Ajker Patrika

এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের দল

নাঈম-সোহান কি এবার ফিরতে পারবেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১২: ১৭
নাঈম শেখ-নুরুল হাসান সোহান ফিরতে পারবেন কিনা জাতীয় দলে, জানা যেতে পারে আগামীকাল। ছবি: ফাইল ছবি
নাঈম শেখ-নুরুল হাসান সোহান ফিরতে পারবেন কিনা জাতীয় দলে, জানা যেতে পারে আগামীকাল। ছবি: ফাইল ছবি

এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের দল ঘোষণা হতে পারে আগামীকাল। এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে প্রাথমিক দলের কয়েকজনকে পাঠানো হয়েছিল অস্ট্রেলিয়ার ডারউইনে, টপ এন্ড টি-টোয়েন্টির বহুজাতিক আসরে ‘এ’ দলের হয়ে খেলতে । পারফরম্যান্স দেখে মূল দলে অন্তর্ভুক্ত করার ভাবনা ছিল নির্বাচকদের । কিন্তু প্রত্যাশা অনুযায়ী কি খেলতে পেরেছেন ‘এ’ দলের দুই আলোচিত ক্রিকেটার নাঈম শেখ ও নুরুল হাসান সোহান?

নাঈমের পাঁচটি ইনিংস হচ্ছে ৫, ২৫, ৫, ২৫ ও ১৯ ; সোহানের ২২, ৫ , ১৪, ৩৫ ও ৩৩ । দল টুর্নামেন্টের পাঁচ ম্যাচে জিতেছে দুটিতে। তবে আলো ছড়িয়েছেন নতুন ওপেনার জিসান আলম । নেপালের বিপক্ষে ৪৬ বলে ৫ ছক্কায় করেছেন ৭৩ রান । নির্বাচকদের নজর কেড়েছে তাঁর ইনিংস। পাশাপাশি দীর্ঘদিন ব্যাটে আলো ছড়াতে না পারা আফিফ হোসেনও ফিরেছেন ছন্দে। তিন ম্যাচে টানা চল্লিশোর্ধ্ব ইনিংস খেলেছেন অপরাজিত থেকে।

এখন প্রশ্ন, নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপে নির্বাচকেরা নতুন কাউকে সুযোগ দেবেন, নাকি মিরাজের ছুটির জায়গায় পুরোনো কারও প্রত্যাবর্তন ঘটবে? সূত্র বলছে , টি-টোয়েন্টি সংস্করণে নির্বাচকেরা এখনো আস্থা রাখতে চাইছেন নাঈম শেখের ওপর। আর সোহানকে ডারউইনে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে রাখা না হলেও নেদারল্যান্ডসের বিপক্ষে তাঁকে ফেরানো হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

জয়পুরহাটে হত্যা মামলায় স্কুলশিক্ষক গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত