। কোপা দেল রে জিতেই মৌসুম শেষ করেছিল স্প্যানিশ ক্লাবটি। তবে ব্যক্তিগত নৈপুণ্যে পিছিয়ে ছিলেন না মেসি।
এসব সাফল্যের স্বীকৃতি হিসেবে অনেকে তাই এ বছর ব্যালন ডি’অর মেসির হাতে দেখছেন। সেই দলেরই একজন ইতালিয়ান সাবেক ফরওয়ার্ড আন্তোনিও ক্যাসানো। তাঁর মতে, মেসি না জিতলে কলঙ্কিত হবে ব্যালন ডি’অর। ক্যাসানোর সঙ্গে নাকি একমত পোষণ করেছেন জর্জিনহোও। এই চেলসি মিডফিল্ডার নিজেই এবার ব্যালন ডি’অরের বড় দাবিদার। চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে ও ইতালিকে ইউরোপ সেরা বানাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জর্জিনহো।
ধারণা করা হচ্ছে, ব্যালন ডি’অরের লড়াইটা মেসির সঙ্গে জর্জিনহোরই হবে। অথচ জর্জিনহো নিজেই নাকি ব্যালন ডি’অরের আশা ছেড়ে দিয়েছেন! ইতালির সাবেক ফরওয়ার্ড ক্যাসানো এমনটাই দাবি করেছেন। তাঁর দাবি, ‘আমরা প্রায় দেড় ঘণ্টা কথা বলেছি। আমি ওকে (জর্জিনহো) বলেছি, জর্জি তুমি কি বিশ্বাস করো মেসির বদলে তুমি ব্যালন ডি’অর পেলে সেটা কলঙ্ক হবে? ও আমাকে উত্তর দিয়েছে, অবশ্যই। মেসির সব সময় এটা জেতা উচিত।’
এ নিয়ে জর্জিনহো নিজেও অবশ্য ইংরেজি দৈনিক ডেইলি মিররের সঙ্গে কথা বলেছেন। সবাই ব্যালন ডি’অর জেতার স্বপ্ন দেখে জানিয়ে এই চেলসি মিডফিল্ডার বলেছেন, ‘প্রত্যেকে এটার (ব্যালন ডি’অর) স্বপ্ন দেখে। সত্যি বলতে, এটা অনেক কিছুর ওপর নির্ভর করে। আপনি যদি প্রতিভার কথা বলেন তাহলে আমি বিশ্বসেরা নই। কিন্তু যদি শিরোপাকে মানদণ্ড ভাবেন তাহলে বলব, এ মৌসুমে আমার চেয়ে বেশি (শিরোপা) কেউ জেতেনি।’
নিজেকে মেসি-রোনালদোদের সঙ্গে তুলনা করতে নারাজ জর্জিনহো। বলেছেন, ‘আমি কীভাবে মেসি, নেইমার বা রোনালদোর সঙ্গে তুলনা করি? আমার কাছে তারা একেবারেই আলাদা। কিন্তু আমি আবার বলছি, এটা (ব্যালন ডি’অর) নির্ভর করছে একটা মানদণ্ডের ওপর।’
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টিতে টানা তৃতীয় জয়ের দেখা পেল ঢাকা। সবশেষ ম্যাচে আজ রাজশাহীকে ২৮ রানে হারিয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন অ্যান্ড কোং। বৃষ্টির কারণে ঢাকার প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। এরপর মাঠে নামা ৩ ম্যাচেই শেষ হাসি নিয়ে মাঠ ছাড়ল রাজধানীপাড়ার দলটি।
১ ঘণ্টা আগেএশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পান হার্দিক পান্ডিয়া। এজন্য তাকে ছাড়াই ফাইনাল খেলতে নামে ভারত। এই তারকা অলরাউন্ডারের ফেরা নিয়ে অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে দলটির। অর্থাৎ অক্টোবর–নভেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরে হার্দিককে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগেপাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা বন্ধ করল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারার পরই এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি–প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৪ ঘণ্টা আগেজাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি–টোয়েন্টি আসরে টানা দুই হারের পর অবশেষে জয়ের দেখা পেল গতবারের রানার্সআপ ঢাকা মহানগর। দলে প্রথমবার সুযোগ পেয়েই অলরাউন্ড নৈপুণ্যে আলো ছড়ালেন আইচ মোল্লা।
৫ ঘণ্টা আগে