ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারা। বৈঠকে সিদ্ধান্ত কী হয়েছে, সেটি এখনো জানা যায়নি। তবে পাকিস্তানের বিশ্বকাপে খেলার শঙ্কা থাকলেও জানা গেছে, বিশ্বকাপ সূচি পরিবর্তনে রাজি হয়েছে তারা। বিশ্বকাপে পাকিস্তানের দুটি ম্যাচের সূচিতে পরিবর্তন আসছে।
২০২৩ বিশ্বকাপ সূচিতে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি হওয়ার কথা ১৫ অক্টোবর। ম্যাচটি এক দিন এগোচ্ছে। পাল্টাচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে তাদের ম্যাচের সূচিও। ১২ অক্টোবর হওয়ার কথা থাকলেও দুই এশিয়ান মুখোমুখি হবে ১০ অক্টোবর। এর ফলে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতি নিতে বেশ সময় পাবে পাকিস্তান।
অবশ্য পাকিস্তানের সূচি সংস্করণের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আশা করা হচ্ছে, এই সপ্তাহের শেষ দিকে এ ঘোষণা আসতে পারে। পাকিস্তানের বিশ্বকাপ সূচিতে পরিবর্তনের বিষয়টি এক প্রতিবেদনে প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। তারা জানিয়েছে, পিসিবি এই পরিবর্তনে রাজি। সময়সূচিতে পরিবর্তন এলেও ভেন্যু অপরিবর্তিতই থাকছে। ভারতের বিপক্ষে আহমেদাবাদেই খেলবে পাকিস্তান। আর শ্রীলঙ্কার বিপক্ষে তাদের ম্যাচটি হবে হায়দরাবাদে।
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা ও রোমাঞ্চ। তবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই আইসিসি ও এসিসির কোনো ইভেন্ট ছাড়া গত কয়েক বছরে আর দেখা যায়নি। এবার বিশ্বকাপেও পাকিস্তানের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যায়, তবে পিসিবিও হুমকি দিয়েছিল, পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। এই উত্তেজনার মধ্যেই এশিয়া কাপ ও বিশ্বকাপের সূচি চূড়ান্ত হয়েছে। তবে বিশ্বকাপের সূচিতে পরিবর্তন আসার বিষয়টি আগেই ইঙ্গিত দিয়েছিল আইসিসি।
ভারত-পাকিস্তান ম্যাচের সূচি পাল্টাচ্ছে ধর্মীয় কারণে। আগের সূচি অনুযায়ী, এদিন হিন্দুদের ধর্মীয় উৎসব নবরাত্রির প্রথম দিন। স্থানীয় পুলিশ জানিয়েছে, ব্যাপারটি নিয়ে তারা উদ্বিগ্ন। নিরাপত্তাব্যবস্থার কারণে দুই দেশের ম্যাচের সূচি পাল্টাচ্ছে। এ ব্যাপারে আইসিসি কয়েক দিন আগে পিসিবিকে লিখিতভাবে জানিয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডও এই ব্যাপারে রাজি হয়েছে।
তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ জানিয়েছেন, নবরাত্রির কারণে সূচি পরিবর্তিত হয়নি। তিনি জানান, গত সপ্তাহে আইসিসির পূর্ণ সদস্যের বেশ কয়েকটি দেশ অনুরোধ করে, বিশ্বকাপ সূচিতে পরিবর্তন আনার এবং এর ফলে বেশ কয়েকটি ম্যাচে পরিবর্তন আসছে।
ভারত-পাকিস্তান ম্যাচ যদি ১৪ অক্টোবর হয়, তবে তাতেও বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। কারণ, ওই দিন আগে থেকে দুটি ম্যাচ আছে। দিনের প্রথম ম্যাচে চেন্নাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। পরের ম্যাচে দিল্লিতে চ্যাম্পিয়ন ইংল্যান্ডের প্রতিপক্ষ আফগানিস্তান। ধারণা করা হচ্ছে, ভারত-পাকিস্তান ম্যাচ এই দুই ম্যাচে প্রভাব ফেলতে পারে। সেই প্রভাব কাটাতে ম্যাচ দুটি এক দিন আগেই (১৩ অক্টোবর) মাঠে গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশের সূচি পরিবর্তনের বিষয়ে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলছিলেন, ‘সূচিতে কিছু পরিবর্তন আসার কথা শুনছি, তবে আমাদের জন্য তেমন কোনো চ্যালেঞ্জিং হবে না। কারণ, আমরা উপমহাদেশেরই দল।’
বিশ্বকাপ শুরু হতে এখনো দুই মাস বাকি। এমনিতে এবারের টুর্নামেন্টের সূচি ঘোষণাও হয়েছে বেশ দেরিতে। শেষ পর্যন্ত অনেক অপেক্ষার পর আইসিসি ও বিসিসিআই গত জুনে বিশ্বকাপ শুরুর ঠিক ১০০ দিন বাকি থাকার আগে সূচি প্রকাশ করে। অথচ ইংল্যান্ড-ওয়েলসে অনুষ্ঠিত ২০১৯ বিশ্বকাপ ও ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ সূচি প্রকাশ করা হয়েছিল ১২ মাস আগে।
ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদে মুখোমুখি হবে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড। কখন থেকে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে—সেটি এখনো জানায়নি আইসিসি ও বিসিসিআই।
ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারা। বৈঠকে সিদ্ধান্ত কী হয়েছে, সেটি এখনো জানা যায়নি। তবে পাকিস্তানের বিশ্বকাপে খেলার শঙ্কা থাকলেও জানা গেছে, বিশ্বকাপ সূচি পরিবর্তনে রাজি হয়েছে তারা। বিশ্বকাপে পাকিস্তানের দুটি ম্যাচের সূচিতে পরিবর্তন আসছে।
২০২৩ বিশ্বকাপ সূচিতে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি হওয়ার কথা ১৫ অক্টোবর। ম্যাচটি এক দিন এগোচ্ছে। পাল্টাচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে তাদের ম্যাচের সূচিও। ১২ অক্টোবর হওয়ার কথা থাকলেও দুই এশিয়ান মুখোমুখি হবে ১০ অক্টোবর। এর ফলে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতি নিতে বেশ সময় পাবে পাকিস্তান।
অবশ্য পাকিস্তানের সূচি সংস্করণের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আশা করা হচ্ছে, এই সপ্তাহের শেষ দিকে এ ঘোষণা আসতে পারে। পাকিস্তানের বিশ্বকাপ সূচিতে পরিবর্তনের বিষয়টি এক প্রতিবেদনে প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। তারা জানিয়েছে, পিসিবি এই পরিবর্তনে রাজি। সময়সূচিতে পরিবর্তন এলেও ভেন্যু অপরিবর্তিতই থাকছে। ভারতের বিপক্ষে আহমেদাবাদেই খেলবে পাকিস্তান। আর শ্রীলঙ্কার বিপক্ষে তাদের ম্যাচটি হবে হায়দরাবাদে।
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা ও রোমাঞ্চ। তবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই আইসিসি ও এসিসির কোনো ইভেন্ট ছাড়া গত কয়েক বছরে আর দেখা যায়নি। এবার বিশ্বকাপেও পাকিস্তানের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যায়, তবে পিসিবিও হুমকি দিয়েছিল, পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। এই উত্তেজনার মধ্যেই এশিয়া কাপ ও বিশ্বকাপের সূচি চূড়ান্ত হয়েছে। তবে বিশ্বকাপের সূচিতে পরিবর্তন আসার বিষয়টি আগেই ইঙ্গিত দিয়েছিল আইসিসি।
ভারত-পাকিস্তান ম্যাচের সূচি পাল্টাচ্ছে ধর্মীয় কারণে। আগের সূচি অনুযায়ী, এদিন হিন্দুদের ধর্মীয় উৎসব নবরাত্রির প্রথম দিন। স্থানীয় পুলিশ জানিয়েছে, ব্যাপারটি নিয়ে তারা উদ্বিগ্ন। নিরাপত্তাব্যবস্থার কারণে দুই দেশের ম্যাচের সূচি পাল্টাচ্ছে। এ ব্যাপারে আইসিসি কয়েক দিন আগে পিসিবিকে লিখিতভাবে জানিয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডও এই ব্যাপারে রাজি হয়েছে।
তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ জানিয়েছেন, নবরাত্রির কারণে সূচি পরিবর্তিত হয়নি। তিনি জানান, গত সপ্তাহে আইসিসির পূর্ণ সদস্যের বেশ কয়েকটি দেশ অনুরোধ করে, বিশ্বকাপ সূচিতে পরিবর্তন আনার এবং এর ফলে বেশ কয়েকটি ম্যাচে পরিবর্তন আসছে।
ভারত-পাকিস্তান ম্যাচ যদি ১৪ অক্টোবর হয়, তবে তাতেও বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। কারণ, ওই দিন আগে থেকে দুটি ম্যাচ আছে। দিনের প্রথম ম্যাচে চেন্নাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। পরের ম্যাচে দিল্লিতে চ্যাম্পিয়ন ইংল্যান্ডের প্রতিপক্ষ আফগানিস্তান। ধারণা করা হচ্ছে, ভারত-পাকিস্তান ম্যাচ এই দুই ম্যাচে প্রভাব ফেলতে পারে। সেই প্রভাব কাটাতে ম্যাচ দুটি এক দিন আগেই (১৩ অক্টোবর) মাঠে গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশের সূচি পরিবর্তনের বিষয়ে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলছিলেন, ‘সূচিতে কিছু পরিবর্তন আসার কথা শুনছি, তবে আমাদের জন্য তেমন কোনো চ্যালেঞ্জিং হবে না। কারণ, আমরা উপমহাদেশেরই দল।’
বিশ্বকাপ শুরু হতে এখনো দুই মাস বাকি। এমনিতে এবারের টুর্নামেন্টের সূচি ঘোষণাও হয়েছে বেশ দেরিতে। শেষ পর্যন্ত অনেক অপেক্ষার পর আইসিসি ও বিসিসিআই গত জুনে বিশ্বকাপ শুরুর ঠিক ১০০ দিন বাকি থাকার আগে সূচি প্রকাশ করে। অথচ ইংল্যান্ড-ওয়েলসে অনুষ্ঠিত ২০১৯ বিশ্বকাপ ও ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ সূচি প্রকাশ করা হয়েছিল ১২ মাস আগে।
ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদে মুখোমুখি হবে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড। কখন থেকে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে—সেটি এখনো জানায়নি আইসিসি ও বিসিসিআই।
জিয়ানলুইজি দোন্নারুম্মার ওপর গত রাতে কী ভর করেছিল, সেটা তিনিই ভালো জানেন। পিএসজির রক্ষণদুর্গে বারবার হানা দেওয়া আর্সেনালকে গোলই করতে দেননি। যত ভাবেই গোলের চেষ্টা করুক না কেন, দোন্নারুম্মার বীরত্বের কাছে বারবার হার মানতে হয়েছে আর্সেনালকে।
৩২ মিনিট আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় দিনের শেষ বিকেলে এলোমেলো হয়ে পড়েছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা করেছিলেন ‘আত্মহত্যা’। আজ তৃতীয় দিনের সকালে জিম্বাবুয়ের বিপক্ষে সাবলীলভাবে খেলছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে২০০৮-এর ১১ এপ্রিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। এই মাঠে এখন পর্যন্ত এটাই সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। অবশেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অপেক্ষা ফুরোচ্ছে।
২ ঘণ্টা আগেসকাল থেকেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। চারপাশে গুমোট আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে যেমনটা বলা হয়েছিল, তেমনটিই দেখা যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের তৃতীয় দিনের সকালে।
৩ ঘণ্টা আগে