Ajker Patrika

১৭ কোটি টাকা নিয়ে কিছুই করতে পারে না ম্যাক্সওয়েল 

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৬: ১৬
১৭ কোটি টাকা নিয়ে কিছুই করতে পারে না ম্যাক্সওয়েল 

গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে বীরেন্দর শেবাগের সমস্যা বেশ পুরোনো। প্রতি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চড়া দাম পেলেও নিয়মিত জ্বলে উঠতে পারেন না ম্যাক্সওয়েল। 

এ নিয়ে একবার অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যানকে ‘১০ কোটির চিয়ারলিডার’ বলেছিলেন পাঞ্জাব কিংসের সাবেক সতীর্থ বীরেন্দর শেবাগ। এবার ম্যাক্সওয়েলের বেতন নিয়ে খোঁচা দিলেন তিনি।

চলতি আইপিএলের প্লেয়ার্স ড্রাফটে ম্যাক্সওয়েলকে ১৪ কোটি ২৫ লাখ রুপিতে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তা ছাড়া ফ্র্যাঞ্চাইজিটি থেকে ২ মিলিয়ন ডলার বেতন নেন তিনি। তাঁকে নিয়ে ভারতের বিশ্বকাপজয়ী ওপেনার শেবাগ বলেছেন, ‘ওর প্রতিভার কোনো কমতি নেই। কিন্তু ওর উচিত নিজের মস্তিষ্ক প্রয়োগ করে এর সর্বোচ্চ ব্যবহার করা। সে প্রতি বছর ২ মিলিয়ন ডলার নেয়। কিন্তু সে হিসেবে কিছুই করে দেখাতে পারে না।’ 

স্থগিত আইপিএলের বাকি অংশের প্রথম দুই ম্যাচে জ্বলে উঠতে পারেননি ম্যাক্সওয়েল। তবে গত রাতে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ব্যাটে-বলে ঝলক দেখান তিনি। ব্যাট হাতে ৩৭ বলে ৫৬ রানের অসাধারণ এক ইনিংস উপহার দেওয়ার পর বল হাতে পান মূল্যবান দুটি উইকেট। 

শেবাগ অবশ্য ‘ম্যাড ম্যাক্সের’ ব্যাটিংকেই পর্যালোচনা করেছেন, ‘ওর বুদ্ধি ও দক্ষতা আছে। কিন্তু মাঝে মাঝে বুদ্ধি কাজে লাগায় না। তবে আজ (কাল) সে রান করেই ছেড়েছে।’ 

ম্যাক্সওয়েলকে খোঁচালোও তাঁকে নিজের শত্রু ভাবেন না শেবাগ, ‘আমি ওর বিপক্ষে নই। তবে ওর খেলার ধরনের বিপক্ষে। সে একজন ভালো খেলোয়াড়। কিন্তু খেলার পরিস্থিতি অনুযায়ী কখনো কখনো সে নিজেকে প্রয়োগ করে না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত