নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির চলমান আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘গণতন্ত্রকে পুনরুদ্ধার করার লক্ষে যে আন্দোলন আমরা শুরু করেছি, সেই আন্দোলনে লাখ-লাখ সাধারণ মানুষ জড়িত হচ্ছে। সবাই এখন চায় এই দেশে গণতন্ত্র ফিরে আসুক, মানুষের অধিকারগুলো সুরক্ষিত হোক।’
আজ সোমবার বিকেলে গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শারদীয় দুর্গাপূজা পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র যদি না থাকে, সেখানে কারো অধিকারই প্রতিষ্ঠিত হয় না। আমরা সবাই এখন যে বিপদে আছি। একটা সংকটে আছি, ভয়ংকর একটা সংকটে। সেই সংকট হচ্ছে আমাদের অস্তিত্বের সংকট, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার সংকট, আমাদের গণতন্ত্রের সংকট। এই সংকটকে আমাদের কাটিয়ে উঠতে হবে।
মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্য আমাদের, আগে আমাদের সঙ্গে যিনি সব সময় বসতেন দলের নেত্রী বেগম খালেদা জিয়া তাকে আজকে মিথ্যে মামলা দিয়ে সাজা দিয়ে এখন তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে।
কিন্তু সৌভাগ্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে ৮ হাজার মাইল দূরে থেকেও যেভাবে আমাদের নির্দেশনা দিচ্ছেন দলকে পরিচালনা করছেন, বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলছেন। আমি বিশ্বাস করি অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মানুষ আরেকবার মুক্তিযুদ্ধ যেভাবে করেছিল সেইভাবে তারা ঐক্যবদ্ধ হয়ে জেগে উঠবে। এই ভয়াবহ অশুভ শক্তিকে পরাজিত করে সত্যিকার অর্থে একটি বাংলাদেশ গড়ে তুলবে।
গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির চলমান আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘গণতন্ত্রকে পুনরুদ্ধার করার লক্ষে যে আন্দোলন আমরা শুরু করেছি, সেই আন্দোলনে লাখ-লাখ সাধারণ মানুষ জড়িত হচ্ছে। সবাই এখন চায় এই দেশে গণতন্ত্র ফিরে আসুক, মানুষের অধিকারগুলো সুরক্ষিত হোক।’
আজ সোমবার বিকেলে গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শারদীয় দুর্গাপূজা পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র যদি না থাকে, সেখানে কারো অধিকারই প্রতিষ্ঠিত হয় না। আমরা সবাই এখন যে বিপদে আছি। একটা সংকটে আছি, ভয়ংকর একটা সংকটে। সেই সংকট হচ্ছে আমাদের অস্তিত্বের সংকট, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার সংকট, আমাদের গণতন্ত্রের সংকট। এই সংকটকে আমাদের কাটিয়ে উঠতে হবে।
মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্য আমাদের, আগে আমাদের সঙ্গে যিনি সব সময় বসতেন দলের নেত্রী বেগম খালেদা জিয়া তাকে আজকে মিথ্যে মামলা দিয়ে সাজা দিয়ে এখন তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে।
কিন্তু সৌভাগ্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে ৮ হাজার মাইল দূরে থেকেও যেভাবে আমাদের নির্দেশনা দিচ্ছেন দলকে পরিচালনা করছেন, বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলছেন। আমি বিশ্বাস করি অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মানুষ আরেকবার মুক্তিযুদ্ধ যেভাবে করেছিল সেইভাবে তারা ঐক্যবদ্ধ হয়ে জেগে উঠবে। এই ভয়াবহ অশুভ শক্তিকে পরাজিত করে সত্যিকার অর্থে একটি বাংলাদেশ গড়ে তুলবে।
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ এ পদ্ধতিতে অভ্যস্ত নয়। পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি।’
৪২ মিনিট আগেজুলাই গণ-অভ্যুত্থানে প্রবাসীরা সরাসরি ও পরোক্ষভাবে সম্পৃক্ত ছিল বলে মনে করেন গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ। তাঁরা বলছেন, রেমিট্যান্স শাটডাউন কর্মসূচি, অর্থনৈতিক সহায়তা, কূটনৈতিক তৎপরতা ও নৈতিক সমর্থন—প্রতিটি ক্ষেত্রেই
২ ঘণ্টা আগেভারত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশ কিংবা এ দেশের মানুষকে বন্ধু মনে করে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত ‘ভারত কি বাংলাদেশকে বিপদে ফেলতে চায়?’ শীর্ষক নাগরিক সমাবেশে তিনি এ মন
৩ ঘণ্টা আগেশামসুজ্জামান দুদু বলেন, ‘সরকার প্রতিশ্রুতি দিয়েছে, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। তবে সেটি যেন পিছিয়ে মার্চ বা এপ্রিল না হয়। বিএনপিসহ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরেই নির্বাচন চেয়েছিল। সরকার বলেছে, ফেব্রুয়ারিতে হবে। আমরা মেনে নিয়েছি এবং সহযোগিতা করছি। কিন্তু ফেব্রুয়ারি যেন মার্চ না হয়, এপ্রিল না হয়—এটা
৩ ঘণ্টা আগে