Ajker Patrika

ঝোড়ো ইনিংসে সুখবর পেলেন টিম ডেভিড

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১৫: ৪১
ঝোড়ো ইনিংসে সুখবর পেলেন টিম ডেভিড

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন টিম ডেভিড। দক্ষিণ আফ্রিকাকে ১১১ রানের বিশাল ব্যবধানে হারানোর ম্যাচে বিধ্বংসী এক ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ান ব্যাটার।

মাত্র ২৮ বলে ৬৪ রানের ঝোড়ো ইনিংসের পরেই আবার সুখবর পেয়েছেন ডেভিড। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিনি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পরেই প্রোটিয়াদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সফরকারীরা।

প্রথম সন্তানের বাবা হবেন বিধায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন না গ্লেন ম্যাক্সওয়েল। এ সময় স্ত্রীর পাশে থাকতে চান অভিজ্ঞ অলরাউন্ডার। টি-টোয়েন্টি সিরিজ শেষেই অস্ট্রেলিয়ায় উড়াল দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু গোড়ালির চোটে আগেভাগেই যেতে হয়েছে। সঙ্গে স্টিভেন স্মিথও এই সফরে না থাকায় ডেভিডকে দলে নিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। অভিষেক হওয়ারও সম্ভাবনা রয়েছে এই মারকুটে ব্যাটারের। ভালো করতে পারলে সুযোগ মিলতে পারে ওয়ানডে বিশ্বকাপে। আইপিএলের অভিজ্ঞতার সঙ্গে স্পিন বোলারদের ভালোভাবে পেটানোর ক্ষমতাও তাঁকে দলে সুযোগ পেতে সহায়তা করবে।

গতকাল প্রোটিয়াদের বড় ব্যবধানে হারানোর ম্যাচে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন অধিনায়ক মিচেল মার্শ। ৪৯ বলে ৯২ রান করেন তিনি। অপরাজিত ইনিংসে ২ ছক্কার বিপরীতে ১৩টি চার মারেন। দুর্দান্ত ইনিংসের জন্য ম্যাচ-সেরাও হয়েছেন। তবে দলের জয়ের ম্যাচে ডেভিডের অবদানও কম ছিল না। ৬৪ রানের ইনিংসটি খেলেছেন ২২৮.৫৭ স্ট্রাইক রেটে। আউট হওয়ার আগে ৭ চারের সঙ্গে মেরেছেন ৪ ছক্কা। দুজনের দুর্দান্ত ইনিংসে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২২৬ রান পায় অস্ট্রেলিয়া।

 ২২৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১১৫ রানেই অলআউট দক্ষিণ আফ্রিকা। এতে করে ঘরের মাঠে প্রথম ম্যাচে ১১১ রানের পরাজয় দেখে স্বাগতিকেরা। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেছেন ওপেনার রিজা হেনরিকস। মার্শ-ডেভিডের ব্যাটিং তাণ্ডবের পর বোলিংয়ে প্রতিপক্ষদের গুঁড়িয়ে দিয়েছেন মার্কাস স্টোয়নিস ও তানভীর সাঙ্গা। অ্যাডাম জাম্পা অসুস্থ হলে গতকাল হঠাৎ অভিষেক হয় সাঙ্গার। অথচ সংক্ষিপ্ত সংস্করণের স্কোয়াডেই ছিলেন না তিনি।

হঠাৎ সুযোগ পেয়ে সাঙ্গা অভিষেকটাও রাঙালেন দুর্দান্তভাবে। ৩১ রানে ৪ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেকে দ্বিতীয় সেরা বোলার হয়েছেন ২১ বছর বয়সী স্পিনার। ২৯ রানে ৪ উইকেটে সেরা বোলার মাইকেল ক্যাসপ্রোইচ। ২০০৫ সালে ইতিহাসের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েছেন তিনি। সাঙ্গার সঙ্গে অভিষেক হয়েছে আরও তিন ক্রিকেটারের—ম্যাথুউ শর্ট, অ্যারন হার্ডি ও স্পেনসার জনসনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারত-পাকিস্তানে যুদ্ধের প্রস্তুতি

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত