নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছাত্র-জনতার অর্জিত বিজয় একটি মহল নস্যাতের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার দুপুরে শেরে বাংলা নগরে দলের বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, ‘কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করে দেওয়ার ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তাঁরা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতা-কর্মীদের ওপরে অন্যায়ভাবে হামলার করার চেষ্টা করছে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা শপথ নিয়েছি, আজকে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে আমরা সুসংহত করব। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন। অন্যান্য ব্যক্তিবর্গ যারা এই গণতান্ত্রিক আন্দোলনে বন্দী হয়েছেন, তাঁদের মুক্তি কিছু হয়েছে, কিছু বাকি আছে। আমরা সবগুলো মুক্তির জন্য ব্যবস্থা করছি।’
বিএনপি নেতা-কর্মীরা গোলযোগে জড়িত নয় দাবি করে ফখরুল বলেন, ‘আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতা-কর্মী কোনোভাবে গোলযোগের সঙ্গে জড়িত নয়। উপরন্তু আমরা চেষ্টা করছি সেটাকে বন্ধ করার। এ জন্য সকলকে সজাগ থাকতে হবে।’
তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আমরা চাই, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্য, সমঅধিকার, ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করে আমরা এই নতুন বাংলাদেশ গঠন করতে চাই।’
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা সাড়ে ১২টায় দলের সভাপতি এসএম জিলানি ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে যান এবং পুষ্পমাল্য অর্পণ করেন মির্জা ফখরুল। এই সময়ে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সস্পাদক মীর সরাফত আলী সপু, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সস্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রশীদ হাবিব, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসীন আলী, সাংগঠনিক সস্পাদক নাজমুল হাসান প্রমুখ।
ছাত্র-জনতার অর্জিত বিজয় একটি মহল নস্যাতের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার দুপুরে শেরে বাংলা নগরে দলের বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, ‘কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করে দেওয়ার ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তাঁরা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতা-কর্মীদের ওপরে অন্যায়ভাবে হামলার করার চেষ্টা করছে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা শপথ নিয়েছি, আজকে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে আমরা সুসংহত করব। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন। অন্যান্য ব্যক্তিবর্গ যারা এই গণতান্ত্রিক আন্দোলনে বন্দী হয়েছেন, তাঁদের মুক্তি কিছু হয়েছে, কিছু বাকি আছে। আমরা সবগুলো মুক্তির জন্য ব্যবস্থা করছি।’
বিএনপি নেতা-কর্মীরা গোলযোগে জড়িত নয় দাবি করে ফখরুল বলেন, ‘আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতা-কর্মী কোনোভাবে গোলযোগের সঙ্গে জড়িত নয়। উপরন্তু আমরা চেষ্টা করছি সেটাকে বন্ধ করার। এ জন্য সকলকে সজাগ থাকতে হবে।’
তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আমরা চাই, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্য, সমঅধিকার, ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করে আমরা এই নতুন বাংলাদেশ গঠন করতে চাই।’
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা সাড়ে ১২টায় দলের সভাপতি এসএম জিলানি ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে যান এবং পুষ্পমাল্য অর্পণ করেন মির্জা ফখরুল। এই সময়ে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সস্পাদক মীর সরাফত আলী সপু, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সস্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রশীদ হাবিব, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসীন আলী, সাংগঠনিক সস্পাদক নাজমুল হাসান প্রমুখ।
শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে এই দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল।
২৮ মিনিট আগেনাহিদ ইসলাম বলেন, ‘শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। স্বাধীনতা অর্জনে তাঁর ভূমিকা ও ত্যাগ আমরা স্বীকার করি। তবে তাঁর শাসনামলে ঘটে যাওয়া জাতীয় ট্র্যাজেডির কথাও আমরা স্মরণ করি। শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি শাখা রাজ্যে পরিণত হয়। ১৯৭২ সালের জনবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয়।
২১ ঘণ্টা আগেহারুনুর রশীদ বলেন, ‘আজকে দেশে বিনিয়োগ নাই। কর্মসংস্থান নাই। জনপ্রতিনিধি নাই। স্বাভাবিকভাবেই দেশের মানুষ নানা সংকটে আছে। যে শক্তিগুলো বিভিন্ন রকমের অছিলা করে নির্বাচনকে বানচাল ও শর্ত দিয়ে বিলম্ব করতে চায়, আমি মনে করি তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু। দীর্ঘ ১৬ বছর ধরে আমরা লড়াই করেছি।
১ দিন আগেনির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘এখনো গণতন্ত্র নাগালের বাইরে। আমরা চাই বিশ্বাস করতে যে নির্বাচন হবে, তবে ভোট গণনার আগে পর্যন্ত তা নিয়ে শঙ্কা থেকে যায়।’
১ দিন আগে