Ajker Patrika

বোপারার ঝোড়ো সেঞ্চুরিতে ২০ ওভারেই তিন শর বেশি রান

আপডেট : ২৪ মে ২০২৩, ১৮: ৩৮
বোপারার ঝোড়ো সেঞ্চুরিতে ২০ ওভারেই তিন শর বেশি রান

গতকাল সাসেক্স সেকেন্ড ইলেভেন-মিডলএসেক্স সেকেন্ড ইলেভেন ম্যাচটা টি-টোয়েন্টি ছিল ঠিকই। তবে সাসেক্সের ব্যাটিং তো টি-টোয়েন্টিকেও ছাড়িয়ে গেছে। রবি বোপারার ঝোড়ো সেঞ্চুরিতে ২০ ওভারে তিন শর ওপর রান তুলল সাসেক্স।

গতকাল লন্ডনের রিচমন্ড ক্রিকেট ক্লাবে মুখোমুখি হয় সাসেক্স-মিডলএসেক্স। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাসেক্স অধিনায়ক বোপারা। ৪৯ বলে ১৪ চার ও ১২ ছক্কায় ১৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ইংলিশ এই ব্যাটার। ২০ ওভার ব্যাটিং করে ৭ উইকেটে ৩২৪ রান করে সাসেক্স। ৩২৪-এর মধ্যে ২৪৮ রানই এসেছে বাউন্ডারি থেকে। ২৯ চার ও ২২ ছক্কা মেরেছেন সাসেক্সের ব্যাটাররা।

৩২৫ রান করতে নেমে মিডলএসেক্সের জয় তো দূরে থাক, সাসেক্সের অর্ধেক রানও করতে পারেনি তারা। ১৫ ওভারে ১৩০ রানে অলআউট হয়ে যায় মিডলএসেক্স। সর্বোচ্চ ৩৭ রান করেছেন ওপেনার স্যাম রবসন। ১৯ সাসেক্সের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন বোপারা। ‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’-সাসেক্সের ১৯৪ রানের জয়ে এই প্রবাদেরই যেন সার্থকতা প্রমাণ করলেন তিনি।

সাসেক্স সেকেন্ড ইলেভেন ৩২৪ করেও রেকর্ডের পাতায় নাম লেখাতে পারছে না। কেননা, এটা স্বীকৃত টি-টোয়েন্টি নয়। স্বীকৃত টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ স্কোরের রেকর্ড যৌথভাবে আফগানিস্তান ও চেক প্রজাতন্ত্রের। ২০১৯ সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান ৩ উইকেটে করেছিল ২৭৮ রান। একই বছর তুরস্কের বিপক্ষে ৪ উইকেটে ২৭৮ রান করেছিল চেক প্রজাতন্ত্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত