সূর্যকুমার যাদবের সঙ্গে নাম ও কাজ দুই দিক থেকেই আকাশের সম্পর্ক। নামের সংক্ষিপ্ত রূপটা তাঁকে দিয়েছে ‘স্কাই’ তকমা। বড় বড় ছক্কা হাঁকিয়ে বরাবরই আকাশের সঙ্গে সম্পর্কের জানান দিচ্ছেন সূর্য। স্কুপ, পুল কিংবা হুক শটে ওপর দিয়ে বল পাঠাতেই যেন তাঁর পছন্দ। এরই মধ্যে টি-টোয়েন্টিতে ৫০টি ছক্কা মেরে এক পঞ্জিকাবর্ষে দারুণ এক কীর্তিও গড়েছেন তিনি।
টানা তিন ম্যাচে ৫০ পেরোনো ইনিংস খেলেছেন তিনটি। গতকাল গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছক্কা-চারের ফুলঝুরি ছুটিয়ে ২২ বলে ৬১ রান করেছেন সূর্য কুমার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০০ রানের মাইলফলকও ছুঁয়েছেন তিনি। সূর্যকুমারের লেগেছে ৩৩ ইনিংস।
গতকাল টি-টোয়েন্টি ক্রিকেট আরও একটি কীর্তি গড়েছেন সূর্যকুমার। গ্লেন ম্যাক্সওয়েল, কলিন মুনরো, এভিন লুইস ও থিসারা পেরেরাদের ছাড়িয়ে সবচেয়ে কম বল খেলে দ্রুততম হাজার রান করার রেকর্ড নিজের করে নিয়েছেন ‘স্কাই’। এই রান করতে খেলেছেন মাত্র ৫৭৩ বল। স্বাভাবিকভাবেই তাঁর স্ট্রাইকরেট চোখ কপালে ওঠার মতো—১৭৪।
এ রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন গ্লেন ম্যাক্সওয়েলকে। ‘ম্যাক্সি’ ১০০০ রান করতে খেলেছেন ৬০৪ বল। তাঁর স্ট্রাইকরেট ছিল ১৬৬। নিউজিল্যান্ডর কলিন মুনরো ৬৩৫ বলে ১৫৭ স্ট্রাইকরেটে করেছেন ১০০০ রান। এ মাইলফলক ছুঁতে ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস ৬৪০ এবং শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার থিসারা পেরেরা খেলেছিলেন ৬৫৪ বল।
আরেকটি জায়গায়ও সবার ওপরে নাম লিখে ফেলেছেন সূর্য। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে ছাড়িয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডের মালিক এখন তিনি। রিজওয়ান ৪২ ছক্কা মেরেছিলেন গত বছর। ইনিংস খেলেছিলেন ২৬টি। সূর্যকুমার পাকিস্তানি ব্যাটারকে ছাড়িয়ে গেলেন ৫ ইনিংস কম খেলেই। ৪১ ছক্কা মেরে এই তালিকায় আছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল।
সূর্যকুমার যাদবের সঙ্গে নাম ও কাজ দুই দিক থেকেই আকাশের সম্পর্ক। নামের সংক্ষিপ্ত রূপটা তাঁকে দিয়েছে ‘স্কাই’ তকমা। বড় বড় ছক্কা হাঁকিয়ে বরাবরই আকাশের সঙ্গে সম্পর্কের জানান দিচ্ছেন সূর্য। স্কুপ, পুল কিংবা হুক শটে ওপর দিয়ে বল পাঠাতেই যেন তাঁর পছন্দ। এরই মধ্যে টি-টোয়েন্টিতে ৫০টি ছক্কা মেরে এক পঞ্জিকাবর্ষে দারুণ এক কীর্তিও গড়েছেন তিনি।
টানা তিন ম্যাচে ৫০ পেরোনো ইনিংস খেলেছেন তিনটি। গতকাল গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছক্কা-চারের ফুলঝুরি ছুটিয়ে ২২ বলে ৬১ রান করেছেন সূর্য কুমার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০০ রানের মাইলফলকও ছুঁয়েছেন তিনি। সূর্যকুমারের লেগেছে ৩৩ ইনিংস।
গতকাল টি-টোয়েন্টি ক্রিকেট আরও একটি কীর্তি গড়েছেন সূর্যকুমার। গ্লেন ম্যাক্সওয়েল, কলিন মুনরো, এভিন লুইস ও থিসারা পেরেরাদের ছাড়িয়ে সবচেয়ে কম বল খেলে দ্রুততম হাজার রান করার রেকর্ড নিজের করে নিয়েছেন ‘স্কাই’। এই রান করতে খেলেছেন মাত্র ৫৭৩ বল। স্বাভাবিকভাবেই তাঁর স্ট্রাইকরেট চোখ কপালে ওঠার মতো—১৭৪।
এ রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন গ্লেন ম্যাক্সওয়েলকে। ‘ম্যাক্সি’ ১০০০ রান করতে খেলেছেন ৬০৪ বল। তাঁর স্ট্রাইকরেট ছিল ১৬৬। নিউজিল্যান্ডর কলিন মুনরো ৬৩৫ বলে ১৫৭ স্ট্রাইকরেটে করেছেন ১০০০ রান। এ মাইলফলক ছুঁতে ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস ৬৪০ এবং শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার থিসারা পেরেরা খেলেছিলেন ৬৫৪ বল।
আরেকটি জায়গায়ও সবার ওপরে নাম লিখে ফেলেছেন সূর্য। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে ছাড়িয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডের মালিক এখন তিনি। রিজওয়ান ৪২ ছক্কা মেরেছিলেন গত বছর। ইনিংস খেলেছিলেন ২৬টি। সূর্যকুমার পাকিস্তানি ব্যাটারকে ছাড়িয়ে গেলেন ৫ ইনিংস কম খেলেই। ৪১ ছক্কা মেরে এই তালিকায় আছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল।
খুব বেশি দিন আগের ঘটনা নয়। এ বছরের জুলাইয়ে মিরপুরে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হারের পর কড়া সমালোচনা করেছিলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা ও সাদা বলের প্রধান কোচ মাইক হেসন। দুই মাস পর এবার বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালের টিকিট কাটল পাকিস্তান।
১৮ মিনিট আগেবি.লিগ, বাংলাদেশ লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাট চুকিয়ে পেশাদার লিগের নতুন নাম এখন বাংলাদেশ ফুটবল লিগ। প্রস্তাব দেওয়া হয়েছিল আগেই। পরশু লিগ কমিটির এক সভায় চূড়ান্ত করা হয় সেই নাম। নতুন নামের মোড়কে আজ থেকে শুরু হচ্ছে লিগের নতুন মৌসুম।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটা লিটন দাসকে দেখতে হয়েছে ডাগ আউটে বসে। দুবাইয়ে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিকদের একের পর এক আত্মাহুতি দেখে লিটনের মুখটা বেশ ফ্যাকাশে দেখিয়েছে। ওয়াসিম আকরামের মতে লিটন থাকলে ম্যাচের ফল অন্য কিছু হতেও পারত।
১ ঘণ্টা আগেজিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
২ ঘণ্টা আগে