নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে চিঠি পেয়েছে বিএনপি। আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
যদিও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যোগাযোগ করা হলে রিজভী বলেছিলেন, তিনি কোনো চিঠি পাননি। বিএনপির অন্য কোনো নেতা পেয়েছেন কি না সেটি তাঁর জানা নেই।
তবে এই চিঠি ঠিক কখন, কীভাবে পেয়েছেন এবং চিঠিতে কী লেখা রয়েছে সে ব্যাপারে কোনো তথ্য দিতে রাজি হননি রিজভী।
এর আগে আজ বিকেলে বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলটির নেতা জিএম কাদেরের কাছে চিঠি হস্তান্তর করেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
সেখানে জাপা নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন হাস। বৈঠক শেষে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, ‘পিটার হাস একটি চিঠি নিয়ে এসেছিলেন, যা তিনি জাপার চেয়ারম্যানকে দিয়েছেন। চিঠির সারসংক্ষেপ হচ্ছে-যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।’
তবে রাত পৌনে ৯টা পর্যন্ত মার্কিন দূতাবাস থেকে কোনো চিঠি পাননি বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা।
এদিকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে কোনো শর্ত ছাড়াই সংলাপে বসার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।
দূতাবাস বলেছে, নির্বাচন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করার জন্য রাষ্ট্রদূত পিটার হাস তিন প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে চিঠি পেয়েছে বিএনপি। আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
যদিও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যোগাযোগ করা হলে রিজভী বলেছিলেন, তিনি কোনো চিঠি পাননি। বিএনপির অন্য কোনো নেতা পেয়েছেন কি না সেটি তাঁর জানা নেই।
তবে এই চিঠি ঠিক কখন, কীভাবে পেয়েছেন এবং চিঠিতে কী লেখা রয়েছে সে ব্যাপারে কোনো তথ্য দিতে রাজি হননি রিজভী।
এর আগে আজ বিকেলে বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলটির নেতা জিএম কাদেরের কাছে চিঠি হস্তান্তর করেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
সেখানে জাপা নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন হাস। বৈঠক শেষে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, ‘পিটার হাস একটি চিঠি নিয়ে এসেছিলেন, যা তিনি জাপার চেয়ারম্যানকে দিয়েছেন। চিঠির সারসংক্ষেপ হচ্ছে-যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।’
তবে রাত পৌনে ৯টা পর্যন্ত মার্কিন দূতাবাস থেকে কোনো চিঠি পাননি বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা।
এদিকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে কোনো শর্ত ছাড়াই সংলাপে বসার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।
দূতাবাস বলেছে, নির্বাচন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করার জন্য রাষ্ট্রদূত পিটার হাস তিন প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন।
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রোববার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ নিন্দা জানান।
১০ ঘণ্টা আগেপ্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। সব ঠিক থাকলে আগামী মঙ্গলবার সকালে শাশুড়ি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরবেন তিনি। দেশে ফিরে জোবাইদা রাজধানীর ধানমন্ডিতে তাঁর বাবার বাসায় উঠবেন বলে জানা গেছে।
১১ ঘণ্টা আগেসামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানের লুক্সেমবার্গের ল্যান্ড ব্যাংকিং ফান্ডে বিনিয়োগ করা ৫৬ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ৬০১ টাকা ৭৪ পয়সা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
১৩ ঘণ্টা আগেগাজীপুরের চান্দনা এলাকায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ করেছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। আজ রোববার সন্ধ্যায় সারজিসের ভ্যারিফায়েড ফেসবুকে আইডিতে এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ করেন।
১৩ ঘণ্টা আগে