লাইছ ত্বোহা, ঢাকা
দুই দেশের রেষারেষির গল্পে যেন কিছুতেই যতি চিহ্ন পড়ার নয়! চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হওয়ার পর গত কয়েক মাসে কম তর্কযুদ্ধ হয়নি দুই দেশে। শেষ পর্যন্ত ভারতীয় দল পাকিস্তানে খেলতেই যায়নি। ‘হাইব্রিড মডেলে’র সূত্র ধরে উল্টো ভারতের বিপক্ষে খেলতে দুবাইয়ে আসতে হয়েছে বাবর-রিজওয়ানদের। সংযুক্ত আরব আমিরাতে উত্তেজনা ছড়ানোর সব রসদ নিয়েই চ্যাম্পিয়নস ট্রফিতে আজ দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের।
মরুতে ভারত-পাকিস্তানের দ্বৈরথ নতুন কিছু নয়। আশি-নব্বইয়ের দশকে শারজার সেই ক্রিকেট-রোমাঞ্চ এখনো অনেক দর্শককে নস্টালজিয়ায় ভোগায়। এখন অবশ্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে মাঠের লড়াই মাঠেই রেখে ফেরেন ক্রিকেটাররা। কিন্তু লড়াইটা যখন ভারত-পাকিস্তানের, মাঠের লড়াই আর মাঠে থাকে না, সেটি পৌঁছে যায় দুই দেশের সীমান্তেও। বারুদের গন্ধ যেন ফিরে আসে বাইশ গজেও!
আজ ভারত যেমন গত চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে হারের বদলা নিতে চাইবে। স্বাগতিক পাকিস্তানও চাইবে টুর্নামেন্টে টিকে থাকতে যেভাবেই হোক ম্যাচটা জিততে। নিজেদের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে অসহায় আত্মসমর্পণ করে পাকিস্তান। বিপরীতে ভারত বাংলাদেশকে হারিয়ে শুরু করেছে তাদের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান। সেমিফাইনালের আশা বাঁচাতে হলে বাবর-রিজওয়ানদের জয় ছাড়া কোনো বিকল্প নেই। বলার অপেক্ষা রাখে না, দেয়ালে পিঠ ঠেকে যাওয়া পাকিস্তান তাই ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে লড়বে। দুই দলের জন্য এটি আবার মর্যাদার লড়াই। এত বিতর্কের পর পাকিস্তানও নিশ্চয়ই চাইবে মোক্ষম একটা জবাব দিতে ভারতকে।
ভারতের বিপক্ষে ওয়ানডে সংস্করণে পাকিস্তান সবশেষ ম্যাচ জিতেছে ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। বিশ্বকাপ ও এশিয়া কাপ মিলিয়ে এরপর মুখোমুখি হয়েছে পাঁচবার—সব ম্যাচে হেরেছে পাকিস্তান। নিজেদের এই ছন্দ অক্ষুণ্ন রেখে রোহিত-বিরাট কোহলিরা সেমির পথটাই মসৃণ করে ফেলতে চাইবেন।
কিন্তু রোমাঞ্চ, আবেগ ও ইতিহাসের দোলাচলে টইটম্বুর ভারত-পাকিস্তান দ্বৈরথে স্নায়ুর লড়াইয়েও উতরাতে হয়। ভারতীয় ওপেনার শুবমান গিলের মতে তাই ম্যাচটি সহজ হবে না। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেওয়া ভারতীয় সহ-অধিনায়ক বললেন, ‘ভারত-পাকিস্তান মানেই বড় একটা ম্যাচ। ফাইনাল হলে তো আরও বড়। আমরা ভালো খেলছি। তার মানে পাকিস্তানকে ছোট করে দেখার কোনো কারণ নেই। এই লড়াইয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে। লাখ লাখ মানুষ খেলা দেখেন।’
সব মিলিয়ে দুই দলের মুখোমুখি ১৩৫ ওয়ানডেতে এগিয়ে পাকিস্তান। তারা জিতেছে ৭৩ ম্যাচ, ভারত জিতেছে ৫৭ ওয়ানডেতে, পরিত্যক্ত ৫ ম্যাচ। সঙ্গে তাদের অনুপ্রেরণা জোগাতে পারে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচ। ২০১৭ সালে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল পাকিস্তান। এমন সমৃদ্ধ পরিসংখ্যান নিয়েও পাকিস্তান দলে আছে দুশ্চিন্তা। প্রথম ম্যাচে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ছন্দে থাকা ওপেনার ফখর জামান। এই বাঁহাতি ব্যাটারের সেঞ্চুরিতেই গতবার ভারতকে ফাইনালে উড়িয়ে দিয়েছিল পাকিস্তান।
স্বাভাবিকভাবেই পাকিস্তানের একাদশে পরিবর্তন আসবে। ফখরের জায়গায় দেখা যেতে পারে উসমান খান বা তাঁর জায়গায় ডাক পাওয়া ইমাম-উল হকের। ভারত হয়তো জেতা ম্যাচের কম্বিনেশনই ভাঙবে না। গুরুত্বপূর্ণ ম্যাচে মাইলফলকের অপেক্ষাও আছে কয়েকটি। ওয়ানডেতে তৃতীয় ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রান ছুঁতে ১৫ রান দূরে কোহলি। এ মুহূর্তে দলের চিন্তাও বাড়াচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটার। শেষ ছয় ওয়ানডেতে শুধু এক ফিফটি।
ছন্দ হারানো কোহলি ও অধিনায়ক রোহিতই হতে পারেন শাহিন শাহ আফ্রিদিদের বড় চ্যালেঞ্জ। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ওয়ানডেতে রোহিতের গড় ৫১.৩৫, কোহলির ৫২.১৫। স্বস্তিতে নেই পাকিস্তানও। দলের গুরুত্বপূর্ণ ব্যাটার বাবর শেষ চার ইনিংসে এক ফিফটি। চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে উইকেটশূন্য শাহিন শেষ পাঁচ ওয়ানডেতে দেদার রান বিলিয়েছেন।
পাকিস্তানের প্রধান কোচ আকিব জাভেদ অবশ্য এসব নিয়ে ভাবছেনই না, পেছনের ব্যর্থতা মুছে ফেলার সুযোগ হিসেবে দেখছেন আজকের ভারত ম্যাচকে ‘এটাই তোমরা লেখো। আমাদের ময়লা ধুয়ে ফেলতে হবে। ক্রিকেটারদের এটি পেশা। তোমরা তোমাদের কাজ করো, কখনো সিরিজ হারতেও পারো। এখানে চাপ কিসের? প্রতিটি ম্যাচ আলাদা। ভারত-পাকিস্তানের ম্যাচের সৌন্দর্য ১০ বার জিতলেও বা ৬ বার হারলেও বদলায় না।’
দুই দেশের রেষারেষির গল্পে যেন কিছুতেই যতি চিহ্ন পড়ার নয়! চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হওয়ার পর গত কয়েক মাসে কম তর্কযুদ্ধ হয়নি দুই দেশে। শেষ পর্যন্ত ভারতীয় দল পাকিস্তানে খেলতেই যায়নি। ‘হাইব্রিড মডেলে’র সূত্র ধরে উল্টো ভারতের বিপক্ষে খেলতে দুবাইয়ে আসতে হয়েছে বাবর-রিজওয়ানদের। সংযুক্ত আরব আমিরাতে উত্তেজনা ছড়ানোর সব রসদ নিয়েই চ্যাম্পিয়নস ট্রফিতে আজ দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের।
মরুতে ভারত-পাকিস্তানের দ্বৈরথ নতুন কিছু নয়। আশি-নব্বইয়ের দশকে শারজার সেই ক্রিকেট-রোমাঞ্চ এখনো অনেক দর্শককে নস্টালজিয়ায় ভোগায়। এখন অবশ্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে মাঠের লড়াই মাঠেই রেখে ফেরেন ক্রিকেটাররা। কিন্তু লড়াইটা যখন ভারত-পাকিস্তানের, মাঠের লড়াই আর মাঠে থাকে না, সেটি পৌঁছে যায় দুই দেশের সীমান্তেও। বারুদের গন্ধ যেন ফিরে আসে বাইশ গজেও!
আজ ভারত যেমন গত চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে হারের বদলা নিতে চাইবে। স্বাগতিক পাকিস্তানও চাইবে টুর্নামেন্টে টিকে থাকতে যেভাবেই হোক ম্যাচটা জিততে। নিজেদের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে অসহায় আত্মসমর্পণ করে পাকিস্তান। বিপরীতে ভারত বাংলাদেশকে হারিয়ে শুরু করেছে তাদের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান। সেমিফাইনালের আশা বাঁচাতে হলে বাবর-রিজওয়ানদের জয় ছাড়া কোনো বিকল্প নেই। বলার অপেক্ষা রাখে না, দেয়ালে পিঠ ঠেকে যাওয়া পাকিস্তান তাই ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে লড়বে। দুই দলের জন্য এটি আবার মর্যাদার লড়াই। এত বিতর্কের পর পাকিস্তানও নিশ্চয়ই চাইবে মোক্ষম একটা জবাব দিতে ভারতকে।
ভারতের বিপক্ষে ওয়ানডে সংস্করণে পাকিস্তান সবশেষ ম্যাচ জিতেছে ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। বিশ্বকাপ ও এশিয়া কাপ মিলিয়ে এরপর মুখোমুখি হয়েছে পাঁচবার—সব ম্যাচে হেরেছে পাকিস্তান। নিজেদের এই ছন্দ অক্ষুণ্ন রেখে রোহিত-বিরাট কোহলিরা সেমির পথটাই মসৃণ করে ফেলতে চাইবেন।
কিন্তু রোমাঞ্চ, আবেগ ও ইতিহাসের দোলাচলে টইটম্বুর ভারত-পাকিস্তান দ্বৈরথে স্নায়ুর লড়াইয়েও উতরাতে হয়। ভারতীয় ওপেনার শুবমান গিলের মতে তাই ম্যাচটি সহজ হবে না। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেওয়া ভারতীয় সহ-অধিনায়ক বললেন, ‘ভারত-পাকিস্তান মানেই বড় একটা ম্যাচ। ফাইনাল হলে তো আরও বড়। আমরা ভালো খেলছি। তার মানে পাকিস্তানকে ছোট করে দেখার কোনো কারণ নেই। এই লড়াইয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে। লাখ লাখ মানুষ খেলা দেখেন।’
সব মিলিয়ে দুই দলের মুখোমুখি ১৩৫ ওয়ানডেতে এগিয়ে পাকিস্তান। তারা জিতেছে ৭৩ ম্যাচ, ভারত জিতেছে ৫৭ ওয়ানডেতে, পরিত্যক্ত ৫ ম্যাচ। সঙ্গে তাদের অনুপ্রেরণা জোগাতে পারে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচ। ২০১৭ সালে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল পাকিস্তান। এমন সমৃদ্ধ পরিসংখ্যান নিয়েও পাকিস্তান দলে আছে দুশ্চিন্তা। প্রথম ম্যাচে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ছন্দে থাকা ওপেনার ফখর জামান। এই বাঁহাতি ব্যাটারের সেঞ্চুরিতেই গতবার ভারতকে ফাইনালে উড়িয়ে দিয়েছিল পাকিস্তান।
স্বাভাবিকভাবেই পাকিস্তানের একাদশে পরিবর্তন আসবে। ফখরের জায়গায় দেখা যেতে পারে উসমান খান বা তাঁর জায়গায় ডাক পাওয়া ইমাম-উল হকের। ভারত হয়তো জেতা ম্যাচের কম্বিনেশনই ভাঙবে না। গুরুত্বপূর্ণ ম্যাচে মাইলফলকের অপেক্ষাও আছে কয়েকটি। ওয়ানডেতে তৃতীয় ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রান ছুঁতে ১৫ রান দূরে কোহলি। এ মুহূর্তে দলের চিন্তাও বাড়াচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটার। শেষ ছয় ওয়ানডেতে শুধু এক ফিফটি।
ছন্দ হারানো কোহলি ও অধিনায়ক রোহিতই হতে পারেন শাহিন শাহ আফ্রিদিদের বড় চ্যালেঞ্জ। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ওয়ানডেতে রোহিতের গড় ৫১.৩৫, কোহলির ৫২.১৫। স্বস্তিতে নেই পাকিস্তানও। দলের গুরুত্বপূর্ণ ব্যাটার বাবর শেষ চার ইনিংসে এক ফিফটি। চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে উইকেটশূন্য শাহিন শেষ পাঁচ ওয়ানডেতে দেদার রান বিলিয়েছেন।
পাকিস্তানের প্রধান কোচ আকিব জাভেদ অবশ্য এসব নিয়ে ভাবছেনই না, পেছনের ব্যর্থতা মুছে ফেলার সুযোগ হিসেবে দেখছেন আজকের ভারত ম্যাচকে ‘এটাই তোমরা লেখো। আমাদের ময়লা ধুয়ে ফেলতে হবে। ক্রিকেটারদের এটি পেশা। তোমরা তোমাদের কাজ করো, কখনো সিরিজ হারতেও পারো। এখানে চাপ কিসের? প্রতিটি ম্যাচ আলাদা। ভারত-পাকিস্তানের ম্যাচের সৌন্দর্য ১০ বার জিতলেও বা ৬ বার হারলেও বদলায় না।’
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
১৯ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে