Ajker Patrika

জাতীয় পার্টিকে এত জামাই-আদর কিসের, প্রশ্ন সুব্রত চৌধুরীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ৩৮
জাতীয় পার্টিকে এত জামাই-আদর কিসের, প্রশ্ন সুব্রত চৌধুরীর

জাতীয় পার্টিকে এত জামাই-আদর কিসের, এমন প্রশ্ন তুলেছেন গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। আজ রোববার ‘অন্তর্বর্তী সরকারের এক মাস কেমন গেল, কেমন যেতে পারত’ শীর্ষক আলোচনা সভায় এ প্রশ্ন তোলেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এই আলোচনা সভার আয়োজন করে।

সুব্রত চৌধুরী বলেন, ‘জাতীয় পার্টি গত ১৭ বছর গাছের ওপরেরটা খাইলো, আবার তলারটাও কুড়াইলো। মন্ত্রিত্ব নিল, রাষ্ট্রের সব সুযোগ–সুবিধা নিল। আর তাদেরকে জামাই-আদর দিয়ে সব জায়গায় ডাকা হচ্ছে।’ 

সুব্রত চৌধুরী বলেন, ‘এরশাদকে ৯ বছরে পতন করলাম। সে (শেখ হাসিনা) এরশাদকে কোলে তুলে নিল। এখন দেখছি তারা (জাপা) বলে জুলাই বিপ্লবে বিবৃতি দিয়েছি, সমর্থন দিয়েছি। এটা মানা যায় না। পতিত স্বৈরাচারের সঙ্গে যারা সহযোগী, এই জাতীয় পার্টিও একই দোষে দুষ্ট।’ 

সুব্রত চৌধুরী আরও বলেন, ‘এখন পর্যন্ত স্বৈরাচারের প্রেতাত্মারা আনাচকানাচে ঘুরে বেড়াচ্ছে। উচ্চ আদালত, প্রশাসন থেকে শুরু করে সমাজের সর্বস্তরে তাদের বিচরণ আছে। তারা যাতে ষড়যন্ত্র করতে না পারে, তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের প্রতিটি কাজে সহমত পোষণ করে সহযোগিতার হাত বাড়াতে হবে। তাদের যেকোনো কাজে পাশে দাঁড়াতে হবে।’ 
 
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, অধ্যাপক দিলারা জামান প্রমুখ। 

অনুষ্ঠান পরিচালনা করেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত