Ajker Patrika

সেমিফাইনালে অনিশ্চিত পাকিস্তানের সেরা দুই ক্রিকেটার

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৮: ৫৫
সেমিফাইনালে অনিশ্চিত পাকিস্তানের সেরা দুই ক্রিকেটার

দারুণ ছন্দ নিয়ে সেমিফাইনালে এসেছে পাকিস্তান। দলের প্রায় সবাই আছেন দারুণ ফর্মে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ চারের ম্যাচে সেই ছন্দ খানিকটা নষ্ট হতে পারে বাবর আজমদের। ম্যাচের আগে অসুস্থতায় ভুগছেন বিশ্বকাপে পাকিস্তানিদের অন্যতম সেরা দুই ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও শোয়েব মালিক। 

গতকাল পাকিস্তানের অনুশীলনে দলের সঙ্গে ছিলেন না রিজওয়ান ও শোয়েব। জানা গেছে দুজনেই কাবু হয়েছেন সর্দি জ্বরে। জ্বর নিয়ে কাল অনুশীলনে আসার কথা থাকলেও পরে দলের চিকিৎসকের পরামর্শে অনুশীলন থেকে বিরত ছিলেন দুই ব্যাটার। 

ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে ‘কোভিড-১৯’ পরীক্ষায় পাকিস্তানের সবাই নেগেটিভ হয়েছেন। রিজওয়ান-শোয়েবকে নিয়ে আপাতত সেই দুর্ভাবনা নেই। আজ  দুই ক্রিকেটারের শারীরিক অবস্থা পর্যালোচনার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা খেলবেন কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। 

শেষ পর্যন্ত যদি রিজওয়ান-শোয়েবকে ছাড়া খেলতেই হয় সেই বিকল্পও ঠিক করা আছে পাকিস্তানের। রিজওয়ানের বিকল্প হিসেবে উইকেটের পেছনে দাঁড়াবেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। শোয়েব মালিকের জায়গায় খেলতে পারেন হায়দার আলী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত