Ajker Patrika

দুই রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক, মুখ খুললেন না বিএনপির নেতারা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১০: ৫২
দুই রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক, মুখ খুললেন না বিএনপির নেতারা

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধান রাজনৈতিক দলগুলোর অবস্থান বুঝতে চান ঢাকায় বিভিন্ন দেশগুলোর কূটনীতিকেরা। এর অংশ হিসেবে মঙ্গলবার (৮ নভেম্বর) বিএনপির সঙ্গে বৈঠক করেছেন সুইডেন ও নরওয়ের রাষ্ট্রদূতেরা।

বৈঠকের পর সুইডেন রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে এবং নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন আলাদা টুইটে বলেছেন, আগামী নির্বাচন সামনে রেখে প্রধান দলগুলোর অবস্থান বোঝার চেষ্টার অংশ হিসেবে তাঁরা বিএনপি মহাসচিবের সঙ্গে বসেছিলেন। টুইটের সঙ্গে তাঁরা ছবিও যুক্ত করেছেন।

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

দুই রাষ্ট্রদূত চেয়ারপারসনের কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার পর আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘মূলত বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশের নির্বাচনব্যবস্থা, এক কথায় সবকিছু মিলিয়ে আলোচনা হয়েছে।’

তবে ভেতরে বিস্তারিত কী আলোচনা হয়েছে, তা প্রকাশ করতে অপারগতা প্রকাশ করে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে বিষয়গুলো আছে, সবকিছু নিয়ে আলোচনা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত