গতকাল সাসেক্স সেকেন্ড ইলেভেন-মিডলএসেক্স সেকেন্ড ইলেভেন ম্যাচটা টি-টোয়েন্টি ছিল ঠিকই। তবে সাসেক্সের ব্যাটিং তো টি-টোয়েন্টিকেও ছাড়িয়ে গেছে। রবি বোপারার ঝোড়ো সেঞ্চুরিতে ২০ ওভারে তিন শর ওপর রান তুলল সাসেক্স।
গতকাল লন্ডনের রিচমন্ড ক্রিকেট ক্লাবে মুখোমুখি হয় সাসেক্স-মিডলএসেক্স। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাসেক্স অধিনায়ক বোপারা। ৪৯ বলে ১৪ চার ও ১২ ছক্কায় ১৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ইংলিশ এই ব্যাটার। ২০ ওভার ব্যাটিং করে ৭ উইকেটে ৩২৪ রান করে সাসেক্স। ৩২৪-এর মধ্যে ২৪৮ রানই এসেছে বাউন্ডারি থেকে। ২৯ চার ও ২২ ছক্কা মেরেছেন সাসেক্সের ব্যাটাররা।
৩২৫ রান করতে নেমে মিডলএসেক্সের জয় তো দূরে থাক, সাসেক্সের অর্ধেক রানও করতে পারেনি তারা। ১৫ ওভারে ১৩০ রানে অলআউট হয়ে যায় মিডলএসেক্স। সর্বোচ্চ ৩৭ রান করেছেন ওপেনার স্যাম রবসন। ১৯ সাসেক্সের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন বোপারা। ‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’-সাসেক্সের ১৯৪ রানের জয়ে এই প্রবাদেরই যেন সার্থকতা প্রমাণ করলেন তিনি।
সাসেক্স সেকেন্ড ইলেভেন ৩২৪ করেও রেকর্ডের পাতায় নাম লেখাতে পারছে না। কেননা, এটা স্বীকৃত টি-টোয়েন্টি নয়। স্বীকৃত টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ স্কোরের রেকর্ড যৌথভাবে আফগানিস্তান ও চেক প্রজাতন্ত্রের। ২০১৯ সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান ৩ উইকেটে করেছিল ২৭৮ রান। একই বছর তুরস্কের বিপক্ষে ৪ উইকেটে ২৭৮ রান করেছিল চেক প্রজাতন্ত্র।
গতকাল সাসেক্স সেকেন্ড ইলেভেন-মিডলএসেক্স সেকেন্ড ইলেভেন ম্যাচটা টি-টোয়েন্টি ছিল ঠিকই। তবে সাসেক্সের ব্যাটিং তো টি-টোয়েন্টিকেও ছাড়িয়ে গেছে। রবি বোপারার ঝোড়ো সেঞ্চুরিতে ২০ ওভারে তিন শর ওপর রান তুলল সাসেক্স।
গতকাল লন্ডনের রিচমন্ড ক্রিকেট ক্লাবে মুখোমুখি হয় সাসেক্স-মিডলএসেক্স। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাসেক্স অধিনায়ক বোপারা। ৪৯ বলে ১৪ চার ও ১২ ছক্কায় ১৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ইংলিশ এই ব্যাটার। ২০ ওভার ব্যাটিং করে ৭ উইকেটে ৩২৪ রান করে সাসেক্স। ৩২৪-এর মধ্যে ২৪৮ রানই এসেছে বাউন্ডারি থেকে। ২৯ চার ও ২২ ছক্কা মেরেছেন সাসেক্সের ব্যাটাররা।
৩২৫ রান করতে নেমে মিডলএসেক্সের জয় তো দূরে থাক, সাসেক্সের অর্ধেক রানও করতে পারেনি তারা। ১৫ ওভারে ১৩০ রানে অলআউট হয়ে যায় মিডলএসেক্স। সর্বোচ্চ ৩৭ রান করেছেন ওপেনার স্যাম রবসন। ১৯ সাসেক্সের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন বোপারা। ‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’-সাসেক্সের ১৯৪ রানের জয়ে এই প্রবাদেরই যেন সার্থকতা প্রমাণ করলেন তিনি।
সাসেক্স সেকেন্ড ইলেভেন ৩২৪ করেও রেকর্ডের পাতায় নাম লেখাতে পারছে না। কেননা, এটা স্বীকৃত টি-টোয়েন্টি নয়। স্বীকৃত টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ স্কোরের রেকর্ড যৌথভাবে আফগানিস্তান ও চেক প্রজাতন্ত্রের। ২০১৯ সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান ৩ উইকেটে করেছিল ২৭৮ রান। একই বছর তুরস্কের বিপক্ষে ৪ উইকেটে ২৭৮ রান করেছিল চেক প্রজাতন্ত্র।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১১ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১১ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৬ ঘণ্টা আগে