Ajker Patrika

ম্যাচ শুরুর আগে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড

আপডেট : ১০ জুন ২০২২, ১৩: ৫৯
ম্যাচ শুরুর আগে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড

লর্ডস টেস্টে হারের পর আজ ট্রেন্টব্রিজে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। করোনায় আক্রান্ত হয়ে এই টেস্ট থেকে ছিটকে গেছেন দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। ম্যাচের আগে কিউইদের নতুন করে ভাবনায় ফেলেছে উইলিয়ামসনের না থাকা।

নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, কেন উইলিয়ামসন পাঁচ দিনের আইসোলেশনে থাকবেন। তাঁর জায়গায় টম ল্যাথাম দ্বিতীয় টেস্টে অধিনায়কত্ব করবেন। আর উইলিয়ামসনের জায়গায় দলে ঢুকবেন অভিজ্ঞ ওপেনার হামিশ রাদারফোর্ড।

এর আগেও কিউইদের নেতৃত্ব দিয়েছেন ল্যাথাম। উইলিয়ামসন চোটে পড়লে ল্যাথামের নেতৃত্বেই বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। তবে এই টেস্টে উইলিয়ামসনের না থাকাটা দুর্ভাগ্য মনে করছেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড। তিনি বলেছেন, ‘এমন একটি ম্যাচে কেনের না খেলতে পারাটা দুর্ভাগ্যজনক। তার দলে থাকা কতটা গুরুত্বপূর্ণ, আমরা সবাই সেটা অনুভব করছি এবং জানি সে কতটা হতাশ হবে।’ 

ম্যাচের আগের দিন সামান্য উপসর্গ দেখা যায় উইলিয়ামসনের। পরে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে জানা যায় করোনায় আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত