নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের সবশেষ দুই ম্যাচই শ্রীলঙ্কার বিপক্ষে। পার্থক্য শুধু সংস্করণ আর ভেন্যুতে। দিল্লিতে গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর এবার চট্টগ্রামে টেস্ট খেলেন সাকিব।
সাকিবের ক্যারিয়ারে সবশেষ দুই টেস্টের মাঝে সময়ের ব্যবধান প্রায় ১ বছর। ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেন সাকিব। এত দিন পর এক বছর পর ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফেরাটা হয়নি সাকিবসুলভ। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে করেন ৫১ রান। যার মধ্যে দ্বিতীয় ইনিংসেই করেন ৩৬ রান। লঙ্কানরা যে ১৭ উইকেট হারিয়েছে, তার মধ্যে সাকিব নিয়েছেন ৪ উইকেট। খরচ করেন ১৪৯ রান। তবে নাজমুল হোসেন শান্ত যেন এসব পরিসংখ্যান দিয়ে সাকিবকে বিচার করতে নারাজ। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন শেষে আজ সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেন, ‘তিনি অনেকদিন খেলার পর মনেই হয়নি যে তার বয়স ৩৭ বছর। প্রায় ১ বছর পরে খেলছেন। যতটুকু মনে পড়ে, প্রথম ইনিংসে ৩৭ ওভার বোলিং করেছেন। ৩টা উইকেটও নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংটা যেভাবে করলেন। যতটুকু আশা করেছিলাম, সেটার চেয়ে বেশি পেয়েছি তার কাছ থেকে।’
টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ৬৭ তম ম্যাচ খেলেছেন সাকিব। চট্টগ্রাম টেস্টে যে একাদশ নিয়ে বাংলাদেশ খেলে, সেখানে সাকিবের ম্যাচ সংখ্যাই বেশি। তাঁর (সাকিব) মতো অভিজ্ঞ খেলোয়াড় থাকলে দলের উপকার হয় বলে মনে করেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘টেস্ট ক্রিকেটে এমন অভিজ্ঞ প্লেয়ার থাকলে অবশ্যই অনেক উপকার হয়। মাঠে প্রত্যেক খেলোয়াড়কে ফিডব্যাকও দিয়েছেন। আমাদের অনেক উপকার হয়েছে।’
চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট খেলার আগেই গুঞ্জন চলছিল সাকিবের ফেরার ব্যাপারে। এই ব্যাপারে শান্ত বলেন, ‘সাকিব ভাইয়ের টেস্ট খেলার ব্যাপারে আমরা আগে থেকেই জানতাম যে তিনি দ্বিতীয় টেস্টে খেলবেন। হ্যাঁ, অবশ্যই আগে থেকে জানতে পারলে ভালো হবে দলের জন্য। আমি আশা করব যে আগে থেকেই জানতে পারব। তখন স্পষ্ট পরিকল্পনা থাকে।’
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের সবশেষ দুই ম্যাচই শ্রীলঙ্কার বিপক্ষে। পার্থক্য শুধু সংস্করণ আর ভেন্যুতে। দিল্লিতে গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর এবার চট্টগ্রামে টেস্ট খেলেন সাকিব।
সাকিবের ক্যারিয়ারে সবশেষ দুই টেস্টের মাঝে সময়ের ব্যবধান প্রায় ১ বছর। ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেন সাকিব। এত দিন পর এক বছর পর ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফেরাটা হয়নি সাকিবসুলভ। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে করেন ৫১ রান। যার মধ্যে দ্বিতীয় ইনিংসেই করেন ৩৬ রান। লঙ্কানরা যে ১৭ উইকেট হারিয়েছে, তার মধ্যে সাকিব নিয়েছেন ৪ উইকেট। খরচ করেন ১৪৯ রান। তবে নাজমুল হোসেন শান্ত যেন এসব পরিসংখ্যান দিয়ে সাকিবকে বিচার করতে নারাজ। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন শেষে আজ সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেন, ‘তিনি অনেকদিন খেলার পর মনেই হয়নি যে তার বয়স ৩৭ বছর। প্রায় ১ বছর পরে খেলছেন। যতটুকু মনে পড়ে, প্রথম ইনিংসে ৩৭ ওভার বোলিং করেছেন। ৩টা উইকেটও নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংটা যেভাবে করলেন। যতটুকু আশা করেছিলাম, সেটার চেয়ে বেশি পেয়েছি তার কাছ থেকে।’
টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ৬৭ তম ম্যাচ খেলেছেন সাকিব। চট্টগ্রাম টেস্টে যে একাদশ নিয়ে বাংলাদেশ খেলে, সেখানে সাকিবের ম্যাচ সংখ্যাই বেশি। তাঁর (সাকিব) মতো অভিজ্ঞ খেলোয়াড় থাকলে দলের উপকার হয় বলে মনে করেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘টেস্ট ক্রিকেটে এমন অভিজ্ঞ প্লেয়ার থাকলে অবশ্যই অনেক উপকার হয়। মাঠে প্রত্যেক খেলোয়াড়কে ফিডব্যাকও দিয়েছেন। আমাদের অনেক উপকার হয়েছে।’
চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট খেলার আগেই গুঞ্জন চলছিল সাকিবের ফেরার ব্যাপারে। এই ব্যাপারে শান্ত বলেন, ‘সাকিব ভাইয়ের টেস্ট খেলার ব্যাপারে আমরা আগে থেকেই জানতাম যে তিনি দ্বিতীয় টেস্টে খেলবেন। হ্যাঁ, অবশ্যই আগে থেকে জানতে পারলে ভালো হবে দলের জন্য। আমি আশা করব যে আগে থেকেই জানতে পারব। তখন স্পষ্ট পরিকল্পনা থাকে।’
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৩ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৪ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে