Ajker Patrika

ফিরেছেন উইলিয়ামসন, সেমিতে ওঠার লড়াইয়ে ফিল্ডিংয়ে পাকিস্তান

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১১: ৪৫
ফিরেছেন উইলিয়ামসন, সেমিতে ওঠার লড়াইয়ে ফিল্ডিংয়ে পাকিস্তান

বাংলাদেশ ম্যাচ দিয়ে প্রায় সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন কেন উইলিয়ামসন। সেই ম্যাচে চোট পেয়ে আবার চার ম্যাচের জন্য ছিটকে যান কিউইদের একাদশ থেকে। অবশেষে আজ বেঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে অধিনায়ক হয়েই ফিরেছেন উইলিয়ামসন।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ম্যাচটি পাকিস্তান-নিউজিল্যান্ড দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। বেঙ্গালুরুতে এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। পাকিস্তান তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। লেগ স্পিনার উসামা মীর বাদ পড়েছেন। তাঁর পরিবর্তে একাদশে এসেছেন হাসান আলি। হাসানের সঙ্গে পেস আক্রমণে থাকছেন হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। সঙ্গে থাকছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার আগা সালমান ও ইফতিখার আহমেদ। 

অন্যদিকে নিউজিল্যান্ড তাদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে। চোটে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন ম্যাট হেনরি। হেনরির পরিবর্তে এসেছেন লেগ স্পিনার ইশ সোধি। এরপর উইল ইয়ং, জেমস নিশাম—এই দুই কিউই ক্রিকেটারের বদলে এসেছেন উইলিয়ামসন ও মার্ক চ্যাপম্যান। সোধির পাশাপাশি স্পিন আক্রমণে থাকছেন দুই বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্র। পেস আক্রমণে থাকছেন দুই অভিজ্ঞ ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি।

পাকিস্তানের একাদশ  
বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হাসান আলি, হারিস রউফ। 

নিউজিল্যান্ডের একাদশ 
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, ইশ সোধি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত