নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এবার প্রথমবার আইপিএলে খেলতে গেছেন লিটন দাস। লিটন সুযোগ পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সে। ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের কারণে একটু দেরিতে কলকাতার সঙ্গে যোগ দেন তিনি। তবে এখন পর্যন্ত তাঁকে একটির বেশি ম্যাচ খেলায়নি কলকাতা।
একমাত্র ম্যাচটিতে ব্যাটিংয়ে ৪ রান করেন লিটন। সবচেয়ে বেশি হতাশ করেছেন উইকেটকিপিংয়ে। দুটি স্টাম্পিং মিস করেন তিনি। এরপর গত দুই ম্যাচ আর একাদশে লিটন সুযোগ পাননি। লিটনের এভাবে বেঞ্চে বসে থাকা ভালো লাগছে না খালেদ মাহমুদ সুজনের।
বিসিবির পরিচালক সুজন আজ মিরপুরে সাংবাদিকদের বলেছেন, ‘কষ্টের জায়গা তো অবশ্যই। লিটন যে মানের খেলোয়াড়.... । হয়তোবা ওর জন্যও চাপের ম্যাচ ছিল, যত বড় খেলোয়াড়ই হোক, আইপিএলে ওর প্রথম ম্যাচ। ওর জন্য চাপের ব্যাপারটা তো ছিলই। তবে আশা করেছিলাম লিটন আরেকটা সুযোগ পাবে। সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরবে।’
এক ম্যাচ খেলিয়েই লিটনকে বাদ দেওয়া নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। লিটন বাংলাদেশের খেলোয়াড় বলেই এমনটা হয়েছে বলে মনে করেন কেউ কেউ। সুজন অবশ্য ব্যাপারটা এভাবে দেখছেন না, ‘এটা (এক ম্যাচ খেলিয়েই বাদ) বাংলাদেশ বলেই কি না, আমি জানি না। টিম কম্বিনেশনের ব্যাপারটা আছে, যে ছেলেটা এখন কিপিং করছে, স্থানীয় একটা ছেলে, এ জন্য কলকাতা বাড়তি একটা বিদেশি খেলোয়াড় নিয়ে খেলতে পারছে। তবে আমি আশা করি লিটন আবার সুযোগ পাবে এবং নিজেকে মেলে ধরতে পারবে। সত্যি কথা বলতে, লিটনকে বসে থাকতে দেখে ভালো লাগছে না।’
এবার প্রথমবার আইপিএলে খেলতে গেছেন লিটন দাস। লিটন সুযোগ পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সে। ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের কারণে একটু দেরিতে কলকাতার সঙ্গে যোগ দেন তিনি। তবে এখন পর্যন্ত তাঁকে একটির বেশি ম্যাচ খেলায়নি কলকাতা।
একমাত্র ম্যাচটিতে ব্যাটিংয়ে ৪ রান করেন লিটন। সবচেয়ে বেশি হতাশ করেছেন উইকেটকিপিংয়ে। দুটি স্টাম্পিং মিস করেন তিনি। এরপর গত দুই ম্যাচ আর একাদশে লিটন সুযোগ পাননি। লিটনের এভাবে বেঞ্চে বসে থাকা ভালো লাগছে না খালেদ মাহমুদ সুজনের।
বিসিবির পরিচালক সুজন আজ মিরপুরে সাংবাদিকদের বলেছেন, ‘কষ্টের জায়গা তো অবশ্যই। লিটন যে মানের খেলোয়াড়.... । হয়তোবা ওর জন্যও চাপের ম্যাচ ছিল, যত বড় খেলোয়াড়ই হোক, আইপিএলে ওর প্রথম ম্যাচ। ওর জন্য চাপের ব্যাপারটা তো ছিলই। তবে আশা করেছিলাম লিটন আরেকটা সুযোগ পাবে। সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরবে।’
এক ম্যাচ খেলিয়েই লিটনকে বাদ দেওয়া নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। লিটন বাংলাদেশের খেলোয়াড় বলেই এমনটা হয়েছে বলে মনে করেন কেউ কেউ। সুজন অবশ্য ব্যাপারটা এভাবে দেখছেন না, ‘এটা (এক ম্যাচ খেলিয়েই বাদ) বাংলাদেশ বলেই কি না, আমি জানি না। টিম কম্বিনেশনের ব্যাপারটা আছে, যে ছেলেটা এখন কিপিং করছে, স্থানীয় একটা ছেলে, এ জন্য কলকাতা বাড়তি একটা বিদেশি খেলোয়াড় নিয়ে খেলতে পারছে। তবে আমি আশা করি লিটন আবার সুযোগ পাবে এবং নিজেকে মেলে ধরতে পারবে। সত্যি কথা বলতে, লিটনকে বসে থাকতে দেখে ভালো লাগছে না।’
বর্নাঢ্য ক্যারিয়ার ছিল ওয়েইন রুনির। ইংল্যান্ডের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারদের একজন মানা হয় তাঁকে। এমন একজন ফুটবলারই কি না পেয়ে বসেছিল মদের নেশা। মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার। এমন অবস্থায় তাঁকে বাঁচিয়েছেন তাঁর স্ত্রী কোলিন।
৫ মিনিট আগেখুব বেশি দিন আগের ঘটনা নয়। এ বছরের জুলাইয়ে মিরপুরে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হারের পর কড়া সমালোচনা করেছিলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা ও সাদা বলের প্রধান কোচ মাইক হেসন। দুই মাস পর এবার বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালের টিকিট কাটল পাকিস্তান।
৩৯ মিনিট আগেবি.লিগ, বাংলাদেশ লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাট চুকিয়ে পেশাদার লিগের নতুন নাম এখন বাংলাদেশ ফুটবল লিগ। প্রস্তাব দেওয়া হয়েছিল আগেই। পরশু লিগ কমিটির এক সভায় চূড়ান্ত করা হয় সেই নাম। নতুন নামের মোড়কে আজ থেকে শুরু হচ্ছে লিগের নতুন মৌসুম।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটা লিটন দাসকে দেখতে হয়েছে ডাগ আউটে বসে। দুবাইয়ে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিকদের একের পর এক আত্মাহুতি দেখে লিটনের মুখটা বেশ ফ্যাকাশে দেখিয়েছে। ওয়াসিম আকরামের মতে লিটন থাকলে ম্যাচের ফল অন্য কিছু হতেও পারত।
২ ঘণ্টা আগে