Ajker Patrika

সমাবেশে নাশকতা হলে সরকারকেই দায় নিতে হবে: ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৬: ২৫
সমাবেশে নাশকতা হলে সরকারকেই দায় নিতে হবে: ফখরুল 

ঢাকায় বিএনপির গণসমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর যদি কোনো নাশকতা হয়, সেটা সরকার করবে। এর দায়ও সরকারকেই বহন করতে হবে বলে জানান তিনি। আজ রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। 

সমাবেশের স্থান প্রসঙ্গে ফখরুল বলেন, সোহরাওয়ার্দী উদ্যান ও ইজতেমা ময়দানে সমাবেশ করবে না বিএনপি। এ দুটি স্থান বাদে নয়াপল্টনের বিকল্প হিসেবে সরকারের তরফে গ্রহণযোগ্য কোনো প্রস্তাব এলে বিবেচনা করবে দলটি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে চেকপোস্ট ও ব্যারিকেড বসানো, জঙ্গি দমনে বিশেষ অভিযান এবং নেতা-কর্মীদের গ্রেপ্তারে তীব্র নিন্দা জানান ফখরুল। খালেদা জিয়ার বাসার সামনের চেক পোস্ট ও ব্যারিকেড তুলে নেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান বিএনপির এই নেতা। 

গত ৩০ নভেম্বর থেকে এ পর্যন্ত বিএনপির ১ হাজার ৩১ জন নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন বলে জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীদের ফাঁদে ফেলতে সরকার নানা উসকানি দিয়ে যাচ্ছে। কিন্তু কোনো ফাঁদে পা না দিলেও তাঁদের ওপর নির্যাতন করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত