Ajker Patrika

বাবর-বাটলারকে যেখানে ছাড়িয়ে গেলেন রিজওয়ান

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৯: ০৫
বাবর-বাটলারকে যেখানে ছাড়িয়ে গেলেন রিজওয়ান

টি-টোয়েন্টিতে রেকর্ড গড়া যেন ডালভাত বানিয়ে ফেলেছেন মোহাম্মদ রিজওয়ান। প্রতিদিনই কোনো না কোনো রেকর্ড ভেঙে নতুন করে গড়ছেন। আজ ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজে ফিফটি করে নতুন এক রেকর্ড গড়েছেন পাকিস্তানি এই উইকেটকিপার ব্যাটার, তাতে ছাড়িয়ে গেছেন। সতীর্থ বাবর আজম এবং ইংলিশ উইকেটকিপার জস বাটলারকে।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বাংলাদেশের বিপক্ষে ৫০ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন রিজওয়ান। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৮ ইনিংসে শেষে রিজওয়ান করেছেন ২৩৩৭ রান। যা ৫৮ ইনিংস শেষে সর্বোচ্চ রান। এই তালিকায় রিজওয়ানের পরে আছেন বাবর। ৫৮ ইনিংস শেষে বাবর করেছিলেন ২২৮১ রান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটকিপার ব্যাটার হিসেবে ২১৯৬ রান করে শীর্ষে আছেন রিজওয়ান। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বাটলার। উইকেটকিপার ব্যাটার হিসেবে বাটলার করেছেন ২১১৯ রান।

তা ছাড়া তৃতীয় ব্যাটার হিসেবে সব ধরনের টি-টোয়েন্টি মিলে টানা দুই বছর ১৫০০ এর বেশি রান করেছেন রিজওয়ান। ২০২১ সালে টি-টোয়েন্টিতে ২০৩৬ রান করেছিলেন এবং চলতি বছর এখন পর্যন্ত ১৫১৯ রান করেছেন এই ফরম্যাটে। রিজওয়ান ছাড়া বাকি দুই ক্রিকেটার হলেন ক্রিস গেইল এবং বাবর। ২০১২ ও ২০১৫ তে টি-টোয়েন্টিতে ১৫৩২ এবং ১৬৬৫ রান করেছিলেন গেইল। ২০১৯ ও ২০২১ তে ১৬০৭ এবং ১৭৭৯ রান করেছিলেন বাবর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত