বিতর্ককে যেন তরতাজা রাখতেই পছন্দ করেন মোহাম্মদ আমির। তা না হলে পুরোনো এক দ্বন্দ্বের বিষয় কেন আবার সামনে নিয়ে আসবেন তিনি! চার মাস আগে ঘটে যাওয়া এক ঘটনার জবাব নতুন করে দিয়েছেন অনেক দিন ধরেই পাকিস্তান জাতীয় দলের বাইরে থাকা এই পেসার।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসরের এক ম্যাচে বাবর আজমকে লক্ষ্য করে বল ছুড়ে মারার ঘটনা নিয়ে শহীদ আফ্রিদির করা দাবির জবাব অবশেষে দিয়েছেন আমির। পাকিস্তানের সাবেক অধিনায়কের মন্তব্যের জবাব এত দিন না দিলেও গতকাল স্থানীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আফ্রিদি তাঁকে বাবর সম্পর্কে কোনো বার্তা পাঠাননি। তিনি আমার বোলিংয়ের প্রশংসা ও ফিটনেস সম্পর্কে জানতে চেয়েছিলেন।
আমির বলেছেন,‘তাঁর বার্তা পেয়েছিলাম, তবে যা বলেছেন তা নয়। তিনি আমার বোলিংয়ের প্রশংসা এবং চোট সম্পর্কে জানতে চেয়েছিলেন। কিন্তু বাবরের মুখোমুখি হব কী রে... বার্তায় এমন কিছু লেখা ছিল না। আর আমি বাবরেরই কী ক্ষতি করেছি? অথবা, উল্টোটা? অদ্ভুত এক বিষয় জানতে পেরেছি। জানি না, যখন বলেছেন তখন কী চিন্তা করছিলেন। মনে হয় তিনি দ্রুত কথা বলার কারণে ভুলবশত বলে ফেলেছেন।’
বাবরের সঙ্গে যে তাঁর কোনো শত্রুতা নেই, সেটিও জানিয়েছেন আমির। পিএসএলে পাকিস্তানের বর্তমান অধিনায়কের সঙ্গে শুরুর সাত সংস্করণে একই দলে খেলা এই পেসার বলেছেন,‘বাবর ও আমার মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা আছে। সে আমাকে নিয়ে কখনো বাজে কিছু বলেনি এবং আমার দিক থেকেও একই। কিন্তু আমজনতা মনে করে আমরা শক্র। এমনটা কখনো ছিল না।’
পিএসলের অষ্টম সংস্করণে আমির ও বাবর প্রতিপক্ষ হয়ে খেলেন। সেই টুর্নামেন্টের এক ম্যাচে আমিরের বলে চার মারেন বাবর। কিন্তু পরের বলে পাকিস্তানি ব্যাটার ডিফেন্স করলে রাগে তাঁর দিকে বল ছুড়ে মারেন আমির। সেই ঘটনা নিয়েই পাকিস্তানি পেসারকে বার্তা পাঠিয়েছিলেন আফ্রিদি। তিনি জানিয়েছিলেন, আমির তাঁর সমালোচনার বিষয়টি পরে বুঝতে পেরেছিলেন এবং মাঠের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন।
বিতর্ককে যেন তরতাজা রাখতেই পছন্দ করেন মোহাম্মদ আমির। তা না হলে পুরোনো এক দ্বন্দ্বের বিষয় কেন আবার সামনে নিয়ে আসবেন তিনি! চার মাস আগে ঘটে যাওয়া এক ঘটনার জবাব নতুন করে দিয়েছেন অনেক দিন ধরেই পাকিস্তান জাতীয় দলের বাইরে থাকা এই পেসার।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসরের এক ম্যাচে বাবর আজমকে লক্ষ্য করে বল ছুড়ে মারার ঘটনা নিয়ে শহীদ আফ্রিদির করা দাবির জবাব অবশেষে দিয়েছেন আমির। পাকিস্তানের সাবেক অধিনায়কের মন্তব্যের জবাব এত দিন না দিলেও গতকাল স্থানীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আফ্রিদি তাঁকে বাবর সম্পর্কে কোনো বার্তা পাঠাননি। তিনি আমার বোলিংয়ের প্রশংসা ও ফিটনেস সম্পর্কে জানতে চেয়েছিলেন।
আমির বলেছেন,‘তাঁর বার্তা পেয়েছিলাম, তবে যা বলেছেন তা নয়। তিনি আমার বোলিংয়ের প্রশংসা এবং চোট সম্পর্কে জানতে চেয়েছিলেন। কিন্তু বাবরের মুখোমুখি হব কী রে... বার্তায় এমন কিছু লেখা ছিল না। আর আমি বাবরেরই কী ক্ষতি করেছি? অথবা, উল্টোটা? অদ্ভুত এক বিষয় জানতে পেরেছি। জানি না, যখন বলেছেন তখন কী চিন্তা করছিলেন। মনে হয় তিনি দ্রুত কথা বলার কারণে ভুলবশত বলে ফেলেছেন।’
বাবরের সঙ্গে যে তাঁর কোনো শত্রুতা নেই, সেটিও জানিয়েছেন আমির। পিএসএলে পাকিস্তানের বর্তমান অধিনায়কের সঙ্গে শুরুর সাত সংস্করণে একই দলে খেলা এই পেসার বলেছেন,‘বাবর ও আমার মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা আছে। সে আমাকে নিয়ে কখনো বাজে কিছু বলেনি এবং আমার দিক থেকেও একই। কিন্তু আমজনতা মনে করে আমরা শক্র। এমনটা কখনো ছিল না।’
পিএসলের অষ্টম সংস্করণে আমির ও বাবর প্রতিপক্ষ হয়ে খেলেন। সেই টুর্নামেন্টের এক ম্যাচে আমিরের বলে চার মারেন বাবর। কিন্তু পরের বলে পাকিস্তানি ব্যাটার ডিফেন্স করলে রাগে তাঁর দিকে বল ছুড়ে মারেন আমির। সেই ঘটনা নিয়েই পাকিস্তানি পেসারকে বার্তা পাঠিয়েছিলেন আফ্রিদি। তিনি জানিয়েছিলেন, আমির তাঁর সমালোচনার বিষয়টি পরে বুঝতে পেরেছিলেন এবং মাঠের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন।
২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
১২ মিনিট আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
২৯ মিনিট আগেনতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
২ ঘণ্টা আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
২ ঘণ্টা আগে