‘অলিখিত কোয়ার্টার ফাইনাল’ বলে কথা। বেনোনির উইলোমুর পার্কে আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটির বাঁক বদলেছে ক্ষণে ক্ষণে। সময়ের তালে তালে ম্যাচের মোমেন্টাম কখনো বাংলাদেশের দিকে, কখনোবা পাকিস্তানের দিকে হেলে পড়ছিল। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে পাকিস্তান।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। বোলিংয়েই অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। ৪০.৪ ওভারে পাকিস্তান অলআউট হয়ে যায় ১৫৫ রানে। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোতে জানা গেছে, সেমিতে যেতে হলে বাংলাদেশকে ৩৮.১ ওভারে করতে হবে ১৫৬ রান।তাতেই পাকিস্তানের নেট রানরেট টপকে যেতে পারত বাংলাদেশ। শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। ৩৬তম ওভারের শেষ বলে মোহাম্মদ জিসানকে কাট করতে গিয়ে বোল্ড হন বাংলাদেশের শেষ ব্যাটার মারুফ মৃধা। মৃধা বোল্ড হতেই একরাশ হতাশা ঘিরে ধরে বাংলাদেশকে। ঠিক বিপরীত চিত্র পাকিস্তান দলে। ৫ রানে জিতে সেমিতে ওঠার আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়ে পাকিস্তান।
৩৮.১ ওভারে ১৫৬ রানের লক্ষ্যে বাংলাদেশের দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও জিসান আলম দারুণ শুরু করেন। প্রথম ১৫ বলেই বাংলাদেশ করে ২৬ রান। বেশি আক্রমণাত্মক খেলতে থাকা বাংলাদেশ প্রথম উইকেট হারায় তৃতীয় ওভারের চতুর্থ বলে। উবাইদ শাহর বলে খোঁচা দিতে যান জিসান। উইকেটের পেছনে ক্যাচ ধরেন পাকিস্তান উইকেটরক্ষক সাদ বাইগ। ১২ বলে ৪ চারে ১৯ রান করেন জিসান। এক ওভার বিরতিতে এসে আবার উইকেট নিয়েছেন উবাইদ। পঞ্চম ওভারের শেষ বলে পাকিস্তানি পেসারের শিকার এবার শিবলি। শিবলি করেন ১১ বলে ৪ রান। উবাইদের জোড়া ধাক্কায় বাংলাদেশের স্কোর হয়েছে ৫ ওভারে ২ উইকেটে ৩৬ রান।
উবাইদের জোড়া ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আবারও ধাক্কা খায় বাংলাদেশ। দশম ওভারের প্রথম বলে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার চৌধুরী মোহাম্মদ রিজওয়ানকে ফেরান আলি রেজা। ৩০ বলে ৪ চারে ২০ রান করেন রিজওয়ান। প্রথম ৩ উইকেটের প্রত্যেকটি আউটের ধরনই একই রকম। খোঁচা দিতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ।
১০.১ ওভারে ৩ উইকেটে ৪৭ রানে পরিণত হওয়া বাংলাদেশ এরপর এগোতে থাকে সাবলীলভাবে। স্ট্রাইক রোটেটের পাশাপাশি আহরার আমিন ও আরিফুল ইসলাম বাউন্ডারিও মারতে থাকেন। চতুর্থ উইকেটে ৩৩ বলে ২৯ রানের জুটি গড়েন আরিফুল ও আহরার। ১৬তম ওভারের চতুর্থ বলে আহরারকে ফিরিয়ে জুটি ভাঙেন উবাইদ। এরপরই পাকিস্তান যেন বেশ উজ্জীবিত হয়ে ওঠে। বোলিং-ফিল্ডিংয়ে ক্যারিশমা দেখিয়ে দ্রুত তুলে নেয় আরও ২ উইকেট। মুহূর্তেই বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৯.২ ওভারে ৬ উইকেটে ৮৩ রান।
৬ উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ অধিনায়ক রাব্বি। সপ্তম উইকেটে শিহাব জেমস ও রাব্বির জুটিতে ৬১ বলে ৪০ রানের জুটিতে দিশা খুঁজে পায় বাংলাদেশ। জুটি গড়ার পথে ২৯ তম ওভারের প্রথম বলে ফাইন লেগে সহজ ক্যাচ হাতছাড়া করেন উবাইদ। তখন মনে হচ্ছিল, এই ক্যাচ মিসেই হয়তো বাংলাদেশ জিতে যাবে। তবে ক্যাচ মিসের আক্ষেপ উবাইদ ঘুচিয়েছেন শিহাবকে ফিরিয়ে। শিহাবের পর রাব্বি আউট হয়েছেন আলি রেজার বলে। শিহাব, রাব্বি দুজনই পাকিস্তান উইকেটরক্ষক সাদ বাইগের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হয়েছেন। এরপর ইকবাল হোসেন ইমন রানআউট হলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩১.৪ ওভারে ৯ উইকেটে ১২৭ রান। যেখানে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ থেকে নন স্ট্রাইক প্রান্তে দুর্দান্ত থ্রো করেন পাকিস্তানের আজান আওয়াইস।
সেমিতে যেতে বাংলাদেশের সমীকরণ দাঁড়ায় ৩৯ বলে ২৯ রানের। বর্ষণ ও মারুফ মৃধা শেষ উইকেট জুটিতেও আশা জাগিয়েছিলেন। জয়ের প্রায় কাছাকাছি নিয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত কাছাকাছি গিয়েই হারের বেদনায় পুড়তে হলো বাংলাদেশকে।
‘অলিখিত কোয়ার্টার ফাইনাল’ বলে কথা। বেনোনির উইলোমুর পার্কে আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটির বাঁক বদলেছে ক্ষণে ক্ষণে। সময়ের তালে তালে ম্যাচের মোমেন্টাম কখনো বাংলাদেশের দিকে, কখনোবা পাকিস্তানের দিকে হেলে পড়ছিল। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে পাকিস্তান।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। বোলিংয়েই অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। ৪০.৪ ওভারে পাকিস্তান অলআউট হয়ে যায় ১৫৫ রানে। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোতে জানা গেছে, সেমিতে যেতে হলে বাংলাদেশকে ৩৮.১ ওভারে করতে হবে ১৫৬ রান।তাতেই পাকিস্তানের নেট রানরেট টপকে যেতে পারত বাংলাদেশ। শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। ৩৬তম ওভারের শেষ বলে মোহাম্মদ জিসানকে কাট করতে গিয়ে বোল্ড হন বাংলাদেশের শেষ ব্যাটার মারুফ মৃধা। মৃধা বোল্ড হতেই একরাশ হতাশা ঘিরে ধরে বাংলাদেশকে। ঠিক বিপরীত চিত্র পাকিস্তান দলে। ৫ রানে জিতে সেমিতে ওঠার আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়ে পাকিস্তান।
৩৮.১ ওভারে ১৫৬ রানের লক্ষ্যে বাংলাদেশের দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও জিসান আলম দারুণ শুরু করেন। প্রথম ১৫ বলেই বাংলাদেশ করে ২৬ রান। বেশি আক্রমণাত্মক খেলতে থাকা বাংলাদেশ প্রথম উইকেট হারায় তৃতীয় ওভারের চতুর্থ বলে। উবাইদ শাহর বলে খোঁচা দিতে যান জিসান। উইকেটের পেছনে ক্যাচ ধরেন পাকিস্তান উইকেটরক্ষক সাদ বাইগ। ১২ বলে ৪ চারে ১৯ রান করেন জিসান। এক ওভার বিরতিতে এসে আবার উইকেট নিয়েছেন উবাইদ। পঞ্চম ওভারের শেষ বলে পাকিস্তানি পেসারের শিকার এবার শিবলি। শিবলি করেন ১১ বলে ৪ রান। উবাইদের জোড়া ধাক্কায় বাংলাদেশের স্কোর হয়েছে ৫ ওভারে ২ উইকেটে ৩৬ রান।
উবাইদের জোড়া ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আবারও ধাক্কা খায় বাংলাদেশ। দশম ওভারের প্রথম বলে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার চৌধুরী মোহাম্মদ রিজওয়ানকে ফেরান আলি রেজা। ৩০ বলে ৪ চারে ২০ রান করেন রিজওয়ান। প্রথম ৩ উইকেটের প্রত্যেকটি আউটের ধরনই একই রকম। খোঁচা দিতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ।
১০.১ ওভারে ৩ উইকেটে ৪৭ রানে পরিণত হওয়া বাংলাদেশ এরপর এগোতে থাকে সাবলীলভাবে। স্ট্রাইক রোটেটের পাশাপাশি আহরার আমিন ও আরিফুল ইসলাম বাউন্ডারিও মারতে থাকেন। চতুর্থ উইকেটে ৩৩ বলে ২৯ রানের জুটি গড়েন আরিফুল ও আহরার। ১৬তম ওভারের চতুর্থ বলে আহরারকে ফিরিয়ে জুটি ভাঙেন উবাইদ। এরপরই পাকিস্তান যেন বেশ উজ্জীবিত হয়ে ওঠে। বোলিং-ফিল্ডিংয়ে ক্যারিশমা দেখিয়ে দ্রুত তুলে নেয় আরও ২ উইকেট। মুহূর্তেই বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৯.২ ওভারে ৬ উইকেটে ৮৩ রান।
৬ উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ অধিনায়ক রাব্বি। সপ্তম উইকেটে শিহাব জেমস ও রাব্বির জুটিতে ৬১ বলে ৪০ রানের জুটিতে দিশা খুঁজে পায় বাংলাদেশ। জুটি গড়ার পথে ২৯ তম ওভারের প্রথম বলে ফাইন লেগে সহজ ক্যাচ হাতছাড়া করেন উবাইদ। তখন মনে হচ্ছিল, এই ক্যাচ মিসেই হয়তো বাংলাদেশ জিতে যাবে। তবে ক্যাচ মিসের আক্ষেপ উবাইদ ঘুচিয়েছেন শিহাবকে ফিরিয়ে। শিহাবের পর রাব্বি আউট হয়েছেন আলি রেজার বলে। শিহাব, রাব্বি দুজনই পাকিস্তান উইকেটরক্ষক সাদ বাইগের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হয়েছেন। এরপর ইকবাল হোসেন ইমন রানআউট হলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩১.৪ ওভারে ৯ উইকেটে ১২৭ রান। যেখানে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ থেকে নন স্ট্রাইক প্রান্তে দুর্দান্ত থ্রো করেন পাকিস্তানের আজান আওয়াইস।
সেমিতে যেতে বাংলাদেশের সমীকরণ দাঁড়ায় ৩৯ বলে ২৯ রানের। বর্ষণ ও মারুফ মৃধা শেষ উইকেট জুটিতেও আশা জাগিয়েছিলেন। জয়ের প্রায় কাছাকাছি নিয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত কাছাকাছি গিয়েই হারের বেদনায় পুড়তে হলো বাংলাদেশকে।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে