আমিষসমৃদ্ধ বা মাংসযুক্ত চাল উদ্ভাবন করেছেন দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা। তাঁদের দাবি, ল্যাব কালচারড এই হাইব্রিড চাল জলবায়ুর পরিবর্তন না ঘটিয়েই মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা মেটানোর সক্ষমতা রাখে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গোলাপি রঙের এই চালের প্রস্তুত-সংক্রান্ত যাবতীয় কাজ হয়েছে ল্যাবরেটরিতে। সেখানেই বিশেষ বৈজ্ঞানিক প্রক্রিয়ায় চালের ভেতর গরুর পেশির মাংস ও চর্বির কোষ উৎপন্ন করে এটাকে প্রোটিনসমৃদ্ধ করা হয়েছে।
১৫ ফেব্রুয়ারি এই বিষয়ক গবেষণা প্রবন্ধটি প্রকাশ করা হয়েছে। সেই প্রবন্ধের সহলেখক ও ‘বিফ রাইস’ উদ্ভাবনের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানী দলের সদস্য সোহেয়ন পার্ক বলেন, ‘চাল এমনিতেই একটি উচ্চমাত্রার পুষ্টিকর খাবার। গরুর মাংসের কোষ প্রবেশ করিয়ে এই বিশেষ চালটিকে আরও সমৃদ্ধ করা হয়েছে। ভবিষ্যতে হয়তো এমন সময় আসবে, যখন এই চাল থেকেই মানুষ তার অধিকাংশ পুষ্টি উপাদান পাবে।’
দক্ষিণ কোরিয়ার ইয়োনজেই বিশ্ববিদ্যালয়ের বায়োমলিকুলার ইঞ্জিনিয়ার সোহেয়ন পার্ক আরও বলেন, পরিবেশবান্ধব এই চাল যদি বাণিজ্যিকভাবে চাষ হয়, তাহলে একদিকে যেমন এটা মাংসের টেকসই বিকল্প হবে, তেমনি অন্যদিকে কার্বন নিঃসরণ হ্রাসেও কার্যকর ভূমিকা রাখবে।
সাধারণ চালের তুলনায় নতুন এই ‘মিটি রাইসে’ প্রোটিনের পরিমাণ ৮ শতাংশ এবং ফ্যাটের পরিমাণ ৭ শতাংশ বেশি। গরুর মাংসের কোষগুলো যেন চালের সঙ্গে মিশে থাকতে পারে, সে জন্য ব্যবহার করা হয়েছে মাছের জেলটিনের প্রলেপ।
সোহেয়ন পার্ক জানান, প্রতি ১০০ গ্রাম মিটি রাইসের উৎপাদন বাতাসে ৬ দশমিক ২৭ কেজি কার্বন ডাই-অক্সাইড যোগ করে। আর প্রতি ১০০ গ্রাম গরুর মাংসের উৎপাদন বাতাসে কার্বন ডাই-অক্সাইড যোগ করে এর থেকে আট গুণ বেশি।
যেভাবে তৈরি করা হয়েছে এই চাল
গবেষণার জন্য বিজ্ঞানীরা চালের ওপর খাদ্যজাতীয় মাছের জেলটিন এবং ফুড এনজাইম দিয়ে প্রলেপ দেন, যাতে কোষগুলো বৃদ্ধি পায়। তারপর তাঁরা চালে গরুর পেশি এবং চর্বিযুক্ত স্টেম সেল দিয়ে প্রায় ১১ দিন একটি পেট্রি ডিশে রাখেন। ল্যাব কালচারের পর গবেষক দল চালের গঠন এবং পুষ্টি উপাদান পরীক্ষা করেন। তাঁরা দেখতে পান, হাইব্রিড বিফ রাইস সাধারণ চালের চেয়ে শক্ত এবং আরও ভঙ্গুর।
তাঁরা আরও দেখেন, এই নতুন চালে সাধারণ চালের চেয়ে ৮ শতাংশ বেশি প্রোটিন এবং ৭ শতাংশ বেশি চর্বি রয়েছে। গবেষকেরা বলেছেন, ল্যাব কালচারে কিছু পরিবর্তন ‘মাংসযুক্ত চালের’ পুষ্টি আরও বাড়াতে পারে এবং এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী হবে।
মিসেস পার্ক বলেন, ‘আমি আশা করিনি যে ধানে কোষগুলো এত ভালোভাবে বৃদ্ধি পাবে। এখন আমি এই শস্যভিত্তিক হাইব্রিড খাবারের সম্ভাবনাময় একটি বিশ্ব দেখতে পাচ্ছি। এটি একদিন দুর্ভিক্ষ রোধ, সামরিক রেশন বা এমনকি মহাকাশের খাবারের জন্য কাজে দিতে পারে।’
আমিষসমৃদ্ধ বা মাংসযুক্ত চাল উদ্ভাবন করেছেন দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা। তাঁদের দাবি, ল্যাব কালচারড এই হাইব্রিড চাল জলবায়ুর পরিবর্তন না ঘটিয়েই মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা মেটানোর সক্ষমতা রাখে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গোলাপি রঙের এই চালের প্রস্তুত-সংক্রান্ত যাবতীয় কাজ হয়েছে ল্যাবরেটরিতে। সেখানেই বিশেষ বৈজ্ঞানিক প্রক্রিয়ায় চালের ভেতর গরুর পেশির মাংস ও চর্বির কোষ উৎপন্ন করে এটাকে প্রোটিনসমৃদ্ধ করা হয়েছে।
১৫ ফেব্রুয়ারি এই বিষয়ক গবেষণা প্রবন্ধটি প্রকাশ করা হয়েছে। সেই প্রবন্ধের সহলেখক ও ‘বিফ রাইস’ উদ্ভাবনের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানী দলের সদস্য সোহেয়ন পার্ক বলেন, ‘চাল এমনিতেই একটি উচ্চমাত্রার পুষ্টিকর খাবার। গরুর মাংসের কোষ প্রবেশ করিয়ে এই বিশেষ চালটিকে আরও সমৃদ্ধ করা হয়েছে। ভবিষ্যতে হয়তো এমন সময় আসবে, যখন এই চাল থেকেই মানুষ তার অধিকাংশ পুষ্টি উপাদান পাবে।’
দক্ষিণ কোরিয়ার ইয়োনজেই বিশ্ববিদ্যালয়ের বায়োমলিকুলার ইঞ্জিনিয়ার সোহেয়ন পার্ক আরও বলেন, পরিবেশবান্ধব এই চাল যদি বাণিজ্যিকভাবে চাষ হয়, তাহলে একদিকে যেমন এটা মাংসের টেকসই বিকল্প হবে, তেমনি অন্যদিকে কার্বন নিঃসরণ হ্রাসেও কার্যকর ভূমিকা রাখবে।
সাধারণ চালের তুলনায় নতুন এই ‘মিটি রাইসে’ প্রোটিনের পরিমাণ ৮ শতাংশ এবং ফ্যাটের পরিমাণ ৭ শতাংশ বেশি। গরুর মাংসের কোষগুলো যেন চালের সঙ্গে মিশে থাকতে পারে, সে জন্য ব্যবহার করা হয়েছে মাছের জেলটিনের প্রলেপ।
সোহেয়ন পার্ক জানান, প্রতি ১০০ গ্রাম মিটি রাইসের উৎপাদন বাতাসে ৬ দশমিক ২৭ কেজি কার্বন ডাই-অক্সাইড যোগ করে। আর প্রতি ১০০ গ্রাম গরুর মাংসের উৎপাদন বাতাসে কার্বন ডাই-অক্সাইড যোগ করে এর থেকে আট গুণ বেশি।
যেভাবে তৈরি করা হয়েছে এই চাল
গবেষণার জন্য বিজ্ঞানীরা চালের ওপর খাদ্যজাতীয় মাছের জেলটিন এবং ফুড এনজাইম দিয়ে প্রলেপ দেন, যাতে কোষগুলো বৃদ্ধি পায়। তারপর তাঁরা চালে গরুর পেশি এবং চর্বিযুক্ত স্টেম সেল দিয়ে প্রায় ১১ দিন একটি পেট্রি ডিশে রাখেন। ল্যাব কালচারের পর গবেষক দল চালের গঠন এবং পুষ্টি উপাদান পরীক্ষা করেন। তাঁরা দেখতে পান, হাইব্রিড বিফ রাইস সাধারণ চালের চেয়ে শক্ত এবং আরও ভঙ্গুর।
তাঁরা আরও দেখেন, এই নতুন চালে সাধারণ চালের চেয়ে ৮ শতাংশ বেশি প্রোটিন এবং ৭ শতাংশ বেশি চর্বি রয়েছে। গবেষকেরা বলেছেন, ল্যাব কালচারে কিছু পরিবর্তন ‘মাংসযুক্ত চালের’ পুষ্টি আরও বাড়াতে পারে এবং এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী হবে।
মিসেস পার্ক বলেন, ‘আমি আশা করিনি যে ধানে কোষগুলো এত ভালোভাবে বৃদ্ধি পাবে। এখন আমি এই শস্যভিত্তিক হাইব্রিড খাবারের সম্ভাবনাময় একটি বিশ্ব দেখতে পাচ্ছি। এটি একদিন দুর্ভিক্ষ রোধ, সামরিক রেশন বা এমনকি মহাকাশের খাবারের জন্য কাজে দিতে পারে।’
নিয়মিত আকাশপথে ভ্রমণ করা যাত্রীদের জন্য টার্বুলেন্স বা ঝাঁকুনি কোনো নতুন অভিজ্ঞতা নয়। শতাব্দীরও বেশি সময় ধরে চলমান বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে এই টার্বুলেন্স মোকাবিলায় ব্যাপক উন্নতি হয়েছে।
১ দিন আগেবিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাক্ষেত্রে অগ্রণী কিছু ভবিষ্যৎদ্রষ্টা মনে করছেন, মানুষ এখন আর আগের মতো কেবল শতবর্ষ আয়ুর স্বপ্ন দেখছে না। বরং এমন এক সময় আসছে, যখন আমরা স্বাভাবিক আয়ুর চেয়ে ১০ গুণ বেশি সময়, অর্থাৎ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারি।
২ দিন আগেআমাদের সূর্যের চেয়ে ৩৬০০ গুণ বেশি ভরের বিশালাকৃতির ব্ল্যাকহোল খুঁজে পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় ব্ল্যাকহোলগুলোর একটি এবং সম্ভবত সর্ববৃহৎ। ব্ল্যাকহোলটি অবস্থান করছে ‘কসমিক হর্সশু’ নামের একটি গ্যালাক্সির কেন্দ্রে, যা পৃথিবী থেকে প্রায় ৫০০ কোটি আলোকবর্ষ দূরে।
২ দিন আগেপৃথিবীর বাইরের কোনো গ্রহে যদি একদিন মানুষের বসতি গড়তে হয়, তাহলে কেমন হবে সেই পরিবেশ? সেটা বোঝার চেষ্টা থেকেই যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় তৈরি হয়েছিল ‘বায়োস্ফিয়ার ২’। তিন একরের বেশি জায়গাজুড়ে নির্মিত বিশাল কাচঘেরা ভবনটি যেন এক কৃত্রিম পৃথিবী।
৩ দিন আগে