Ajker Patrika

বাংলাদেশের এমন ঐতিহাসিক জয় দীর্ঘদিন মনে রাখবেন শান্ত

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১৭: ০৬
বাংলাদেশের এমন ঐতিহাসিক জয় দীর্ঘদিন মনে রাখবেন শান্ত

এ যেন ‘এক ঢিলে দুই পাখি’ মারল বাংলাদেশ। নেপিয়ারের ম্যাকলিন পার্কে তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে ধবলধোলাই এড়িয়েছে বাংলাদেশ। একই সঙ্গে নিউজিল্যান্ডের মাঠে কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতে জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। 

নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে বাংলাদেশ খেলে ২০০৭-এর ডিসেম্বর। এরপর ১৬ বছরে বাংলাদেশ তাদের মাঠে তাদের বিপক্ষে সব মিলে ১৮ ওয়ানডে খেলেছিল ঠিকই। তবে কোনোটিতেই জয় পায়নি বাংলাদেশ। যার মধ্যে রয়েছে এবারের নিউজিল্যান্ড সফরের প্রথম দুই ওয়ানডে। সিরিজ খুইয়ে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছিল আরও একটি ধবলধোলাই। সেখানে আজ নেপিয়ারের ম্যাকলিন পার্কে দাপুটে এক জয় পেয়েছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড ৩১.৪ ওভারে ৯৮ রানে অলআউট হয়েছে। রান তাড়া করতে নেমে ১৫.১ ওভারে ১ উইকেটে ৯৯ রান করে ফেলে বাংলাদেশ। ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তানজিম হাসান সাকিব। 

নাজমুল হোসেন শান্ত ওয়ানডেতে অধিনায়কত্বের অভিষেকে জয় পেয়েছেন ষষ্ঠ ম্যাচে এসে। এবার নিউজিল্যান্ড সফরের প্রথম দুই ওয়ানডেতে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। তৃতীয় ওয়ানডেতে আজ ৪২ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। নিজের ফেসবুক পেজে বাংলাদেশ অধিনায়ক লিখেছেন, ‘এই ম্যাচ আমি দীর্ঘদিন মনে রাখব। দলকে ধন্যবাদ ও অভিনন্দন।’ এরপর তিনি বাংলাদেশের পতাকার ছবি দিয়েছেন। 

উইকেট নেওয়ার পর শরীফুল ইসলামের উচ্ছ্বাসবাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হয়েছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডেতে। দুই ইনিংস মিলে ম্যাচ হয়েছে ৪৬.৫ ওভার। ম্যাচ যখন শেষ, নেপিয়ারে তখন দুপুর আর ঢাকায় সকাল। বাংলাদেশের মানুষদের শুভ সকাল জানিয়ে মুশফিকুর রহিম ফেসবুক পেজে লিখেছেন, ‘শুভ সকাল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয়ে বাঘেরা ওয়ানডে সিরিজ শেষ করেছে। আশা করি, সামনে তোমাদের ভালো দিন আসছে।’ মেহেদী হাসান মিরাজ নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘শেষ ম্যাচে বিশাল জয়ে বাঘের গর্জন শোনা গেছে।’ 

নিউজিল্যান্ডের ১০ উইকেটের প্রত্যেকটিই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। ৩টি করে উইকেট নিয়েছেন তানজিম সাকিব, শরীফুল ইসলাম ও সৌম্য সরকার। ১ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। এর মধ্যে লাথামের উইকেট নিয়ে শরীফুল নিউজিল্যান্ডের ইনিংসের ভাঙন ধরানোর সূচনা করেন। বাংলাদেশের বাঁহাতি পেসার ফেসবুকে লিখেছেন, ‘শুভ সকাল বাংলাদেশ’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত