আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডটা আগেই করতে পারতেন বাবর আজম। তবে ১০ মে ডাবলিনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারায় আয়ারল্যান্ড। ডাবলিনেই গত রাতে অপেক্ষা ফুরিয়েছে বাবরের। পাকিস্তান অধিনায়ক ছাড়িয়ে গেলেন উগান্ডার এক ক্রিকেটারকে।
টস জিতলেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত টি-টোয়েন্টি ক্রিকেটে এখন বেশ পরিচিত দৃশ্য। ডাবলিনে গত রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নেন বাবর। বৃষ্টির কারণে ৪০ মিনিট দেরিতে শুরু হয় খেলা। প্রথমে ব্যাটিং পেয়ে আইরিশরা নির্ধারিত ২০ ওভারে করেছে ৭ উইকেটে ১৯৩ রান। ১৯ বল হাতে রেখে পাকিস্তান পেয়েছে ৭ উইকেটের জয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৪৫ ম্যাচ জয়ের কীর্তি গড়লেন বাবর। ৪৪ জয় নিয়ে এই তালিকায় দুইয়ে উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা।
পাকিস্তান-আয়ারল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল পাকিস্তান। তবে তৃতীয় উইকেটে মোহাম্মদ রিজওয়ান-ফখর জামানের ৭৮ বলে ১৪০ রানের জুটিতে সফরকারীরা ম্যাচ জয়ের পথে অনেকটা এগিয়ে যায়। ম্যাচ শেসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাবর বলেন, ‘আমি স্বস্তি পেলাম। ব্যাটারদের কৃতিত্ব দিতে হবে। বোলিংয়ের পর আমাদের পরিকল্পনা ছিল ১৮ ওভারের আগে জেতার। শুরুতে দ্রুত কিছু উইকেট হারিয়েছি তবে মোমেন্টাম ধরে রেখেছি।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ জয়ে যৌথভাবে তিনে আসগর আফগান ও এউইন মরগান। আসগর ও মরগানের নেতৃত্বে আফগানিস্তান ও ইংল্যান্ড টি-টোয়েন্টিতে জিতেছে ৪২টি করে ম্যাচ। মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা দুজনের নেতৃত্বেই টি-টোয়েন্টিতে ভারত ৪১টি করে ম্যাচ জিতেছে।
বাবরকে এখন হাতছানি দিচ্ছে অন্যরকম এক ‘ফিফটি’। আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ, ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ—বিশ্বকাপের আগে এই পাঁচ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। যদি পাকিস্তান সব ম্যাচ জেতে, তাহলে অধিনায়ক হিসেবে পঞ্চাশটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি জয়ের রেকর্ড গড়বেন বাবর।
অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ জয়
দল জয়
বাবর আজম পাকিস্তান ৪৫
ব্রায়ান মাসাবা উগান্ডা ৪৪
আসগর আফগান আফগানিস্তান ৪২
এউইন মরগান ইংল্যান্ড ৪২
মহেন্দ্র সিং ধোনি ভারত ৪১
রোহিত শর্মা ভারত ৪১
* ২০২৪ এর ১২ মে পাকিস্তান-আয়ারল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি পর্যন্ত
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডটা আগেই করতে পারতেন বাবর আজম। তবে ১০ মে ডাবলিনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারায় আয়ারল্যান্ড। ডাবলিনেই গত রাতে অপেক্ষা ফুরিয়েছে বাবরের। পাকিস্তান অধিনায়ক ছাড়িয়ে গেলেন উগান্ডার এক ক্রিকেটারকে।
টস জিতলেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত টি-টোয়েন্টি ক্রিকেটে এখন বেশ পরিচিত দৃশ্য। ডাবলিনে গত রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নেন বাবর। বৃষ্টির কারণে ৪০ মিনিট দেরিতে শুরু হয় খেলা। প্রথমে ব্যাটিং পেয়ে আইরিশরা নির্ধারিত ২০ ওভারে করেছে ৭ উইকেটে ১৯৩ রান। ১৯ বল হাতে রেখে পাকিস্তান পেয়েছে ৭ উইকেটের জয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৪৫ ম্যাচ জয়ের কীর্তি গড়লেন বাবর। ৪৪ জয় নিয়ে এই তালিকায় দুইয়ে উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা।
পাকিস্তান-আয়ারল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল পাকিস্তান। তবে তৃতীয় উইকেটে মোহাম্মদ রিজওয়ান-ফখর জামানের ৭৮ বলে ১৪০ রানের জুটিতে সফরকারীরা ম্যাচ জয়ের পথে অনেকটা এগিয়ে যায়। ম্যাচ শেসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাবর বলেন, ‘আমি স্বস্তি পেলাম। ব্যাটারদের কৃতিত্ব দিতে হবে। বোলিংয়ের পর আমাদের পরিকল্পনা ছিল ১৮ ওভারের আগে জেতার। শুরুতে দ্রুত কিছু উইকেট হারিয়েছি তবে মোমেন্টাম ধরে রেখেছি।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ জয়ে যৌথভাবে তিনে আসগর আফগান ও এউইন মরগান। আসগর ও মরগানের নেতৃত্বে আফগানিস্তান ও ইংল্যান্ড টি-টোয়েন্টিতে জিতেছে ৪২টি করে ম্যাচ। মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা দুজনের নেতৃত্বেই টি-টোয়েন্টিতে ভারত ৪১টি করে ম্যাচ জিতেছে।
বাবরকে এখন হাতছানি দিচ্ছে অন্যরকম এক ‘ফিফটি’। আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ, ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ—বিশ্বকাপের আগে এই পাঁচ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। যদি পাকিস্তান সব ম্যাচ জেতে, তাহলে অধিনায়ক হিসেবে পঞ্চাশটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি জয়ের রেকর্ড গড়বেন বাবর।
অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ জয়
দল জয়
বাবর আজম পাকিস্তান ৪৫
ব্রায়ান মাসাবা উগান্ডা ৪৪
আসগর আফগান আফগানিস্তান ৪২
এউইন মরগান ইংল্যান্ড ৪২
মহেন্দ্র সিং ধোনি ভারত ৪১
রোহিত শর্মা ভারত ৪১
* ২০২৪ এর ১২ মে পাকিস্তান-আয়ারল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি পর্যন্ত
বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২৭ মিনিট আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
১ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
২ ঘণ্টা আগেনতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
৩ ঘণ্টা আগে