নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে জটিলতা কমাতে তিনটি প্রস্তাব নিয়ে ক্রীড়া উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করার উদ্যোগ নিয়েছেন বিএনপিপন্থী ক্লাব সংগঠকদের একাংশ।
গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেওয়া তামিম ইকবালের প্যানেলের দুই প্রার্থী আজ বিকেলে বিসিবি ভবনে গিয়ে এই প্রস্তাব দেন। তাঁরা হলেন ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু এবং বিএনপি নেতা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস।
তাঁদের প্রস্তাব— বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আরও কিছুদিন বাড়ানো, প্রয়োজনে অ্যাডহক কমিটি গঠন এবং নির্বাচন পিছিয়ে নতুন সূচি নির্ধারণ। সংবাদমাধ্যমে রফিকুল ইসলাম বাবু বলেন, ‘নির্বাচন ঘিরে ছোট-বড় নানা জটিলতা তৈরি হয়েছে। সিডিউল পরিবর্তন, জেলা-বিভাগের কাউন্সিলর বাতিল, ১৫টি ক্লাবের কাউন্সিলর বাদ দেওয়া—এ সব ঘটনা ক্রিকেটের ক্ষতি করবে। আমরা চাই এই সংকটের অবসান হোক, সুন্দর নির্বাচন হোক।’
তাঁর দাবি, ক্লাবগুলো টিকে থাকলেও তাদের কাউন্সিলর বাতিল করা হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। তাঁর ভাষায় ‘কেউ যদি বলে ক্লাব আছে, লিগে খেলবে কিন্তু কাউন্সিলর থাকবে না— এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই এসব নিয়ে আদালতে রিট হয়েছে।,
বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠলেও রফিকুল এবার তাঁকেই সমাধানের পথ হিসেবে দেখছেন, ‘উনি এখন শুধু ক্রিকেট নয়, দেশের সব খেলাধুলার অভিভাবক। আমরা উনার কাছেই সমস্যার সমাধান খুঁজি।’
তামিম ইকবাল এই প্রস্তাবনায় আছেন কি না এ প্রশ্নে রফিকুল বলেন, ‘কাউকে বাদ বা যুক্ত করছি না। আমরা সবার পক্ষ থেকেই বলছি। দেশের স্বার্থে সবাই একমত হলে সমাধান আসবে।’
দিনভর বিসিবি ভবনে প্রার্থীদের ভিড় ছিল না, তবে বাইরে ছিল বাড়তি পুলিশি উপস্থিতি। গুঞ্জন ছিল, মনোনয়নপত্র প্রত্যাহারকারীদের কেউ মানববন্ধন করতে পারেন; যদিও পরে সেটি হয়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে জটিলতা কমাতে তিনটি প্রস্তাব নিয়ে ক্রীড়া উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করার উদ্যোগ নিয়েছেন বিএনপিপন্থী ক্লাব সংগঠকদের একাংশ।
গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেওয়া তামিম ইকবালের প্যানেলের দুই প্রার্থী আজ বিকেলে বিসিবি ভবনে গিয়ে এই প্রস্তাব দেন। তাঁরা হলেন ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু এবং বিএনপি নেতা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস।
তাঁদের প্রস্তাব— বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আরও কিছুদিন বাড়ানো, প্রয়োজনে অ্যাডহক কমিটি গঠন এবং নির্বাচন পিছিয়ে নতুন সূচি নির্ধারণ। সংবাদমাধ্যমে রফিকুল ইসলাম বাবু বলেন, ‘নির্বাচন ঘিরে ছোট-বড় নানা জটিলতা তৈরি হয়েছে। সিডিউল পরিবর্তন, জেলা-বিভাগের কাউন্সিলর বাতিল, ১৫টি ক্লাবের কাউন্সিলর বাদ দেওয়া—এ সব ঘটনা ক্রিকেটের ক্ষতি করবে। আমরা চাই এই সংকটের অবসান হোক, সুন্দর নির্বাচন হোক।’
তাঁর দাবি, ক্লাবগুলো টিকে থাকলেও তাদের কাউন্সিলর বাতিল করা হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। তাঁর ভাষায় ‘কেউ যদি বলে ক্লাব আছে, লিগে খেলবে কিন্তু কাউন্সিলর থাকবে না— এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই এসব নিয়ে আদালতে রিট হয়েছে।,
বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠলেও রফিকুল এবার তাঁকেই সমাধানের পথ হিসেবে দেখছেন, ‘উনি এখন শুধু ক্রিকেট নয়, দেশের সব খেলাধুলার অভিভাবক। আমরা উনার কাছেই সমস্যার সমাধান খুঁজি।’
তামিম ইকবাল এই প্রস্তাবনায় আছেন কি না এ প্রশ্নে রফিকুল বলেন, ‘কাউকে বাদ বা যুক্ত করছি না। আমরা সবার পক্ষ থেকেই বলছি। দেশের স্বার্থে সবাই একমত হলে সমাধান আসবে।’
দিনভর বিসিবি ভবনে প্রার্থীদের ভিড় ছিল না, তবে বাইরে ছিল বাড়তি পুলিশি উপস্থিতি। গুঞ্জন ছিল, মনোনয়নপত্র প্রত্যাহারকারীদের কেউ মানববন্ধন করতে পারেন; যদিও পরে সেটি হয়নি।
আবুধাবিতে কাল দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে দুটি চ্যালেঞ্জ নিয়ে নামবে। প্রথমটি হলো সিরিজে সমতা আনা, দ্বিতীয়টি বিশ্বকাপের সরাসরি খেলার দৌড়ে টিকে থাকা। সিরিজে আফগানিস্তানকে ধবলধোলাই করতে পারলে ৫ রেটিং পয়েন্ট বাড়ত বাংলাদেশের।
৮ ঘণ্টা আগেইংল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিং করেও হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশ নারী দলকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারল না নিগার সুলতানা জ্যোতিরা। নারী বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ব্ল্যাক ক্যাপদের কাছে ১০০ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
৮ ঘণ্টা আগেইংলিশ প্রিমিয়ার লিগে সেপ্টেম্বর মাসে ৩ ম্যাচ খেলে একটিতেও হারেনি ম্যানচেস্টার সিটি। দুই জয়ের বিপরীতে একটিতে ড্র করেছে জায়ান্টরা। তাদের এমন ফলাফলের রূপকার আর্লিং হালান্ড। সেটারই পুরস্কার পেলেন এই স্ট্রাইকার।
৮ ঘণ্টা আগেএলিমিনেটরে ঢাকার কাছে হারতে বসা রংপুরের ত্রাতা ছিলেন আকবর আলী। ঝড়ো ইনিংস খেলে দলকে কোয়ালিফায়ারে তোলেন এই উইকেটরক্ষক ব্যাটার। ফাইনালে উঠার মিশনেও নায়ক বনে গেলেন আকবর। তার ব্যাটে চড়ে চট্টগ্রামকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসেব জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ফাইনালে পা রেখেছে রংপুর।
৯ ঘণ্টা আগে