ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ যে আজমতউল্লাহ ওমরজাইয়ের ‘প্রিয়’ প্রতিপক্ষ, সেটা বলে দেবে পরিসংখ্যান। আন্তর্জাতিক ক্রিকেটে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিন বার। দুইবারই বাংলাদেশের বিপক্ষে। সেই ওমরজাই এবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন।
আইসিসি আজ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে ওমরজাইকে ২০২৪ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ঘোষণা করেছে। ২০২৪ সালে ১৪ ওয়ানডেতে ৪১৭ রান করেন তিনি। গড় ও স্ট্রাইকরেট ছিল ৫২.১২ ও ১০৫.৫৬। বিদায়ী বছরে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটি করেছিলেন। গত বছরের নভেম্বরে শারজায় অনুষ্ঠিত বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে তাঁর পারফরম্যান্স ছিল একটু মজারই। প্রথম দুই ম্যাচেই মেরেছিলেন ডাক। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে অলরাউন্ড পারফরম্যান্সে জেতেন ম্যাচসেরার পুরস্কার। ৭৭ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৭০ রান করে অপরাজিত ছিলেন তিনি। ৩৭ রানে ৪ উইকেট পেয়েছিলেন আফগান এই অলরাউন্ডার।
ওয়ানডেতে ২০২৪ সালে বোলিংয়েও দারুণ কার্যকরী ছিলেন ওমরজাই। ১৪ ওয়ানডেতে ৪.৯০ ইকোনমিতে নিয়েছিলেন ১৭ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে গত বছর ১১৫ বলে ১৪৯ রান করে অপরাজিত ছিলেন ওমরজাই। ১৩ চারের পাশাপাশি মেরেছিলেন ৬ ছক্কা। এটা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরি। ওমরজাই ২০২৪-এর বর্ষসেরা ওয়ানডে একাদশেও জায়গা পেয়েছেন।
২০২৪ সালের বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটার হয়েছেন স্মৃতি মান্ধানা। ভারতীয় এই ব্যাটার গত বছর ওয়ানডেতে সর্বোচ্চ রান করেছিলেন। ১৩ ওয়ানডেতে ৪ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে করেছিলেন ৭৪৭ রান। গড় ও স্ট্রাইকরেট ছিল ৫৭.৪৬ ও ৯৫.১৫। ছেলেদের গত বছরের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন জসপ্রীত বুমরা। বিদায়ী বছরে টেস্টে সর্বোচ্চ ৭১ উইকেট নিয়েছিলেন তিনি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ভারতীয় এই পেসার খেলেছিলেন ১৩ ম্যাচ।
আরও পড়ুন:
বাংলাদেশ যে আজমতউল্লাহ ওমরজাইয়ের ‘প্রিয়’ প্রতিপক্ষ, সেটা বলে দেবে পরিসংখ্যান। আন্তর্জাতিক ক্রিকেটে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিন বার। দুইবারই বাংলাদেশের বিপক্ষে। সেই ওমরজাই এবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন।
আইসিসি আজ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে ওমরজাইকে ২০২৪ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ঘোষণা করেছে। ২০২৪ সালে ১৪ ওয়ানডেতে ৪১৭ রান করেন তিনি। গড় ও স্ট্রাইকরেট ছিল ৫২.১২ ও ১০৫.৫৬। বিদায়ী বছরে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটি করেছিলেন। গত বছরের নভেম্বরে শারজায় অনুষ্ঠিত বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে তাঁর পারফরম্যান্স ছিল একটু মজারই। প্রথম দুই ম্যাচেই মেরেছিলেন ডাক। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে অলরাউন্ড পারফরম্যান্সে জেতেন ম্যাচসেরার পুরস্কার। ৭৭ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৭০ রান করে অপরাজিত ছিলেন তিনি। ৩৭ রানে ৪ উইকেট পেয়েছিলেন আফগান এই অলরাউন্ডার।
ওয়ানডেতে ২০২৪ সালে বোলিংয়েও দারুণ কার্যকরী ছিলেন ওমরজাই। ১৪ ওয়ানডেতে ৪.৯০ ইকোনমিতে নিয়েছিলেন ১৭ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে গত বছর ১১৫ বলে ১৪৯ রান করে অপরাজিত ছিলেন ওমরজাই। ১৩ চারের পাশাপাশি মেরেছিলেন ৬ ছক্কা। এটা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরি। ওমরজাই ২০২৪-এর বর্ষসেরা ওয়ানডে একাদশেও জায়গা পেয়েছেন।
২০২৪ সালের বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটার হয়েছেন স্মৃতি মান্ধানা। ভারতীয় এই ব্যাটার গত বছর ওয়ানডেতে সর্বোচ্চ রান করেছিলেন। ১৩ ওয়ানডেতে ৪ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে করেছিলেন ৭৪৭ রান। গড় ও স্ট্রাইকরেট ছিল ৫৭.৪৬ ও ৯৫.১৫। ছেলেদের গত বছরের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন জসপ্রীত বুমরা। বিদায়ী বছরে টেস্টে সর্বোচ্চ ৭১ উইকেট নিয়েছিলেন তিনি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ভারতীয় এই পেসার খেলেছিলেন ১৩ ম্যাচ।
আরও পড়ুন:
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৭ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৮ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
১০ ঘণ্টা আগে