ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় এক বছর বিচ্ছিন্ন সাকিব আল হাসান। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে ঘরোয়া ক্রিকেটে খেলে বেড়াচ্ছেন তিনি। টি-টোয়েন্টি, টি-টেন, প্রথম শ্রেণির ক্রিকেট—বাংলাদেশের তারকা অলরাউন্ডার সব ধরনের টুর্নামেন্টেই খেলেছেন এই সময়ে।
সাকিব এবার নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির নিলামে। ২০২৬ এসএ টোয়েন্টি সামনে রেখে নিলামে নাম লেখানো ক্রিকেটারদের তালিকা গতকাল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডারসহ এই তালিকায় আছেন ১৪ বাংলাদেশি। অলরাউন্ডার হিসেবে আছেন শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান। ব্যাটার আছেন তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয় ও লিটন দাস। পেস বোলিং লাইনআপে আছেন দুই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলামের সঙ্গে হাসান মাহমুদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিবরা। তানজিম সাকিবের শেষের দিকে ব্যাটিংও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। স্বীকৃত স্পিনার হিসেবে আছেন তাইজুল ইসলাম।
২০২৬ এসএ টোয়েন্টি টুর্নামেন্ট সামনে রেখে ৫৪১ ক্রিকেটার এখন পর্যন্ত নিলামে নাম লিখিয়েছেন। সর্বোচ্চ ৯৭ ক্রিকেটার আছেন ইংল্যান্ডের। জেমস অ্যান্ডারসন, মঈন আলী, অ্যালেক্স হেলসের মতো ইংল্যান্ডের তারকা ক্রিকেটাররা আছেন এই তালিকায়। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের ২৪ ও ২৮ ক্রিকেটার নাম লিখিয়েছেন এই তালিকায়। নেপালের দীপেন্দ্র সিং ঐরি নাম লিখিয়েছেন নিলামে। অস্ট্রেলিয়ার থেকে পিটার হ্যাটজুগলু, ডি আর্চি শর্ট—এই দুই ক্রিকেটার এসএ টোয়েন্টির নিলামে নাম লিখিয়েছেন।
আফগানিস্তানের রশিদ খান না থাকলেও হাশমাতুল্লাহ শাহিদী, রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাইসহ ২৪ আফগান ক্রিকেটার নাম লিখিয়েছেন এসএ টোয়েন্টির নিলামে। তবে এই নিলামে অস্ট্রেলিয়ার মাত্র ২ ক্রিকেটার থাকার কারণ বিগ ব্যাশ। ২০২৪-২৫ মৌসুমের বিগ ব্যাশ হয়েছে ডিসেম্বর-জানুয়ারিতে। আর ২০২৩ সাল থেকে দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি জানুয়ারি-ফেব্রুয়ারিতে হচ্ছে। বাংলাদেশের ১৪ ক্রিকেটার নাম লেখালেও বিপিএলের কারণে এসএ টোয়েন্টিতে খেলার সুযোগ নাও মিলতে পারে। কারণ, সবশেষ বিপিএল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে হয়েছে। যদিও ২০২৬ বিপিএল শুরুর তারিখ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
সাকিব সবশেষ বিপিএলে খেলার সুযোগ পাননি। বর্তমানে তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলছেন। ৮ ম্যাচের ৭ ইনিংসে ১৯.৭১ গড় ও ১২৮.৯৭ স্ট্রাইকরেটে করেছেন ১৩৮ রান। বোলিংয়ে ৮.১৫ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। এদিকে লিটন, তানজিদ তামিম, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, মোস্তাফিজ, তানজিম হাসান সাকিবরা ব্যস্ত সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। ডাচদের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। আগামীকাল সিলেটে লিটনরা নামবেন ডাচদের ধবলধোলাইয়ের উদ্দেশে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় এক বছর বিচ্ছিন্ন সাকিব আল হাসান। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে ঘরোয়া ক্রিকেটে খেলে বেড়াচ্ছেন তিনি। টি-টোয়েন্টি, টি-টেন, প্রথম শ্রেণির ক্রিকেট—বাংলাদেশের তারকা অলরাউন্ডার সব ধরনের টুর্নামেন্টেই খেলেছেন এই সময়ে।
সাকিব এবার নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির নিলামে। ২০২৬ এসএ টোয়েন্টি সামনে রেখে নিলামে নাম লেখানো ক্রিকেটারদের তালিকা গতকাল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডারসহ এই তালিকায় আছেন ১৪ বাংলাদেশি। অলরাউন্ডার হিসেবে আছেন শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান। ব্যাটার আছেন তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয় ও লিটন দাস। পেস বোলিং লাইনআপে আছেন দুই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলামের সঙ্গে হাসান মাহমুদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিবরা। তানজিম সাকিবের শেষের দিকে ব্যাটিংও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। স্বীকৃত স্পিনার হিসেবে আছেন তাইজুল ইসলাম।
২০২৬ এসএ টোয়েন্টি টুর্নামেন্ট সামনে রেখে ৫৪১ ক্রিকেটার এখন পর্যন্ত নিলামে নাম লিখিয়েছেন। সর্বোচ্চ ৯৭ ক্রিকেটার আছেন ইংল্যান্ডের। জেমস অ্যান্ডারসন, মঈন আলী, অ্যালেক্স হেলসের মতো ইংল্যান্ডের তারকা ক্রিকেটাররা আছেন এই তালিকায়। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের ২৪ ও ২৮ ক্রিকেটার নাম লিখিয়েছেন এই তালিকায়। নেপালের দীপেন্দ্র সিং ঐরি নাম লিখিয়েছেন নিলামে। অস্ট্রেলিয়ার থেকে পিটার হ্যাটজুগলু, ডি আর্চি শর্ট—এই দুই ক্রিকেটার এসএ টোয়েন্টির নিলামে নাম লিখিয়েছেন।
আফগানিস্তানের রশিদ খান না থাকলেও হাশমাতুল্লাহ শাহিদী, রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাইসহ ২৪ আফগান ক্রিকেটার নাম লিখিয়েছেন এসএ টোয়েন্টির নিলামে। তবে এই নিলামে অস্ট্রেলিয়ার মাত্র ২ ক্রিকেটার থাকার কারণ বিগ ব্যাশ। ২০২৪-২৫ মৌসুমের বিগ ব্যাশ হয়েছে ডিসেম্বর-জানুয়ারিতে। আর ২০২৩ সাল থেকে দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি জানুয়ারি-ফেব্রুয়ারিতে হচ্ছে। বাংলাদেশের ১৪ ক্রিকেটার নাম লেখালেও বিপিএলের কারণে এসএ টোয়েন্টিতে খেলার সুযোগ নাও মিলতে পারে। কারণ, সবশেষ বিপিএল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে হয়েছে। যদিও ২০২৬ বিপিএল শুরুর তারিখ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
সাকিব সবশেষ বিপিএলে খেলার সুযোগ পাননি। বর্তমানে তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলছেন। ৮ ম্যাচের ৭ ইনিংসে ১৯.৭১ গড় ও ১২৮.৯৭ স্ট্রাইকরেটে করেছেন ১৩৮ রান। বোলিংয়ে ৮.১৫ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। এদিকে লিটন, তানজিদ তামিম, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, মোস্তাফিজ, তানজিম হাসান সাকিবরা ব্যস্ত সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। ডাচদের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। আগামীকাল সিলেটে লিটনরা নামবেন ডাচদের ধবলধোলাইয়ের উদ্দেশে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি।
মার্কাস স্টয়নিসের আন্তর্জাতিক ক্যারিয়ারের পালে লাগল নতুন হাওয়া। গত বছরের নভেম্বরের পর অস্ট্রেলিয়ার হয়ে কোনো ম্যাচ না খেলা এই অলরাউন্ডার ফিরেছেন টি-টোয়েন্টি দলে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজের জন্য তাঁকে নিয়েই দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। গত ফেব্রুয়ারিতে হঠাৎ ওয়ানডে থেকে অবসর নেন তিনি।
১ ঘণ্টা আগেআলোচনায় থাকতেই যেন বেশি পছন্দ নেইমারের। মাঠের পারফরম্যান্স ছাপিয়ে অন্যান্য বিষয়েও তাঁকে নিয়ে কথাবার্তা হয় বেশি। এবার ব্রাজিল দলে জায়গা না পেয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তিনি। সরাসরি না বললেও আকার-ইঙ্গিতে কোচ কার্লো আনচেলত্তির দিকে অভিযোগের আঙুল তুলেছেন।
২ ঘণ্টা আগেঅক্টোবরের প্রথম সপ্তাহে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। সেই নির্বাচন নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। আমিনুল ইসলাম বুলবুলকেও এটা নিয়ে অনেকবার কথা বলতে হয়েছে।
৩ ঘণ্টা আগে২০২৩ সালের ৭ অক্টোবর হাংঝুতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ মেলেনি আসিফ আলীর। স্বয়ং আসিফও হয়তো জানতেন না, পাকিস্তানের জার্সিতে এমন আক্ষেপেই তাঁর শেষটা হবে। শেষ পর্যন্ত পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে ঘটল এমন কিছুই।
৪ ঘণ্টা আগে