Ajker Patrika

ব্র্যাডম্যানের ৭৮ বছরের পুরোনো টুপি সাড়ে ৩ কোটি টাকায় বিক্রি

ক্রীড়া ডেস্ক    
সাড়ে ৩ কোটি টাকায় বিক্রি হয়েছে স্যার ডন ব্র্যাডম্যানের টুপি। ছবি: ক্রিকইনফো
সাড়ে ৩ কোটি টাকায় বিক্রি হয়েছে স্যার ডন ব্র্যাডম্যানের টুপি। ছবি: ক্রিকইনফো

কীর্তিমানের মৃত্যু নাই—বহু ক্লিশে এই বাংলা প্রবাদ আবারও এল স্যার ডন ব্র্যাডম্যানের কারণে। ২০০১ সালে অজি কিংবদন্তি চলে গেছেন না ফেরার দেশে। কিন্তু তিনি যে কীর্তি গড়েছেন, সেটা এখনো স্মরণ করেন ক্রিকেটপ্রেমীরা। এবার তাঁর পুরোনো এক টুপি বিক্রি হয়েছে সাড়ে ৩ কোটি টাকায়।

৪ লাখ ৩৮ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারে বিক্রি হয়েছে ব্র্যাডম্যানের ১৯৪৬-৪৭ মৌসুমের অ্যাশেজের সেই ব্যাগি গ্রিন টুপি। বাংলাদেশি মুদ্রায় সেটার দাম ৩ কোটি ৪৮ লাখ টাকা। অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ মোটা অংকের টাকা দিয়ে এই টুপিটি কিনেছে। কিংবদন্তি অজি ক্রিকেটারের ব্যাগি গ্রিনটি পরবর্তী প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে থাকবে বলে মনে করেন অস্ট্রেলিয়ার শিল্পমন্ত্রী টনি বার্ক। ব্র্যাডম্যানের ৭৮ বছরের পুরোনো টুপি নিয়ে বার্ক বলেন, ‘কিংবদন্তি ডোনাল্ড ব্র্যাডম্যানের কথা শোনেননি, এমন অস্ট্রেলিয়ান খুব কমই পাবেন। সর্বকালের সেরা ক্রিকেটার তিনি।’

ক্রিকইনফোর আজকের প্রতিবেদন থেকে জানা গেছে, ব্র্যাডম্যানের ১৯৪৬-৪৭ মৌসুমের ব্যাগি গ্রিন কিনতে অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর যে অর্থ খরচ করেছে, তার অর্ধেক দাম ক্যানবেরায় ছিল। দেশটির জাতীয় জাদুঘরের পরিচালক ক্যাথরিন ম্যাকমাহন বলেন, ‘স্যার ডোনাল্ডের ব্যাগি গ্রিন অস্ট্রেলিয়ার সবচেয়ে খ্যাতিমান ব্যাটারের জীবনের প্রতিচ্ছবি। এমন এক সময়কে সেটা প্রতিফলিত করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী প্রতিকূল সময়ে ক্রীড়াবিদরা অজিদের আশা জুগিয়েছেন। এই জাতীয় সম্পদটি অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘরে তার স্থায়ী ঠিকানা খুঁজে পেয়েছে বলে আমরা অনেক আনন্দিদ। পুরো অস্ট্রেলিয়ানদের জন্য উন্মুক্ত থাকবে।’

বেঁচে থাকলে এখন ১১৭ বছর পার করে ফেলতেন স্যার ডন ব্র্যাডম্যান। পরশু তাঁর ১১৭তম জন্মদিন ছিল। ১৯২৮ থেকে ১৯৪৮ পর্যন্ত ৫২ টেস্টে ৮০ ইনিংসে ৬৯৯৬ রান করেছেন তিনি। ২৯ সেঞ্চুরির পাশাপাশি ১৩ ফিফটি রয়েছে ক্রিকেটের রাজকীয় সংস্করণে। ৯৯.৯৪ গড়টা চোখ কপালে ওঠার মতোই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটা তুলে দিলে নারীদের খুঁজেও পাওয়া যাবে না: সামান্তা শারমিন

গ্রাহকের ৯ কোটি টাকা আত্মসাৎ, জনতা ব্যাংকের ম্যানেজার জেলহাজতে

আন্দোলনের মধ্যেই ফের বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা

৫ শতাংশ বাড়িভাড়া ভাতা প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

মেট্রোরেলের সময় বাড়ল: আজ থেকে নতুন সূচি, ট্রিপ বাড়ল ৭টি

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

রিশাদের রিশাদ হয়ে ওঠার গল্প শোনালেন নান্নু

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ক্যারিয়ারসেরা বোলিং করে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন রিশাদ হোসেন। ছবি: বিসিবি
ক্যারিয়ারসেরা বোলিং করে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন রিশাদ হোসেন। ছবি: বিসিবি

মিরপুরের পিচে যতই কালো জাদু থাকুক, সেই পিচে ২০৭ রান করে চোখ বুজে থাকার কোনো উপায় নেই। উপরন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ দলের উদ্বোধনী জুটিতে যখন ৫১ রান আসে, তখন দুশ্চিন্তা বেড়ে যায় আপনাআপনি। কিন্তু রিশাদ হোসেন তাঁর লেগস্পিন ভেলকিতে গতকাল প্রথম ওয়ানডেতে কুপোকাত করলেন ওয়েস্ট ইন্ডিজকে।

ওয়ানডেতে বাংলাদেশের স্পিনারদের মধ্যে সেরা বোলিংয়ের কীর্তি গড়লেন গতকাল মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতেই। উইন্ডিজের বিপক্ষে এই ওয়ানডেতে ৯ ওভারে ৩৫ রানে নিয়েছেন ৬ উইকেট। ক্যারিয়ারসেরা বোলিং করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন রিশাদ। দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি আট নম্বরে নেমে ১৩ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলেছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের তরুণ লেগস্পিনার বলেন, ‘এটার অর্থ আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছেন।’ ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবির হেড অব প্রোগ্রাম মিনহাজুল আবেদীন নান্নু। রিশাদকে নিয়ে নান্নু বলেন, ‘আমি আর সুমন মিলে পরিকল্পনা করেছিলাম। হাইপারফরম্যান্সে তাকে (রিশাদ) আমরা ভালোভাবে পরিচর্যা করি। রিশাদকে নিয়ে একটু কষ্ট হচ্ছিল। কারণ, তার জন্য দল পাচ্ছিলাম না। এনসিএলে লেগস্পিনার খেলানোর ব্যবস্থা করেছিলাম, যাতে বাধ্যতামূলক একজন খেলাতে পারে। দীর্ঘ পরিসরের খেলায় বেশি বোলিংয়ের সুযোগ পায়।’

জুবায়ের হোসেন লিখন, আমিনুল ইসলাম বিপ্লব-রিশাদের আগে এই দুই লেগস্পিনার খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে থিতু হতে পারেননি। তাঁদের মধ্যে রিশাদ এখন সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের একাদশে নিয়মিত ক্রিকেটার বনে গেছেন। রিশাদের মতো লেগস্পিনার কীভাবে পেল বাংলাদেশ, সেই গল্প বলতে গিয়ে নান্নু বলেন, ‘লেগস্পিন নিয়ে এই দেশে একটা সংস্কৃতি আছে। আমরা তাৎক্ষণিক পারফরম্যান্স চাই। লেগস্পিনারকে সময় দিতে হয়, সেটা আমরা সবাই জানি। ক্লাবে এ ধরনের সাপোর্ট আমরা পাই না। তো প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট, প্রথম ডিভিশন ক্রিকেট, যা-ই বলেন, সব জায়গায় একই চর্চা চলতে থাকে। লেগস্পিনার বের করে আনা অনেক কঠিন কাজ ছিল। প্রথম দিকে লিখনকে দেখেছিলাম, এরপর আমিনুল ইসলাম বিপ্লব, তারপর রিশাদ। সবকিছু মিলিয়ে অনেক সংগ্রাম করতে হয়েছে।

২০২৩-এর ডিসেম্বর থেকে এখন পর্যন্ত রিশাদ ১২ ওয়ানডেতে ৫.২৮ ইকোনমিতে নিয়েছেন ১৬ উইকেট। অথচ সীমিত ওভারের ক্রিকেটে এই সংস্করণে তাঁর শুরুটা তেমন ভালো হয়নি। ক্যারিয়ারের প্রথম ৭ ওয়ানডেতে ৬.০৫ ইকোনমিতে নিয়েছিলেন ৭ উইকেট। এছাড়া দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি তাঁর ক্যামিও ইনিংস ও ফিল্ডিংটাও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ২৩ বছর বয়সী এই লেগস্পিনারকে প্রশংসায় ভাসিয়ে নান্নু বলেন, ‘রিশাদের ভালো গুণ হলো যথেষ্ট পরিশ্রমী।সামর্থ্যের চেয়ে অনেক বেশি চেষ্টা করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটা তুলে দিলে নারীদের খুঁজেও পাওয়া যাবে না: সামান্তা শারমিন

গ্রাহকের ৯ কোটি টাকা আত্মসাৎ, জনতা ব্যাংকের ম্যানেজার জেলহাজতে

আন্দোলনের মধ্যেই ফের বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা

৫ শতাংশ বাড়িভাড়া ভাতা প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

মেট্রোরেলের সময় বাড়ল: আজ থেকে নতুন সূচি, ট্রিপ বাড়ল ৭টি

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

‘একটা-দুইটা সিরিজ দিয়ে মিরাজকে বিচার করা ঠিক না’

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ২১: ৪৯
মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ওয়ানডেতে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। ছবি: ক্রিকইনফো
মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ওয়ানডেতে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। ছবি: ক্রিকইনফো

বাংলাদেশের জার্সিতে অধিনায়ক হিসেবে রেকর্ডটা মোটেও সুখকর নয় মেহেদী হাসান মিরাজের। তাঁর নেতৃত্বে ১১ ওয়ানডের মধ্যে বাংলাদেশ জিতেছে কেবল দুটি ম্যাচ। পরিসংখ্যানগত হিসাব বাদ দিলেও তাঁর নেতৃত্বগুণ নিয়ে চলছে সমালোচনা। বিশেষ করে, সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে ভরাডুবির পর আরও বেশি সমালোচিত হচ্ছেন তিনি।

দল ভালো না করলেও মিরাজ কখনো ব্যাটিংয়ে, কখনো বোলিংয়ে তাঁর কার্যকারিতা দেখিয়ে চলেছেন। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে চার ফিফটি তিনি করেছেন। কিন্তু একজন অধিনায়ক যখন সামনে থেকে নেতৃত্ব দিতে না পারেন, তখন তাঁর ইমপ্যাক্ট নিয়ে প্রশ্ন ওঠে। ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তানের কাছে তিন ম্যাচের দুই সিরিজে বাংলাদেশ ধবলধোলাই হয়েছে তাঁর নেতৃত্বে। এমনকি মিরাজের অধিনায়কত্বে বাংলাদেশ এ বছর ওয়ানডে সিরিজ হেরেছে শ্রীলঙ্কার কাছে।

কোনো কিছুই যখন পক্ষে নেই মিরাজের, তখন তাঁর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন মিনহাজুল আবেদীন নান্নু। মিরপুরে গতকাল ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ওয়ানডেতে ৮১ রানে হারানোর পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নান্নু। সাংবাদিকদের বিসিবির হেড অব প্রোগ্রাম বলেন, ‘যেকোনো অধিনায়ককে কিন্তু একটা-দুইটা সিরিজ দিয়ে মূল্যায়ন করা যাবে না। কমপক্ষে ৬-৭টা সিরিজ যদি না দেওয়া যায়, বেশি সময় যদি না দেওয়া হয়, তাহলে আপনি বুঝতে পারবেন না একজন অধিনায়ক কীভাবে একটা দলকে চালাচ্ছে। সুতরাং একটা-দুইটা সিরিজে হবে না।’

যদি উইন্ডিজকে মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ধবলধোলাই করতে পারে, তাহলে ৯ নম্বরে উঠবে মিরাজ-নাসুমদের দল। ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে সেরা ৯ নম্বরের মধ্যে থাকলে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ। কারণ, আয়োজক দক্ষিণ আফ্রিকা বর্তমানে ৬ নম্বরে অবস্থান করছে। মিরপুরে গতকাল ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ওয়ানডেতে ৮১ রানে হারিয়ে বাংলাদেশ কেবল প্রথম ধাপ পেরিয়েছে। মিরাজ ব্যাটিংয়ে ১৭ রানের পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন ১ উইকেট। ১০ ওভারে কেবল ১৬ রান দিয়েছেন।

নান্নুর মতে, বয়সভিত্তিক ক্রিকেট থেকেই মিরাজ অধিনায়ক হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। সাংবাদিকদের বিসিবির হেড অব প্রোগ্রাম বলেন, ‘তার যথেষ্ট সামর্থ্য আছে। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে অধিনায়ক ছিল। যথেষ্ট ভালো ক্রিকেটার। মেধা যথেষ্ট আছে। তার কাছে অধিনায়কত্ব কঠিন কিছু না। যেভাবে দলকে পরিচালনা করছে, সামনে আরও অভিজ্ঞতা অর্জন করে ভালো কিছু করবে বলে আশা করি।’ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ২১ ও ২৩ অক্টোবর। এই দুই ম্যাচই মিরপুরে বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে। তবে মিরাজের নেতৃত্বে দুই টেস্ট খেলে বাংলাদেশ একটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটা তুলে দিলে নারীদের খুঁজেও পাওয়া যাবে না: সামান্তা শারমিন

গ্রাহকের ৯ কোটি টাকা আত্মসাৎ, জনতা ব্যাংকের ম্যানেজার জেলহাজতে

আন্দোলনের মধ্যেই ফের বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা

৫ শতাংশ বাড়িভাড়া ভাতা প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

মেট্রোরেলের সময় বাড়ল: আজ থেকে নতুন সূচি, ট্রিপ বাড়ল ৭টি

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

শোয়েব আখতারের বিশ্ব রেকর্ডটা তাহলে কি এখন স্টার্কের নামে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ২০: ৪০
মিচেল স্টার্ক আসলে ঘণ্টায় ১৭৬.৫ কিলোমিটার গতিতে বোলিং করেননি। ছবি: এএফপি
মিচেল স্টার্ক আসলে ঘণ্টায় ১৭৬.৫ কিলোমিটার গতিতে বোলিং করেননি। ছবি: এএফপি

ভারতের বিপক্ষে আজ পার্থে সিরিজের প্রথম ওয়ানডেতে ইনিংসের প্রথম বলেই ওলট-পালট করে দিয়েছেন মিচেল স্টার্ক। রোহিত শর্মাকে যে বলটা তিনি (স্টার্ক) করেছেন, সেটার গতি ছিল ঘণ্টায় ১৭৬.৫ কিলোমিটার। মাইলের হিসাবে ঘণ্টায় ১০৯.৬৭। তার মানে শোয়েব আখতারের বিশ্ব রেকর্ড নিজের নামে লিখিয়ে নিয়েছেন স্টার্ক!

শোয়েব আখতারের কোন রেকর্ডের কথা বলা হচ্ছে, সেটা না বললেও চলে। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতির বোলিংয়ের রেকর্ডটা তো শোয়েবেরই। ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১৬১.৩ কিলোমিটার গতিতে বোলিং করেছিলেন তিনি। ২২ বছর ধরে যে বিশ্ব রেকর্ড শোয়েবের ছিল, সেই রেকর্ড ভাঙা তো চাট্টিখানি কথা নয়। কিন্তু আদতে এমন কিছু হয়নি। পার্থে আজ অস্ট্রেলিয়া-ভারত প্রথম ওয়ানডেতে স্টার্কের যে ১৭৬.৫ কিলোমিটার গতি দেখানো হয়েছে, সেখানে গ্রাফিকসের ভুল ছিল বলে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদন থেকে জানা গেছে। ক্রিকবাজের ধারাবিবরণীতে লেখা ছিল বলের গতি ঘণ্টায় ১৪০.৮ কিলোমিটার।

নিউজ ১৮-এর প্রতিবেদনে বলা হয়েছে, ১৭৬.৫ কিলোমিটার গতিতে বোলিং করা আদতে অসম্ভব। মানবদেহের বায়োমেকানিকস নিয়ে গবেষণায় জানা গেছে, ঘণ্টায় সর্বোচ্চ ১৭৪ থেকে ১৭৭ কিলোমিটার গতিতে বোলিং হতে পারে। সেটাও বেসবলে। ক্রিকেটের বোলিং অ্যাকশন অনুযায়ী এভাবে (১৭৬.৫ কিলোমিটার) বোলিং করা অসম্ভব। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, রাডার মিস-অ্যালাইনমেন্ট, সফটওয়্যার বা সেন্সর ত্রুটি কিংবা সম্প্রচারের গ্রাফিকসে ত্রুটির কারণে ঘণ্টায় ১৭৬.৫ কিলোমিটার দেখানো হয়েছে।

শোয়েব আখতারের বিশ্ব রেকর্ডটা তাঁর কাছেই রইল। ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে ১৬১.৩ কিলোমিটার গতিতে পাকিস্তানি কিংবদন্তি বোলিং করেছিলেন ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটার নিক নাইটকে। সে সময় নাইট কোনোমতে স্কয়ার লেগে বলটা ঠেলে দিয়েছিলেন। তবে কোনো রান নিতে পারেননি। আজ পার্থে ইনিংসের প্রথম বলে স্টার্ককে মিড উইকেটে ঠেলে ১ রান নিয়েছিলেন রোহিত।

পার্থে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে এই সংস্করণে নতুন যুগে খেলা শুরু করেছে ভারত। ওয়ানডেতে আজই প্রথমবারের মতো নেতৃত্বের গুরুদায়িত্ব সামলেছেন শুবমান গিল। তবে প্রথমবারই তিনি ব্যর্থ হয়েছেন। বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে ডিএলএস মেথডে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ২৩ ও ২৫ অক্টোবর হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের ভেন্যু অ্যাডিলেড ও সিডনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটা তুলে দিলে নারীদের খুঁজেও পাওয়া যাবে না: সামান্তা শারমিন

গ্রাহকের ৯ কোটি টাকা আত্মসাৎ, জনতা ব্যাংকের ম্যানেজার জেলহাজতে

আন্দোলনের মধ্যেই ফের বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা

৫ শতাংশ বাড়িভাড়া ভাতা প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

মেট্রোরেলের সময় বাড়ল: আজ থেকে নতুন সূচি, ট্রিপ বাড়ল ৭টি

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

১১ বছর পর ব্রাদার্সের কাছে হারল আবাহনী, মোহামেডানের হোঁচট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৮: ৩০
ব্রাদার্সের কাছে হেরেছে আবাহনী
ব্রাদার্সের কাছে হেরেছে আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডেও জয় খুঁজে পেল না বড় পরাশক্তিরা। আজ কুমিল্লায় ঘরের মাঠে ব্রাদার্স ইউনিয়নের কাছে ২-১ গোলে হেরেছে আবাহনী লিমিটেড। গাজীপুরে পুলিশ এফসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব।

প্রথম ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে মাঠ ছেড়েছিল আবাহনী। ব্রাদার্সের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল তাদের। অথচ আকাশি-নীলদের ওপর দুই অর্ধেই দাপট দেখিয়েছে। ১১ বছর পর লিগে আবাহনীকে হারানোর স্বাদ পেল তারা। সর্বশেষ জয়টি এসেছিল ২০১৪ সালের এপ্রিলে।

শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ মিনিটে ব্রাদার্সকে এগিয়ে দেন নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তা। মার্কোস রুদওয়ের সিলভার কাটব্যাক থেকে আবাহনী গোলরক্ষক মিতুল মারমাকে সহজেই পরাস্ত করেন তিনি।

এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ব্রাদার্স। সেখান ভুলটা আবাহনীরই। বক্সের ভেতর অঞ্জনকে ফাউল করে বসেন ডিফেন্ডার হাসান মুরাদ। ফলস্বরূপ পেনাল্টি থেকে গোপীবাগের দলটিকে ফের উচ্ছ্বাসে ভাসান মার্কোস।

ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠা আবাহনী ব্যবধান কমায় যোগ করা সময়ের প্রথম মিনিটে। জাফর ইকবালের ক্রসে হেডে গোল করেন সুলেমান দিয়াবাতে। আবাহনী জার্সিতে এটি তাঁর প্রথম গোল। কিন্তু তা কেবলই সান্ত্বনার হয়ে থাকল।

শহীদ বরকত স্টেডিয়ামে আবাহনীর মতো এতটা বিবর্ণ অবশ্য ছিল না মোহামেডান। ১৯ মিনিটে রহমত মিয়ার লং থ্রো ক্লিয়ার করতে পারেনি পুলিশ এফসি। বল মাটিতে পড়ার আগেই বাঁ পায়ের শটে সাদা-কালোদের এগিয়ে দেন রহিম উদ্দিন।

ব্যর্থতা ঝেড়ে ফেলে বিরতির পরই ম্যাচে ফিরে আসে পুলিশ। ৪৯ মিনিটে শফিক কাগিমুর কর্নার থেকে দারুণ হেডে বল জালে জড়ান মোহাম্মদ বাবলু। এরপর আর আলাদা করা যায়নি দুই দলকে। মোহামেডানের জন্য প্রাপ্তি হলো প্রথম ম্যাচে ফর্টিস এফসির কাছে অঘটন ভুলে হার এড়াতে পেরেছে তারা।

দিনের অপর ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে পুরান ঢাকার ক্লাবটি এগিয়ে যায় ক্লেমন্ত আদুর গোলে। যোগ করা সময়ের সপ্তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাজন হাওলাদার।

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে রহমতগঞ্জ। সমান ৪ পয়েন্ট পুলিশেরও। ১ পয়েন্ট নিয়ে টেবিলের আট ও নয়ে আছে আবাহনী ও মোহামেডান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটা তুলে দিলে নারীদের খুঁজেও পাওয়া যাবে না: সামান্তা শারমিন

গ্রাহকের ৯ কোটি টাকা আত্মসাৎ, জনতা ব্যাংকের ম্যানেজার জেলহাজতে

আন্দোলনের মধ্যেই ফের বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা

৫ শতাংশ বাড়িভাড়া ভাতা প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

মেট্রোরেলের সময় বাড়ল: আজ থেকে নতুন সূচি, ট্রিপ বাড়ল ৭টি

এলাকার খবর
Loading...

সম্পর্কিত