বাংলাদেশ ম্যাচ দিয়ে প্রায় সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন কেন উইলিয়ামসন। সেই ম্যাচে চোট পেয়ে আবার চার ম্যাচের জন্য ছিটকে যান কিউইদের একাদশ থেকে। অবশেষে আজ বেঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে অধিনায়ক হয়েই ফিরেছেন উইলিয়ামসন।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ম্যাচটি পাকিস্তান-নিউজিল্যান্ড দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। বেঙ্গালুরুতে এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। পাকিস্তান তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। লেগ স্পিনার উসামা মীর বাদ পড়েছেন। তাঁর পরিবর্তে একাদশে এসেছেন হাসান আলি। হাসানের সঙ্গে পেস আক্রমণে থাকছেন হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। সঙ্গে থাকছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার আগা সালমান ও ইফতিখার আহমেদ।
অন্যদিকে নিউজিল্যান্ড তাদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে। চোটে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন ম্যাট হেনরি। হেনরির পরিবর্তে এসেছেন লেগ স্পিনার ইশ সোধি। এরপর উইল ইয়ং, জেমস নিশাম—এই দুই কিউই ক্রিকেটারের বদলে এসেছেন উইলিয়ামসন ও মার্ক চ্যাপম্যান। সোধির পাশাপাশি স্পিন আক্রমণে থাকছেন দুই বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্র। পেস আক্রমণে থাকছেন দুই অভিজ্ঞ ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি।
পাকিস্তানের একাদশ
বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হাসান আলি, হারিস রউফ।
নিউজিল্যান্ডের একাদশ
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, ইশ সোধি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি।
বাংলাদেশ ম্যাচ দিয়ে প্রায় সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন কেন উইলিয়ামসন। সেই ম্যাচে চোট পেয়ে আবার চার ম্যাচের জন্য ছিটকে যান কিউইদের একাদশ থেকে। অবশেষে আজ বেঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে অধিনায়ক হয়েই ফিরেছেন উইলিয়ামসন।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ম্যাচটি পাকিস্তান-নিউজিল্যান্ড দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। বেঙ্গালুরুতে এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। পাকিস্তান তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। লেগ স্পিনার উসামা মীর বাদ পড়েছেন। তাঁর পরিবর্তে একাদশে এসেছেন হাসান আলি। হাসানের সঙ্গে পেস আক্রমণে থাকছেন হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। সঙ্গে থাকছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার আগা সালমান ও ইফতিখার আহমেদ।
অন্যদিকে নিউজিল্যান্ড তাদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে। চোটে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন ম্যাট হেনরি। হেনরির পরিবর্তে এসেছেন লেগ স্পিনার ইশ সোধি। এরপর উইল ইয়ং, জেমস নিশাম—এই দুই কিউই ক্রিকেটারের বদলে এসেছেন উইলিয়ামসন ও মার্ক চ্যাপম্যান। সোধির পাশাপাশি স্পিন আক্রমণে থাকছেন দুই বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্র। পেস আক্রমণে থাকছেন দুই অভিজ্ঞ ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি।
পাকিস্তানের একাদশ
বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হাসান আলি, হারিস রউফ।
নিউজিল্যান্ডের একাদশ
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, ইশ সোধি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি।
ভারতের আপত্তিতে গত বছর এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে। এবার শঙ্কা দেখা দিয়েছে ২০২৫ এশিয়া কাপ হওয়া নিয়ে। এশিয়ার ক্রিকেটীয় সৌন্দর্যই যেন প্রায় বিলীন ভারত-পাকিস্তানের রেষারেষিতে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের ঘটনায় দুই দেশের মধ্যে চলছে চরম উত্তেজনা।
৯ ঘণ্টা আগেআগের রাতে জিততে ঘাম ছুটে গিয়েছিল বার্সেলোনার। যদিও রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে অনেকটা দ্বিতীয় সারির দল সাজিয়েছিল তারা। তবে আজ সেল্টা ভিগোর বিপক্ষে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। শুরুতে দাপট দেখানোর পরও তারা মাঠ ছেড়েছে ৩-২ ব্যবধানের কষ্টের জয় নিয়ে। তবে দুই দল স্বস্তি পাচ্ছে এই ভেবে যে এল ক্
১০ ঘণ্টা আগেটি-টোয়েন্টিতে নতুন যুগের শুরুটা তাহলে করতে যাচ্ছে বাংলাদেশ। যার শুরুটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হয়েছে লিটন দাসকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়ক ঘোষণা করে। পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই দুই দলের সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের টি-টোয়েন্টির নেতৃত্ব শুরু হচ্ছে লিটনের।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজে লিটন দাস ছিলেন অধিনায়ক। এবার তাঁকেই স্থায়ীভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
১৪ ঘণ্টা আগে