Ajker Patrika

বিএনপি কার্যালয়ের সামনে আওয়ামী লীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি কার্যালয়ের সামনে আওয়ামী লীগের মিছিল

আরামবাগ মাঠে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগমন উপলক্ষে বিপুলসংখ্যক নেতা-কর্মী মিছিল নিয়ে আরামবাগ মাঠে এসেছেন। এ সময় আওয়ামী লীগের একাধিক মিছিলকে নয়াপল্টন সড়ক প্রদক্ষিণ করতে দেখা যায়। 
 
জনসভায় যোগ দিতে সকাল থেকেই ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসেছেন। দুপুর ২টার পরে নয়াপল্টনের বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে মিছিল নিয়ে আসতে দেখা যায়। এ সময় নেতা-কর্মীরা বিএনপির বিরুদ্ধে নানা স্লোগান দেন। বিএনপির কার্যালয় ছিল তালাবদ্ধ। সামনে সারিবদ্ধভাবে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের অনুসারীরা বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে বিশাল মিছিল নিয়ে আরামবাগের দিকে যান। 
 
নয়াপল্টন এলাকায় ময়মনসিংহ আওয়ামী লীগের কর্মী সাব্বির হোসেনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকারকে পতন করতে বিএনপি যে অরাজকতা করছে এর প্রতিবাদে আজকে ঢাকার সমাবেশে এসেছি। নয়াপল্টন এলাকায় আমাদের নেতা-কর্মীদের অবস্থান দেখেও ভালো লাগছে। কারণ গত সপ্তাহে এখান থেকে বিএনপি অরাজকতা করেছিল। কিন্তু আজ তাঁদের দেখা যাচ্ছে না।’ 

এদিকে ফকিরাপুল, শাহজাহানপুর, দৈনিক বাংলা, মতিঝিল, কমলাপুরসহ আশপাশের এলাকা দিয়েও মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আরামবাগের দিকে যান। 

অল্প কিছুক্ষণের মধ্যেই সমাবেশে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত