সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে যেন বিপাকে পড়লেন নাজাম শেঠি। সদ্য নিয়োগপ্রাপ্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানকে নিয়ে ট্রল করছেন ভক্ত-সমর্থকেরা।
গতকাল রাতে নিজের টুইটার অ্যাকাউন্টে একটা পোস্ট দিয়েছিলেন শেঠি। সেখানে পিসিবি চেয়ারম্যান হিসেবে শেঠি নিজের সঙ্গে এহসান মানি ও রমিজ রাজার তুলনামূলক ছবি দিয়েছেন। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টিতে পাকিস্তানের র্যাংকিং, আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের অর্জন, গ্রাউন্ড স্টাফদের চাকরি, কেন্দ্রীয় চুক্তি, পিচের অবস্থা, পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্রিকেটারদের পারফরম্যান্স, নতুন ক্রিকেটার, অধিনায়ক—এসব ছিল তুলনার বিষয়বস্তু।
তিন পিসিবি চেয়ারম্যানের অর্জনের তুলনা নিয়ে পোস্ট করার পরেই অনেকেই মজা করেছেন শেঠিকে নিয়ে। শেখ হামজা সোহেল নামের একজন টুইট করেন, ‘আপনার বয়স কত?’ অমর নামের আরেকজন টুইট করেন, ‘একবার কল্পনা করুন সৌরভ গাঙ্গুলী এবং রজার বিনি এমন মজা করছেন। পাকিস্তান সত্যিই একটা কৌতুক।’ চৈতন্য নামের এক ভক্ত টুইট করেন, ‘ভদ্রলোক তাঁর সিভি নিয়ে এসেছেন।’
গত ২২ ডিসেম্বর পিসিবির চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হয় রমিজকে। এরপরই পিসিবি প্রধানের পদে বসেন শেঠি। পুরোনো নির্বাচক কমিটি ভেঙে দিয়েছেন। শহীদ আফ্রিদিকে প্রধান করে সাবেক ক্রিকেটার আবদুল রাজ্জাক ও রাও ইফতিখার আনজুমকে নিয়ে বানিয়েছেন তিন সদস্যের নতুন নির্বাচক কমিটি।
সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে যেন বিপাকে পড়লেন নাজাম শেঠি। সদ্য নিয়োগপ্রাপ্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানকে নিয়ে ট্রল করছেন ভক্ত-সমর্থকেরা।
গতকাল রাতে নিজের টুইটার অ্যাকাউন্টে একটা পোস্ট দিয়েছিলেন শেঠি। সেখানে পিসিবি চেয়ারম্যান হিসেবে শেঠি নিজের সঙ্গে এহসান মানি ও রমিজ রাজার তুলনামূলক ছবি দিয়েছেন। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টিতে পাকিস্তানের র্যাংকিং, আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের অর্জন, গ্রাউন্ড স্টাফদের চাকরি, কেন্দ্রীয় চুক্তি, পিচের অবস্থা, পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্রিকেটারদের পারফরম্যান্স, নতুন ক্রিকেটার, অধিনায়ক—এসব ছিল তুলনার বিষয়বস্তু।
তিন পিসিবি চেয়ারম্যানের অর্জনের তুলনা নিয়ে পোস্ট করার পরেই অনেকেই মজা করেছেন শেঠিকে নিয়ে। শেখ হামজা সোহেল নামের একজন টুইট করেন, ‘আপনার বয়স কত?’ অমর নামের আরেকজন টুইট করেন, ‘একবার কল্পনা করুন সৌরভ গাঙ্গুলী এবং রজার বিনি এমন মজা করছেন। পাকিস্তান সত্যিই একটা কৌতুক।’ চৈতন্য নামের এক ভক্ত টুইট করেন, ‘ভদ্রলোক তাঁর সিভি নিয়ে এসেছেন।’
গত ২২ ডিসেম্বর পিসিবির চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হয় রমিজকে। এরপরই পিসিবি প্রধানের পদে বসেন শেঠি। পুরোনো নির্বাচক কমিটি ভেঙে দিয়েছেন। শহীদ আফ্রিদিকে প্রধান করে সাবেক ক্রিকেটার আবদুল রাজ্জাক ও রাও ইফতিখার আনজুমকে নিয়ে বানিয়েছেন তিন সদস্যের নতুন নির্বাচক কমিটি।
দুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
৩ মিনিট আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১০ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১১ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১২ ঘণ্টা আগে