Ajker Patrika

চ্যাম্পিয়নস ট্রফি

পাকিস্তানকে নিয়ে ভারতের আরেক ঝামেলা, আইসিসি কী করবে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৭: ১১
চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে আবার মুখোমুখি ভারত-পাকিস্তান। ছবি: ক্রিকইনফো
চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে আবার মুখোমুখি ভারত-পাকিস্তান। ছবি: ক্রিকইনফো

চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক সমস্যার সমাধান করতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) রীতিমতো মাথা খারাপ অবস্থা। ভারতের আপত্তিতে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হবে টুর্নামেন্টটি। যেখানে বিরাট কোহলি-রোহিত শর্মারা খেলবেন মরুর দেশে।

সবচেয়ে বড় সমস্যার সমাধান হলেও ভারত এবার চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে নতুন ঝামেলা পাকিয়েছে। ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসের প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, নিজেদের চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে পাকিস্তানের নাম লিখতে চাচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এমন খবর শোনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাল্টা অভিযোগ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক পিসিবির এক কর্মকর্তার বরাতে আইএনএস লিখেছে, ‘ক্রিকেটে রাজনীতি নিয়ে এসেছে বিসিসিআই। ক্রিকেটের জন্য এটা ভালো কিছু না। তারা পাকিস্তান সফর করতে অস্বীকৃতি জানাল। উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ককেও তারা পাঠাতে চায় না। আর এখন আয়োজক দেশের (পাকিস্তান) নাম জার্সিতে দিতে চাচ্ছে না।’

যেখানেই খেলা হোক, আইসিসি ইভেন্টে অংশগ্রহণকারী দলগুলোর জার্সিতে আয়োজক দেশের নাম লেখা থাকে। টুর্নামেন্টের লোগোর নিচে থাকে সাল ও আয়োজক দেশের নাম। যেমন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হওয়ার কথা থাকলেও হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। সেবার সব দলই টুর্নামেন্টের লোগো ও আয়োজক ভারতের নাম লেখা জার্সি পরে খেলেছিল। পিসিবির আশা এমন পরিস্থিতিতে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি তাদের পাশে দাঁড়াবে। পিসিবি কর্মকর্তার বরাতে আইএএনএস লিখেছে,‘আইসিসি এমনটা হতে দেবে না বলে আমরা মনে করি। তারা (আইসিসি) পাকিস্তানের পাশে থাকবে।’

তিন এশিয়ান বাংলাদেশ, ভারত, পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে পড়েছে নিউজিল্যান্ড।১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। দুবাইয়ে এদিন মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার সঙ্গে থাকছে এশিয়ার ‘জায়ান্ট কিলার’ আফগানিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত