Ajker Patrika

র‍্যাঙ্কিংয়ে সেরা পাঁচে পন্ত, ৭ বছর পর দশের বাইরে কোহলি

আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৬: ৪১
র‍্যাঙ্কিংয়ে সেরা পাঁচে পন্ত, ৭ বছর পর দশের বাইরে কোহলি

এজবাস্টন টেস্টে দল হারলেও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন ঋষভ পন্ত। ফারুখ ইঞ্জিনিয়ারের পর প্রথম ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার হিসেবে এক টেস্টে সেঞ্চুরি ও ফিফটির কীর্তি গড়েছেন পন্ত। এমন পারফরম্যান্সের এবার পুরস্কার পেলেন। ব্যাটারদের টেস্ট র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে পঞ্চম অবস্থানে উঠে এসেছেন পন্ত। 

র‍্যাঙ্কিংয়ে পন্তের উন্নতির দিনে পিছিয়ে গেছেন বিরাট কোহলি। প্রায় ৭ বছর পর এই প্রথম টেস্টের ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দশের বাইরে চলে গেলেন সাবেক ভারতীয় অধিনায়ক। চার ধাপ পিছিয়ে কোহলির অবস্থান এখন র‍্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে। আইসিসির সবশেষ র‍্যাঙ্কিং হালনাগাদে ব্যাটারদের তালিকার এক নম্বরে জায়গা ধরে রেখেছেন জো রুট। ৯২৩ রেটিং নিয়ে এক নম্বরে ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক। এটাই তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট। 

রুটের পর দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে আছেন যথাক্রমে মার্নাস ল্যাবুশেন (৮৭৯ রেটিং পয়েন্ট), স্টিভ স্মিথ (৮২৬ রেটিং পয়েন্ট) এবং বাবর আজম (৮১৫ রেটিং পয়েন্ট)। বাবরের পরেই পাঁচ নম্বরে উঠে এসেছে পন্ত। পন্ত  সেরা পাঁচে আসায় এক ধাপ পিছিয়ে ৬ নম্বরে নেমে গেছেন কেন উইলিয়ামসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত