Ajker Patrika

এমন ব্যবস্থা গড়ে তুলব, বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: ডা. তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৯: ২০
কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশ বিনির্মাণের ইশতেহার এবং জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে আয়োজিত জনসমাবেশে ডা. তাসনিম জারা। ছবি: সংগৃহীত
কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশ বিনির্মাণের ইশতেহার এবং জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে আয়োজিত জনসমাবেশে ডা. তাসনিম জারা। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য এমন একটি চিকিৎসাব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে কেউ টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যাবে না। তিনি বলেন, ‘আমরা এমন জরুরি চিকিৎসাব্যবস্থা গড়ে তুলব, যাতে অ্যাম্বুলেন্সে জরুরি চিকিৎসা শুরু হয়ে যায়।’

আজ কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশ বিনির্মাণের ইশতেহার এবং জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে আয়োজিত এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. তাসনিম জারা বলেন, দেশের মানুষ বর্তমানে চিকিৎসাসেবায় ভোগান্তি ও বৈষম্যের শিকার হচ্ছে। তাঁর দল এই সমস্যা সমাধানে কাজ করবে। তিনি জানান, দেশের প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যবিষয়ক তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে, যাতে অপ্রয়োজনীয় টেস্ট ও ভুল চিকিৎসার আশঙ্কা কমে।

তিনি প্রাথমিক স্বাস্থ্য খাতকে শক্তিশালী করার ওপর জোর দিয়ে বলেন, এতে মানুষ তাদের ঘরের কাছেই মানসম্মত চিকিৎসা পাবে। মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া, বিভিন্ন অঞ্চলে হৃদ্‌রোগসহ অন্যান্য বিশেষায়িত কেন্দ্র স্থাপন করে চিকিৎসা ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দেন তিনি।

ডা. জারা বলেন, তাঁর দল একটি কল্যাণমুখী অর্থনীতি গড়ে তুলবে, যেখানে সবার কর্মসংস্থান নিশ্চিত হবে। তবে সেই কর্মসংস্থান কেবল জীবনধারণের জন্য নয়, বরং মর্যাদাপূর্ণ ও উন্নত জীবনযাপনের সুযোগ তৈরি করবে। তিনি বলেন, ন্যায্যতার ভিত্তিতে ধনী-গরিবের বৈষম্য দূর করতেও কাজ করা হবে।

তরুণ প্রজন্মকে রাজনীতিতে আরও বেশি করে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে ডা. জারা বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মকে আর আহত করা যাবে না, তাদের স্বপ্নকে আর ভঙ্গ করা যাবে না। তরুণদেরই বাংলাদেশ গড়তে হবে।’ তিনি আরও বলেন, ‘এমন রাজনীতি প্রতিষ্ঠা করা হবে, যেখানে নারীরাও রাজনীতিতে এবং নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত