Ajker Patrika

আমরা বিদেশিদের কাছে যাই না, তারা আমাদের ডাকে: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুন ২০২৩, ১৪: ৫৫
আমরা বিদেশিদের কাছে যাই না, তারা আমাদের ডাকে: মির্জা ফখরুল 

বিএনপি বিদেশিদের কাছে যায় না বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই দাবি করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের বলে যে, আমরা নাকি বিদেশিদের কাছে যাই। আমরা বিদেশিদের কাছে যাই না। মাঝে মাঝে বিদেশিরা আমাদের ডাকে। জানতে চায় যে, দেশে কী হচ্ছে।’

‘যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা তো জানতে চাইবেই’—এমন মন্তব্য করে ফখরুল বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষিত নীতি হচ্ছে, পৃথিবীতে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান। যেখানে গণতন্ত্র নেই, সেখানে তাঁরা সে কথা বলে দেন, তাঁদের গণতন্ত্র সম্মেলনে ডাকেন না। আবার তাঁদের স্যাংশন না কি সব দেন।’

‘ভিসা নীতি আমরাও করতে পারি’—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্য প্রসঙ্গে ফখরুল বলেন, ‘এর উত্তর কী দেব? প্রশ্নটা ভিসা নীতির নয়। এটা আপনার বিবেকের প্রশ্ন, জাতির বিবেকের প্রশ্ন। জনগণ বলছে—আমি ভোট দিতে পারছি না, আমার ওপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে।’

সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘মানুষকে বারবার বোকা বানানো যায় না। এবার আর মানুষ রাখাল বালকের কথায় ভুলছে না। এবার মানুষ দাঁড়িয়ে গেছে।’

অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ও অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের সম্পাদনায় ‘জ্যোতির্ময় খালেদা জিয়া ও দীপ্তিমান তারেক রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফরহাদ হালিম ডোনার, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সেলের সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত