Ajker Patrika

নিউজিল্যান্ডের রেকর্ড গড়া সংগ্রহে পাকিস্তানের ওপর রানের পাহাড় 

নিউজিল্যান্ডের রেকর্ড গড়া সংগ্রহে পাকিস্তানের ওপর রানের পাহাড় 

ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ রাচিন রবীন্দ্র রাঙাচ্ছেন নিজের মতো করে। ব্যাটিংয়ে নামলেই সেঞ্চুরি যেন তাঁর কাছে হয়ে গেছে ডালভাত। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আজ পাকিস্তানের বিপক্ষে রেকর্ড গড়া সেঞ্চুরি করেছেন রবীন্দ্র। রবীন্দ্রর রেকর্ড গড়ার দিনে সেঞ্চুরি মিসের আক্ষেপ রয়েই গেল কেইন উইলিয়ামসনের। রবীন্দ্র, উইলিয়ামসনের ‘মিশ্র অনুভূতির’ দিনে পাকিস্তানকে ৪০২ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড।

বেঙ্গালুরুতে টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রথমে ব্যাটিং পেয়ে নিউজিল্যান্ডের দুই ওপেনার রবীন্দ্র ও ডেভন কনওয়ে রানের চাকা সচল রেখেছেন। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে নিউজিল্যান্ড করেছে ৬৬ রান। প্রথম পাওয়ারপ্লের পরেই ব্ল্যাকক্যাপসদের উদ্বোধনী জুটি ভেঙে গেছে। ১১ তম ওভারের পঞ্চম বলে হাসান আলিকে পুল করতে যান কনওয়ে। টপ এজ হওয়া বল ক্যাচ ধরেছেন পাকিস্তান উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। ওয়ানডেতে এটা হাসানের শততম উইকেট। ৩৯ বলে ৬ চারে ৩০ রান করেছেন কনওয়ে। উদ্বোধনী জুটিতে ৬৫ বলে ৬৮ রান যোগ করেছেন কনওয়ে ও রবীন্দ্র। 

উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে আসেন কেইন উইলিয়ামসন। টানা চার ম্যাচ মিস করার পর পাকিস্তানের বিপক্ষে আজ অধিনায়ক হয়ে ফিরেছেন উইলিয়ামসন। ওপেনার রবীন্দ্রকে নিয়ে পাকিস্তানের বোলারদের ওপর চড়াও হয়ে খেলেছেন উইলিয়ামসন। ৩৪ তম ওভারের চতুর্থ বলে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে ফাইন লেগে ঠেলে সিঙ্গেল নিয়েছেন রবীন্দ্র। তাতে ওয়ানডে ক্যারিয়ারের তিনটি সেঞ্চুরির তিনটিই এবারের বিশ্বকাপে পেয়ে গেছেন রবীন্দ্র। নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে এক বিশ্বকাপে তিন সেঞ্চুরির কীর্তি গড়েন এই বাঁহাতি ব্যাটার। 

রবীন্দ্রর পর উইলিয়ামসনেরও সেঞ্চুরির সম্ভাবনা ছিল। তবে তা (উইলিয়ামসনের সেঞ্চুরি) আর হয়নি। ৩৫ তম ওভারের দ্বিতীয় বলে ইফতিখারকে তুলে মারতে গিয়ে লং অফে ফখর জামানের তালুবন্দী হয়েছেন উইলিয়ামসন। ৭৯ বলে ১০ চার ও ২ ছক্কায় ৯৫ রান করেছেন উইলিয়ামসন। সেঞ্চুরি পূর্ণ করার পর রবীন্দ্রও ইনিংস বড় করতে পারেননি। ৩৬ তম ওভারের পঞ্চম বলে ওয়াসিমকে পুল করতে গিয়ে স্কয়ার লেগে সৌদ শাকিলের তালুবন্দী হয়েছেন রবীন্দ্র। ৯৪ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১০৮ রান করেছেন রবীন্দ্র। 

উইলিয়ামসন, রবীন্দ্রর দ্রুত বিদায়ে নিউজিল্যান্ডের স্কোর হয়েছে ৩৫.৫ ওভারে ৩ উইকেটে ২৩১ রান। এরপর পাকিস্তানের ওপর চড়াও হয়ে খেলেছে কিউইরা। চতুর্থ উইকেটে ৩২ বলে ৫৭ রানের ঝোড়ো জুটি গড়তে অবদান রেখেছেন ড্যারিল মিচেল ও মার্ক চ্যাপম্যান। মিচেলকে বোল্ড করে এই জুটি ভেঙেছেন হারিস রউফ। ১৮ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৯ রান করেছেন মিচেল। 

মিচেলের বিদায়ে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ৪১.১ ওভারে ৪ উইকেটে ৩১৮ রান। এরপর ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে ২৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন গ্লেন ফিলিপস। শেষের দিকে মিচেল স্যান্টনারের ১৭ বলে ২৬ রানের ছোট ক্যামিওতে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রান করেছে নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৪০১ রান করেছে কিউইরা। সর্বোচ্চ ১০৮ রান করেছেন রবীন্দ্র। পাকিস্তানের বোলারদের মধ্যে সেরা বোলিং করেছেন ওয়াসিম। ১০ ওভারে ৬০ রান খরচ করে নিয়েছেন ৩ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন রউফ, ইফতিখার ও হাসান। আর ৯০ রান খরচ করেও উইকেটশূন্য ছিলেন শাহিন শাহ আফ্রিদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত