নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির ডাকা মহাসমাবেশ শুরু হয়েছে। সরকারের পদত্যাগসহ বিভিন্ন ইস্যু নিয়ে এক দফা দাবি আদায়ে দলটির এই কর্মসূচিতে অংশ নিতে সারা দেশ থেকে নেতা-কর্মীরা উপস্থিত হয়েছেন ঢাকার নয়াপল্টন, ফকিরাপুল, কাকরাইল এলাকায়। বেলা বাড়তেই নেতা-কর্মীদের ভিড় বাড়ছেই। বেলা ১টা নাগাদ মহাসমাবেশস্থল ঘিরে জনসমুদ্রে পরিণত হয়েছে।
আজ শনিবার রাজধানীর নয়াপল্টন, ফকিরাপুল, রাজারবাগ, আরামবাগ এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
আজকের এই কর্মসূচির আগেই বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেছিলেন স্মরণকালের সবচেয়ে বেশি মানুষের সমাগম হবে মহাসমাবেশে। ইতিমধ্য জনসমুদ্রে পরিণত হয়েছে সমাবেশস্থল। এদিকে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ, র্যাবসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।
সমাবেশে আসা নেতা-কর্মীরা বলছেন, আজকের এই কর্মসূচি এ দেশের মানুষের অধিকার আদায়ের জন্য। মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে নেমেছেন বলে জানান।
নারায়ণগঞ্জ থেকে আসা ছাত্রদলের নেতা ইসমাইল বলেন, ‘১৭ কোটি মানুষ আজ একটি দলের কাছে জিম্মি। মানুষ খেতে পারছে না, আমাদের নেত্রীকে তিলে তিলে মেরে ফেলছে। আমরা আর এই স্বৈরাচারের হাতে ক্ষমতা দেব না। তার পতনের পরই ঘরে ফিরব।’
ঢাকার ভাটারা থানা বিএনপির কর্মী মাসুম সরকার বলেন, ‘এক দফা এক দাবি আদায় করে তবেই ঘরে ফিরব। ভোট চুরি করে হাসিনাকে আর ক্ষমতায় বসতে দেব না।’
বিএনপির ডাকা মহাসমাবেশ শুরু হয়েছে। সরকারের পদত্যাগসহ বিভিন্ন ইস্যু নিয়ে এক দফা দাবি আদায়ে দলটির এই কর্মসূচিতে অংশ নিতে সারা দেশ থেকে নেতা-কর্মীরা উপস্থিত হয়েছেন ঢাকার নয়াপল্টন, ফকিরাপুল, কাকরাইল এলাকায়। বেলা বাড়তেই নেতা-কর্মীদের ভিড় বাড়ছেই। বেলা ১টা নাগাদ মহাসমাবেশস্থল ঘিরে জনসমুদ্রে পরিণত হয়েছে।
আজ শনিবার রাজধানীর নয়াপল্টন, ফকিরাপুল, রাজারবাগ, আরামবাগ এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
আজকের এই কর্মসূচির আগেই বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেছিলেন স্মরণকালের সবচেয়ে বেশি মানুষের সমাগম হবে মহাসমাবেশে। ইতিমধ্য জনসমুদ্রে পরিণত হয়েছে সমাবেশস্থল। এদিকে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ, র্যাবসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।
সমাবেশে আসা নেতা-কর্মীরা বলছেন, আজকের এই কর্মসূচি এ দেশের মানুষের অধিকার আদায়ের জন্য। মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে নেমেছেন বলে জানান।
নারায়ণগঞ্জ থেকে আসা ছাত্রদলের নেতা ইসমাইল বলেন, ‘১৭ কোটি মানুষ আজ একটি দলের কাছে জিম্মি। মানুষ খেতে পারছে না, আমাদের নেত্রীকে তিলে তিলে মেরে ফেলছে। আমরা আর এই স্বৈরাচারের হাতে ক্ষমতা দেব না। তার পতনের পরই ঘরে ফিরব।’
ঢাকার ভাটারা থানা বিএনপির কর্মী মাসুম সরকার বলেন, ‘এক দফা এক দাবি আদায় করে তবেই ঘরে ফিরব। ভোট চুরি করে হাসিনাকে আর ক্ষমতায় বসতে দেব না।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির প্রার্থী বাছাইপ্রক্রিয়া শেষের দিকে। মাঠপর্যায়ের জরিপ ও সাংগঠনিক রীতি মেনে প্রার্থী বাছাইয়ের এ প্রক্রিয়া চালাচ্ছে দলটি, যা আগামী অক্টোবরেই চূড়ান্ত রূপ দিতে চান নেতারা। দলের নীতিনির্ধারকেরা জানিয়েছেন, শিগগিরই এ প্রক্রিয়ার চূড়ান্ত ফল দৃশ্যমান হবে...
১০ ঘণ্টা আগেআবার আওয়ামী লীগ প্রতিষ্ঠার স্বপ্ন শুধু দুঃস্বপ্ন নয়, পাগলের প্রলাপ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত বিক্ষোভ..
১২ ঘণ্টা আগেজামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। আজ বৃহস্পতিবার জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণের (ঢাকা-৬ আসনের) উদ্যোগে মন্দির ও পূজা..
১৩ ঘণ্টা আগেনিখোঁজ হওয়া তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদের অবস্থান চিহ্নিত করে তাঁকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, মামুনের পরিবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা সত্ত্বেও প্রশাসনের ভূম
১৪ ঘণ্টা আগে