নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি–টোয়েন্টি আসরে টানা দুই হারের পর অবশেষে জয়ের দেখা পেল গতবারের রানার্সআপ ঢাকা মহানগর। দলে প্রথমবার সুযোগ পেয়েই অলরাউন্ড নৈপুণ্যে আলো ছড়ালেন আইচ মোল্লা। ব্যাট হাতে খেললেন ৩৩ বলে ঝোড়ো ৫৩ রানের ইনিংস, পরে বল হাতে নিলেন একটি উইকেট। তাঁর সেই অবদানই শেষ পর্যন্ত ২৩ রানের জয় এনে দিল মহানগরকে।
ম্যাচের শেষ দিকে সিলেটের হয়ে রেজাউর রহমান রাজা ১১ বলে ১৮ রান করে ছোট্ট ঝড় তোলেন, ১৮ তম ওভারে রনিকে চার ছক্কাও হাঁকান। তবে সেটি শুধু হারের ব্যবধান কমিয়েছে, জয় ছিনিয়ে আনতে পারেনি।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে ব্যাট করে ঢাকা মহানগর শুরুটা পায় ভালোই। মাহফিজুল ইসলাম রবিন ও নাইম শেখ মিলে দলকে এগিয়ে নেন। রবিন ১৮ রানে নাবিল সামাদের বলে ফেরার পর ৩৬ রানে আউট হন নাইম। এরপর নামেন আইচ মোল্লা। সাদমান ইসলাম অনিককে সঙ্গে নিয়ে গড়েন ৯৬ রানের জুটি। দুজনের ব্যাটে দল সহজেই পৌঁছে যায় দেড়শোর ঘরে। ইনিংসের শেষ বলে ইবাদত হোসেনকে আপার কাটে ছক্কা মেরে প্রথম ম্যাচ খেলতে নেমেই নিজের ফিফটি তুলে নেন আইচ। ৩২ বলে ৪৯ রান করা সাদমান অবশ্য ফিফটির দোরগোড়ায় পৌঁছেও পারেননি, লং–অফে লফটেড শটে ক্যাচ দিয়ে ফেরেন।
জয়ের জন্য ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সিলেট পড়তে থাকে চাপে। মবিন আহমেদ দিশান ১৬ রান করে শহিদুল ইসলামের বলে ক্যাচ দেন আবু হায়দার রনিকে। সংগ্রাম করছিলেন জাকির হাসানও। ২১ রানে তিনিও শহিদুলের শিকার হয়ে মাহফিজুল রব্বির তালুবন্দি হন। তিন নম্বরে নামা খালিদ হাসান ২৩ বলে ২৪ রান করলেও পরে আসা ব্যাটার অমিত হাসান (২৪) ও আব্দুল্লাহ আল গালিব (২৩) ছোট ছোট ইনিংস খেলে পার্থক্য গড়তে পারেননি।
ওভারপ্রতি রান রেটের চাপ সামলাতে না পেরে সিলেটের ব্যাটিং ছন্দ হারায়। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৩৮ রানে থামে তাদের ইনিংস। মহানগরের হয়ে শহিদুল ইসলাম নেন ৩ উইকেট, মারুফ মৃধা ঝুলিতে ভরেন ২ টি।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি–টোয়েন্টি আসরে টানা দুই হারের পর অবশেষে জয়ের দেখা পেল গতবারের রানার্সআপ ঢাকা মহানগর। দলে প্রথমবার সুযোগ পেয়েই অলরাউন্ড নৈপুণ্যে আলো ছড়ালেন আইচ মোল্লা। ব্যাট হাতে খেললেন ৩৩ বলে ঝোড়ো ৫৩ রানের ইনিংস, পরে বল হাতে নিলেন একটি উইকেট। তাঁর সেই অবদানই শেষ পর্যন্ত ২৩ রানের জয় এনে দিল মহানগরকে।
ম্যাচের শেষ দিকে সিলেটের হয়ে রেজাউর রহমান রাজা ১১ বলে ১৮ রান করে ছোট্ট ঝড় তোলেন, ১৮ তম ওভারে রনিকে চার ছক্কাও হাঁকান। তবে সেটি শুধু হারের ব্যবধান কমিয়েছে, জয় ছিনিয়ে আনতে পারেনি।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে ব্যাট করে ঢাকা মহানগর শুরুটা পায় ভালোই। মাহফিজুল ইসলাম রবিন ও নাইম শেখ মিলে দলকে এগিয়ে নেন। রবিন ১৮ রানে নাবিল সামাদের বলে ফেরার পর ৩৬ রানে আউট হন নাইম। এরপর নামেন আইচ মোল্লা। সাদমান ইসলাম অনিককে সঙ্গে নিয়ে গড়েন ৯৬ রানের জুটি। দুজনের ব্যাটে দল সহজেই পৌঁছে যায় দেড়শোর ঘরে। ইনিংসের শেষ বলে ইবাদত হোসেনকে আপার কাটে ছক্কা মেরে প্রথম ম্যাচ খেলতে নেমেই নিজের ফিফটি তুলে নেন আইচ। ৩২ বলে ৪৯ রান করা সাদমান অবশ্য ফিফটির দোরগোড়ায় পৌঁছেও পারেননি, লং–অফে লফটেড শটে ক্যাচ দিয়ে ফেরেন।
জয়ের জন্য ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সিলেট পড়তে থাকে চাপে। মবিন আহমেদ দিশান ১৬ রান করে শহিদুল ইসলামের বলে ক্যাচ দেন আবু হায়দার রনিকে। সংগ্রাম করছিলেন জাকির হাসানও। ২১ রানে তিনিও শহিদুলের শিকার হয়ে মাহফিজুল রব্বির তালুবন্দি হন। তিন নম্বরে নামা খালিদ হাসান ২৩ বলে ২৪ রান করলেও পরে আসা ব্যাটার অমিত হাসান (২৪) ও আব্দুল্লাহ আল গালিব (২৩) ছোট ছোট ইনিংস খেলে পার্থক্য গড়তে পারেননি।
ওভারপ্রতি রান রেটের চাপ সামলাতে না পেরে সিলেটের ব্যাটিং ছন্দ হারায়। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৩৮ রানে থামে তাদের ইনিংস। মহানগরের হয়ে শহিদুল ইসলাম নেন ৩ উইকেট, মারুফ মৃধা ঝুলিতে ভরেন ২ টি।
পাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা বন্ধ করল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারার পরই এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি–প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১ ঘণ্টা আগেআগামী ডিসেম্বের ৩৯–এ পা দেবেন আসিফ আফ্রিদি। এই বয়সে অবসর নিয়ে অনেকেই পুরোদস্তুর কোচিং, ধারাভাষ্যকার বা ক্রিকেট সংশ্লিষ্ট অন্য কিছুতে জড়িয়ে পড়েন। তবে আফ্রিদির ক্ষেত্রে হলো তার বিপরীত কিছু। ৩৮ বছর বয়সে এসে প্রথমবারের মতো পাকিস্তান দলে ডাক পেলেন তিনি।
২ ঘণ্টা আগেএশিয়া কাপের ব্যর্থতার নিয়ে অবশেষে নিরবতা ভাঙলেন বাংলাদেশ টি–টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। ফাইনালে উঠতে না পারায় ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। একই সঙ্গে আশার কথাও শুনিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
৩ ঘণ্টা আগেনিউজিল্যান্ড সফরে শনির দশা ভর করেছে অস্ট্রেলিয়ার দলের উপর। চোটের কারণে আগেই ছিটকে গেছেন উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিস। এবার ৩ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শুরুর আগে আরো একটি বড় ধাক্কা খেল অজিরা।
৪ ঘণ্টা আগে