Ajker Patrika

আইপিএল থেকে অশ্বিনের আচমকা অবসরের কারণ কী

ক্রীড়া ডেস্ক    
আইপিএল থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ছবি: বিসিসিআই
আইপিএল থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ছবি: বিসিসিআই

ব্যাটারদের সঙ্গে ‘মাইন্ড গেম’ খেলে উইকেট নিতে পটু রবিচন্দ্রন অশ্বিন। পাশাপাশি ইউটিউবে ক্রিকেট নিয়ে অনেক গবেষণা করেন বলে ‘ক্রিকেটের বিজ্ঞানী’ও বলা যায় তাঁকে। আইপিএলে দীর্ঘ ১৬ বছর খেলে শিরোপা জয়ের পাশাপাশি গড়েছেন অসংখ্য রেকর্ড। আজ আচমকা তিনি ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে বিদায় বলেছেন তিনি।

নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে অশ্বিন আজ আইপিএল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অশ্বিন। ভারতীয় এই তারকা স্পিনার লিখেছেন, ‘বিশেষ দিনের বিশেষ একটা অর্থ থাকে। তাঁরা বলেন যে প্রত্যেক শেষের পর নতুন শুরু হয়। আমার আইপিএল ক্যারিয়ার আজ শেষ হয়ে গেল। কিন্তু এখন আমার সময়টা কাটবে আজ শুরু হতে যাওয়া বিভিন্ন লিগে অনুসন্ধান করে।’

২০০৯ থেকে ২০২৫ পর্যন্ত ১৬ বছরের আইপিএল ক্যারিয়ারে ২২১ ম্যাচে ৭.২০ ইকোনমিতে অশ্বিন নিয়েছেন ১৮৭ উইকেট। ব্যাটিং করার সুযোগ তেমন একটা না পেলেও যতটুকু পেয়েছেন, কাজে লাগানোর চেষ্টা করেছেন। ৯৮ ইনিংসে ১৩.০১ গড় ও ১১৮.১৫ স্ট্রাইকরেটে করেন ৮৩৩ রান। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে একটি ফিফটিও করেছেন। চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, কিংস ইলেভেন পাঞ্জাব, রাজস্থান রয়্যালস, রাইজিং সুপারজায়ান্টস— দেড় দশকের আইপিএল ক্যারিয়ারে এই পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি।

বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল, জস বাটলারদের মতো তারকাদের সঙ্গে খেলার সৌভাগ্য হয়েছে অশ্বিনের। দেড় দশকের আইপিএল ক্যারিয়ারে অনেক স্মৃতি তৈরি হয়েছে তাঁর। অবসরের সময় আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) ধন্যবাদ দিয়েছেন অশ্বিন। ভারতীয় তারকা স্পিনার লিখেছেন, ‘অসাধারণ অনেক স্মৃতি রয়েছে। আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে অনেকের সঙ্গে দারুণ সম্পর্ক তৈরি হয়েছে। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) ধন্যবাদ জানাচ্ছি। এখন পর্যন্ত মনে রাখার মতো অনেক কিছু উপহার দিয়েছে তারা। পরবর্তী জীবন এখন উপভোগ করতে চাই।’

২০১০, ২০১১ সালে দুইবারই আইপিএল অশ্বিন জিতেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। আইপিএল ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে রিটায়ার্ড আউটের ঘটনাও ঘটিয়েছেন অশ্বিন। ২০২২ সালে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে তিনি এমনটা করেছিলেন। সেবার অশ্বিন খেলেছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে। এর আগে ২০১৯ আইপিএলে রাজস্থানের বাটলারকে ম্যানকাডিং করে আলোড়ন তৈরি করেছিলেন অশ্বিন। তখন অশ্বিন ছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক। আজ আইপিএলকে বিদায় বলার আগে গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই তারকা স্পিনার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

বিতর্কিত মন্তব্যে পাকিস্তানে জনপ্রিয় আলেম ইঞ্জিনিয়ার আলি মির্জা গ্রেপ্তার

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শুল্ক বিরোধের মধ্যেও বিলিয়ন ডলারের চুক্তির পথে ভারত ও যুক্তরাষ্ট্র

যুদ্ধবিরতি চেয়ে ইসরায়েলজুড়ে বিক্ষোভ, নেতানিয়াহুর রোষানলে জিম্মিদের পরিবার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত