নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে ‘আমরা আর মামুরা নির্বাচন’ আখ্যা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘৭ জানুয়ারির নির্বাচন জনগণের বা ভোটারদের নির্বাচন নয়। এ নির্বাচন হচ্ছে আমরা আর মামুরা নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন, একক নির্বাচন। এখানে ভোটাররা যেতে পারবে না।’
আজ রোববার রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘কেন এ নির্বাচন করছে আওয়ামী লীগ? কারণ, তারা লুট করছে, যে সম্পদ করেছে, সম্পদ পাচার করেছে; তারা যে আজকে বিত্তবৈভবের মালিক হয়েছে, সেটি তারা বজায় রাখতে চায়। জনগণের সম্পদ লুট করে আজকে তারা শাদ্দাদের বেহেশত বানিয়েছে। তাই এ বেহেশত তারা হাতছাড়া করতে চায় না।’
জনগণকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘দুর্নীতিবাজদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে অবস্থান নিন, নির্বাচন বর্জন করুন। এ নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যাবেন না।’
২৬ ডিসেম্বর থেকে সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে বিএনপিসহ সমমনা বিরোধী রাজনৈতিক দলগুলো। আগের ঘোষণা অনুযায়ী গত বৃহস্পতিবার এই কর্মসূচি শেষ হওয়ার কথা থাকলেও সেদিনই নতুন ঘোষণা দিয়ে শনিবার পর্যন্ত এই কর্মসূচি বাড়ানো হয়। এ দিনই আবার কর্মসূচির সময় বাড়ানোর নতুন ঘোষণা আসে। এই ঘোষণা অনুযায়ী আগামীকাল সোমবার এই কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে লিফলেট বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক। এ সময় তিনি সাংবাদিকদের কাছে তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাস শুধু নয়, সারা পৃথিবীর ইতিহাসে আছে, কোনো স্বৈরাচার চিরস্থায়ীভাবে ক্ষমতায় টিকে থাকতে পারে না। কোনো স্বৈরাচার, যারা গণতন্ত্রকে বিশ্বাস করে না সেই দল ক্ষমতায় টিকে থাকতে পারবে না। জনগণের বিজয় নিশ্চিত, স্বৈরাচার ক্ষমতায় থাকবে না। আমাদের বিশ্বাস, জনগণ আমাদের সঙ্গে আছে, বিজয় আসবেই। ২০২৪ সালেই সরকারের পতন হবে।’
আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে ‘আমরা আর মামুরা নির্বাচন’ আখ্যা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘৭ জানুয়ারির নির্বাচন জনগণের বা ভোটারদের নির্বাচন নয়। এ নির্বাচন হচ্ছে আমরা আর মামুরা নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন, একক নির্বাচন। এখানে ভোটাররা যেতে পারবে না।’
আজ রোববার রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘কেন এ নির্বাচন করছে আওয়ামী লীগ? কারণ, তারা লুট করছে, যে সম্পদ করেছে, সম্পদ পাচার করেছে; তারা যে আজকে বিত্তবৈভবের মালিক হয়েছে, সেটি তারা বজায় রাখতে চায়। জনগণের সম্পদ লুট করে আজকে তারা শাদ্দাদের বেহেশত বানিয়েছে। তাই এ বেহেশত তারা হাতছাড়া করতে চায় না।’
জনগণকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘দুর্নীতিবাজদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে অবস্থান নিন, নির্বাচন বর্জন করুন। এ নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যাবেন না।’
২৬ ডিসেম্বর থেকে সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে বিএনপিসহ সমমনা বিরোধী রাজনৈতিক দলগুলো। আগের ঘোষণা অনুযায়ী গত বৃহস্পতিবার এই কর্মসূচি শেষ হওয়ার কথা থাকলেও সেদিনই নতুন ঘোষণা দিয়ে শনিবার পর্যন্ত এই কর্মসূচি বাড়ানো হয়। এ দিনই আবার কর্মসূচির সময় বাড়ানোর নতুন ঘোষণা আসে। এই ঘোষণা অনুযায়ী আগামীকাল সোমবার এই কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে লিফলেট বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক। এ সময় তিনি সাংবাদিকদের কাছে তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাস শুধু নয়, সারা পৃথিবীর ইতিহাসে আছে, কোনো স্বৈরাচার চিরস্থায়ীভাবে ক্ষমতায় টিকে থাকতে পারে না। কোনো স্বৈরাচার, যারা গণতন্ত্রকে বিশ্বাস করে না সেই দল ক্ষমতায় টিকে থাকতে পারবে না। জনগণের বিজয় নিশ্চিত, স্বৈরাচার ক্ষমতায় থাকবে না। আমাদের বিশ্বাস, জনগণ আমাদের সঙ্গে আছে, বিজয় আসবেই। ২০২৪ সালেই সরকারের পতন হবে।’
বাংলাদেশের সংবিধানের ৭০ অনুচ্ছেদ গণতন্ত্রবিরোধী ও স্বৈরতন্ত্রের ভিত্তি আখ্যা দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, ‘আমাদের এমপিরা হাত তোলা এমপি। তারা জনগণ দ্বারা নির্বাচিত হয়, কিন্তু পার্লামেন্টে গিয়ে দলের বাইরে কোনো ভূমিকা রাখার কোনো সুযোগ নাই।
২ ঘণ্টা আগেআগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
২ ঘণ্টা আগেবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১টায় তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
৯ ঘণ্টা আগেজামায়াতে ইসলামী রাষ্ট্রপতির ঘোষণার (প্রেসিডেন্সিয়াল প্রক্লেমেশন) মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছে। বিকল্প হিসেবে গণভোটের মাধ্যমেও সনদকে আইনি ভিত্তি দেওয়া যেতে পারে, এমনটা মনে করে দলটি। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে ঢাকায় দলের কেন্দ্রীয়...
১৯ ঘণ্টা আগে